সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

WBCS Preliminary Exam Solved Question Paper 2017 (Bengali Version)

1. Choose the word opposite in meaning to the word underlined below :
    The darkness covered the whole countryside.
    (A) Silence        (B) Stillness        (C) Light       (D) Noise
2. There was no _____ in the rain.  (Insert correct phrasal verb)
    (A) let up        (B) let in        (C) let off       (D) let go
3. Insert correct word in the blank space :
    Finish your task in a ______  mariner.
    (A) swift        (B) competent        (C) silent       (D) lazy
4. Insert proper preposition in the sentence.
    He was waiting ____ the train.
    (A) in       (B) at       (C) for        (D) with
5. 'At daggers drawn' means
    (A) Friendly         (B) On bad terms with         (C) Acquainted        (D) Unknown
6. Use suitable auxiliary verb to fill in the blank space :
    You _____ catch the train at once.
    (A) will         (B) can         (C) shall        (D) must
7. Fill in the space with an infinitive :
    It is easy _____ but hard to finish.
    (A) to end         (B) to fall        (C) to lose       (D) to begin
8. Fill in the blank with the correct word :
    _____ he was late, he come home by nine.
    (A) Even        (B) Although        (C) Because        (D) Despite
9. Fill in the blank with the correct word :
    The river was _______ the bank.
    (A) overflowing        (B) dry       (C) full        (D) deep
10. Fill in the blank with the correct word :
      A _____  jewel was in the locker.
      (A) browning        (B) filling        (C) shining       (D) moving


11. 'Made up his mind' means
      (A) Remembered        (B) Resolved        (C) Forgot       (D) Lost
12. Select the correct meaning of the idiom under­lined below :
      He is a dark horse.
      (A) Silent       (B) secretive       (C) Dangerous       (D) Possessing a secret ability
13. Sorrow may be expressed by the following interjections :
      (A) Hurrah !        (B) Bravo !        (C) Oh !        (D) Alas !
14. An illness that is likely to be fatal is
      (A) Mortal         (B) Serious         (C) Slight        (D) Temporary
15. An orthopaedist deals with
      (A) Eyes         (B) Lungs        (C) Bones       (D) Childbirth
16. An Epicurean is one who
      (A) Endures         (B) Suffers        (C) Enjoys pleasure       (D) Loves
17. Fill in the blank with the correct word given below :
      He wanted to ________ out.
      (A) want        (B) ask       (C) call       (D) order
18. Fill in the blank with the correct word given below :
      He saved her ________ certain death.
      (A) from        (B) with       (C) of       (D) in
19. Fill in, with relative pronoun, the blank space below :
      The man _______ briefcase was lost, reported to the police.
      (A) that        (B) whose        (C) which       (D) whom
20. Insert proper words in the sentence :
      Here is the man _____ you asked _____ .
      (A) whom, about        (B) that, for        (C) for, from        (D) this, for
21. Select the correct meaning of the idiom under­lined below :
      Everything was at sixes and sevens.
      (A) Disordered         (B) Lost       (C) Found       (D) Sold
22. 'Cinema' may be used with
      (A) Cooking        (B) Selling       (C) Sleeping        (D) Theater
23. Choose the correct meaning of the word from the alternatives given below :
      A la mode
      (A) Fashionable        (B) Cheap        (C) Expensive        (D) Convenient
24. Put in a correct participle in the blank space :
      The car was _______ down the slope.
      (A) rolling        (B) breaking        (C) lost       (D) having arrived
25. Choose the word appropriate in meaning to the word underlined below :
      The listeners were delighted by the music concert.
      (A) Surprised        (B) Saddened        (C) Angered        (D) Excited
26. পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা হয় তা হলো
      (A) তামা        (B) প্লাটিনাম        (C) লোহা        (D) সিসা
27. কোন গৃহে তড়িৎচালিত যন্ত্রপাতি পরস্পরের সহিত যুক্ত করা হয়  ?
      (A) শ্রেণিসজ্জায়       (B) সমান্তরাল সজ্জায়       (C) শ্রেণীসজ্জায় বা সমান্তরাল সজ্জায়       (D) শ্রেণীসজ্জায় এবং সমান্তরাল সজ্জায়
28. 2022 -র কমনওয়েলথ গেমস যেখানে হওয়ার কথা আছে
      (A) কেপটাউন        (B) লন্ডন        (C) নয়াদিল্লি         (D) ডারবান
29. বিকাশ কৃষ্ণাণ -এর নাম যে খেলার সঙ্গে যুক্ত, সেটি হলো —
      (A) শুটিং        (B) তীরন্দাজি        (C) বক্সিং        (D) সাঁতার
30. নিম্নলিখিত কোন রাষ্ট্রের রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা নেই ?
      (A) মার্কিন যুক্তরাষ্ট্র        (B) ইউনাইটেড কিংডম        (C) কানাডা        (D) ফ্রান্স
31. রাণা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল
      (A) কাছোয়া       (B) শিশোদিয়া        (C) সোলাঙ্কি      (D) পরামার
32. 'আইন-ই-আকবরি' গ্রন্থের লেখক হলেন
      (A) বদাউনি       (B) আবুল ফজল         (C) শেখ মুবারক       (D