সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Question paper of West Bengal Sub Inspector of Excise 2018

নমস্কার বন্ধুরা, গতকাল হয়ে যাওয়া excise এর Sub Inspector এর প্রশ্নপত্র উত্তরসহ এখানে দেওয়া হল। তবে কিছু কিছু প্রশ্নের উত্তর আমাদের 100% সঠিক জানা নেই সেইজন্য সেই উত্তর গুলিকে bolt করা হয়নি। আপনাদের মধ্যে যদি কেউ সেই সমস্ত প্রশ্নের উত্তর জেনে থাকেন তাহলে নিচে কমেন্ট করুন আমরা সেগুলি ঠিক করে নেব। এর সাথে সাথে নিচের দেওয়া লিঙ্ক থেকে গিয়ে আপনারা এই কোশ্চেনের pdf ও download করতে পারবেন। আশা করি এই পোস্টটি আপনাদের জন্য helpful হবে। Question paper of West Bengal Sub Inspector of Excise 2018 PDF Question paper of West Bengal Sub Inspector of Excise 2018 with solution

ধ্বনি

ধ্বনি কাকে বলে? বাক যন্ত্রের স্বল্পতম প্রয়োগে শব্দের বিশ্লিষ্ট তম অংশকে বলে ধ্বনি। বাংলা ব্যাকরণে 11 টি স্বরধ্বনি এবং 39 টি ব্যঞ্জনধ্বনি আছে। ধ্বনি পরিবর্তন দুইভবে হয়, স্বরধ্বনি ঘটিত পরিবর্তন ও ব্যঞ্জনধ্বনি ঘটিত পরিবর্তন। স্বরধ্বনিঘটিত পরিবর্তন- স্বরভক্তি বা বিপ্রকর্ষ-  উচ্চারণের সুবিধার জন্য বা ছন্দের প্রয়োজনে সংযুক্ত ব্যঞ্জনবর্ণ্ণকে  ভেঙে তার মধ্যে স্বরধ্বনি আনার রীতিকে বলা হয় স্বরভক্তি বাা বিপ্রকর্ষ। যেমন - রত্ন > রতন স্বরাগম- উচ্চারণ কে সহজ করতে অথবা উচ্চারণের অপারগতার জন্য শব্দের শুরুতে, মধ্যে বা শেষে স্বরধ্বনি আগমনকে বলা হয় স্বরাগম। স্বরাগমকে তিন ভাগে ভাগ করা যায়। আদি স্বরাগম- শব্দের শুরুতে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। যেমন- স্কুল > ইস্কুল মধ্য স্বরাগম-  শব্দের মধ্যে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। যেমন- রত্ন > রতন, ধর্ম > ধরম ইত্যাদি। অন্ত স্বরাগম-  শব্দের শেষে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। যেমন- বেঞ্চ >বেঞ্চি, ইঞ্চ>ইঞ্চি ইত্যাদি। স্বরলোপ-  উচ্চারণের কো...

Fundamental right in Bengali | মৌলিক অধিকার

Fundamental right বা মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের part 3 এর article 12 থেকে article 35 এর মধ্যে আছে। মৌলিক অধিকারের ধারণা US Constitution থেকে নেওয়া হয়েছে।  ভারতীয় সংবিধানে বর্তমানে ছয়টি মৌলিক অধিকার আছে। যে গুলি হল, Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) Right to freedom বাক স্বাধীনতার অধিকার (article 19 থেকে 22) Right against exploitation বা শোষণের বিরুদ্ধে অধিকার (article 23 থেকে 24) Right to freedom of religion বা ধর্মীয় স্বাধীনতা (article 25 থেকে 28) Cultural and educational rights বা শিক্ষা ও সংস্কৃতির অধিকার (article 29 থেকে 30) Right to constitutional remedies বা সাংবিধানিক প্রতিকারের অধিকার (article 32) 1978 খ্রিস্টাব্দের আগে right to property বা সম্পত্তির অধিকার ও একটি fundamental right বা মৌলিক অধিকার ছিল কিন্তু 1978 সালে 44 তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে legal right বানানো হয় যা বর্তমানে article 300A যে আছে। Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) -  Article 14 -...

Post Gupta period and Harshavardhana in Bengali | পরবর্তী গুপ্ত সাম্রাজ্য এবং হর্ষবর্ধন

গুপ্ত সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারতে পুষ্যভূতি বংশের উত্থান হয়। পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন থানেশ্বর, যিনি গুপ্ত সাম্রাজ্যের অধীন একজন সামন্ত ছিলেন। হুন আক্রমণ এর পরে তিনি নিজেকে স্বতন্ত্র বলে ঘোষিত করেন এবং পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠা করেন।  পুষ্যভূতি বংশের প্রথম গুরুত্বপূর্ণ শাসক ছিলেন প্রভাকরবর্ধন যার শাসনকাল ছিল 580 খ্রিস্টাব্দ থেকে 605 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রভাকরবর্ধন বর্ধন এর পরে তার জ্যেষ্ঠ পুত্র রাজ্যবর্ধন সিংহাসনে বসেন। রাজ্যবর্ধনের সিংহাসনে বসার পর থেকেই তাকে অনেকগুলি সমস্যার সম্মুখীন হতে হয়। রাজ্যবর্ধনের জামাতা গ্রহবর্মন যে রাজ্যবর্ধনেরর বোন রাজশ্রী কে বিবাহ করেন, তার ওপর মৌখরি রাজ দেবগুপ্ত আক্রমণ করেন এবং এই যুদ্ধে গ্রহবর্মন এর মৃত্যু হয়। জামাতর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যর রাজ্যবর্ধন দেবগুপ্ত উপর আক্রমণ করেন এবং তাকে হত্যা করেন। এই দেখে দেব গুপ্তর মিত্র শশাঙ্ক রাজ্যবর্ধনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং এই যুদ্ধে রাজ্যবর্ধনের মৃত্যুু হয় এবংং রাজশ্রী জঙ্গলে গিয়ে আত্মরক্ষাা করে।  রাজ্যবর্ধনের মৃত্যুর পর হর্ষবর্ধন সিংহাসনে বসেন। হর্ষবর্ধন...

WBCS Preliminary Exam Solved Question Paper 2017 (Bengali Version)

1. Choose the word opposite in meaning to the word underlined below :     The  darkness  covered the whole countryside.     (A) Silence        (B) Stillness         (C) Light        (D) Noise 2. There was no _____ in the rain.  (Insert correct phrasal verb)      (A) let up         (B) let in        (C) let off       (D) let go 3. Insert correct word in the blank space :     Finish your task in a ______  mariner.      (A) swift         (B) competent        (C) silent       (D) lazy 4. Insert proper preposition in the sentence.     He was waiting ____ the train. ...

WBCS Preliminary Exam Solved Question Paper 2018 (Bengali Version)

WBCS Preliminary Exam Solved Question Paper 2018 (Bengali Version) 1. Fill in the blank with the correct word :     ____ his humiliation, he attended the function.     (A) Inspite        (B) Not withstanding        (C) Nevertheless       (D) As of 2. “Call up” means :      (A) recollect        (B) anticipate        (C) befriend         (D) invite 3. Use a suitable Auxiliary Verb to fill in the blank space :     In all probability it ____ rain tonight      (A) will        (B) can        (C) may       (D) ought 4. Fill in the blank with the correct word :     She had bett...

Cell in Bengali | কোষ

জীবদেহের গঠনগত এবং কার্যগত একক হল কোষ। প্রতিটি জীবদেহে এক অথবা অসংখ্য কোষ দিয়ে তৈরি। সবার প্রথম কোষ কে আবিষ্কার করেন রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে। এরপরে কোষ নিয়ে আরো অনেক গবেষণা হয় এবং কোষের বিভিন্ন অংশগুলি আবিষ্কৃত হতে থাকে। 1831 খ্রিস্টাব্দে রবার্ট ব্রাউন কোষের মস্তিষ্ক অর্থাৎ নিউক্লিয়াস আবিষ্কার করেন। এরপর 1838-1839 খ্রিস্টাব্দ নাগাদ Schleiden ও Schwan কাদের কোষ তত্ত্ব দেন যেখানে বলা হয় , সব জীবন্ত জীব কোষ গঠিত হয়। জীব দেহের গঠনগত এবং কার্যগত একক হল কোষ। কোষের বিভিন্ন অংশ এবং তাদের কাজ

Definition of GDP GNP NDP NNP and there difference in Bengali| GDP GNP NDP NNP কাকে বলে? এবং তাদের পার্থক্য

Economics এর কিছু গুরুত্বপূর্ণ term ও তাদের মধ্যে পার্থক্য। GDP (Gross Domestic Product): একটি অর্থবর্ষে কোন দেশে যে পরিমাণ বস্তু ও পরিষেবা উৎপাদন করা হয় তাদের অর্থনৈতিক মূল্যকেই GDP বলা হয়। এখানে বস্তু বলতে অন্তিম বস্তুকে বলা হয়েছে অর্থাৎ ধরে নিন আপনি একটি চটের ব্যাগ কিনেছেন। এই চটের ব্যাগটি বানানোর জন্য প্রথমে পাটের উৎপাদন করতে হয়েছে তারপরে পাট থেকে দড়ি বানানো হয়েছে তারপরে এই ব্যক্তি তৈরি হয়েছে। কিন্তু GDP গণনা করার সময় প্রথমে উৎপাদিত পাট বা দড়ির মূল্য গণনা করা হবে না কেবলমাত্র তাদের থেকে তৈরি অন্তিম বস্তু অর্থাৎ চটের ব্যাগ টি অর্থনৈতিক মূল্যকেই গণনা করা হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় GDP গণনা করার সময় শুধুমাত্র একটি জিনিসই দেখা হয় সেটি হল একটি দেশের মধ্যে কি পরিমাণ বস্তু উৎপাদন করা হয়েছে একটি অর্থবর্ষে তবে সেই বস্তুটি দেশবাসীর দ্বারা উৎপাদিত হয়েছে নাকি বিদেশী ব্যক্তি বা সংস্থা উৎপাদন করেছে তা GDP তে কোন প্রভাব ফেলে না।

Economics and its types in Bengali | অর্থনীতি ও তার বিভিন্ন প্রকার

অর্থনীতি হলো সমাজবিজ্ঞানের একটি ভাগ। এই বিষয়ে আমরা উৎপাদন , ভোগ , সঞ্চয় প্রভৃতি নিয়ে আলোচনা করে থাকি। Economics শব্দটি দুটি গ্রিক শব্দ oikos যার মানে house বা গৃহ এবং nomus যার মানে custom বা নিয়ম , থেকে এসেছে। বিভিন্ন অর্থনীতিবিদেরা অর্থনীতির আলাদা আলাদা সংজ্ঞা দিয়েছেন। তারমধ্যে একটি সংজ্ঞা আমরা এখানে উল্লেখ করছি যেটি দিয়েছেন অর্থনীতির জনক এডাম স্মিথ।   এডাম স্মিথ এর মতে , অর্থনীতির মৌলিক কাজ হল মানব জাতি ধন-সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করা। অর্থনীতির আকার এর ভিত্তিতে অর্থনীতিকে দুই ভাগে ভাগ করা যায় ,  ক্ষুদ্র অর্থনীতি বা Micro Economics সমষ্টিগত অর্থনীতি বা Macro Economics ক্ষুদ্র অর্থনীতি বা Micro Economics অর্থনীতির যে শাখায় একজন ব্যক্তির , গৃহের , সংস্থার সম্পদ বন্টন , বিক্রি ইত্যাদি বিষয় সম্বন্ধে আলোচনা করা হয় তাকে ক্ষুদ্র অর্থনীতি বলা হয়। এই বিভাগে ব্যক্তিদের অর্থনৈতিক ব্যবহার , চাহিদা , জোগানের প্রভাব নিয়ে আলোচনা করা হয়। সমষ্টিগত অর্থনীতি বা Macro Economics অর্থনীতির যে শাখায় একটি সমগ্র দেশের চাহিদা যোগান এবং অর্থনৈতিক ...

West Bengal Forest Service examination question paper of 2018

এখানে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পরিচালিত West Bengal Forest Service 2018 এর question paper এর PDF file টি upload করা হল। pdf টি ডাউনলোড করার জন্য নিচে দেওয়া link টিতে যান, PDF of West Bengal Forest Service examination 2018

Stone age in Bengali | প্রস্তর যুগ

প্রস্তর যুগে পাথরের আকার এবং ওজন এর হিসাবে মূলত তিন ভাগে ভাগ করা যায়। প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ (৮০০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত) মধ্য প্রস্তর যুগ বা mesolithic age ( ৮০০০ থেকে ৪০০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত) নব্য প্রস্তর যুগ বা neolithic age ( ৪০০০ থেকে ২৫০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত) প্রাচীন প্রস্তর যুগ: এই সময় মানুষ প্রথমবারের জন্য দুই রকম বস্তুকে আলাদা করতে শেখে ধরার ভিত্তিতে।   Gripping object- যে সমস্ত বস্তুকে ধরা যায় তাদেরকে বলা হতো gripping object । যেমন- গাছপালা , পাথর , বন্য পশু ইত্যাদি। Non gripping object- যে সমস্ত বস্তুকে ধরা যায় না তাদেরকে প্রাচীন মানুষেরা  Non gripping object এর পর্যায় ফেলেছিলে। যেমন- আলো , বাতাস , জল , আগুন ও শব্দ। এই যুগের মানুষের সব থেকে বড় আবিষ্কার ছিল আগুন , তবে তারা এই যুগে মানে প্রাচীন প্রস্তর যুগে আগুনকে শুধুমাত্র খুঁজে পেয়েছিলেন কিন্তু এর ব্যবহার করতে শেখেন নি।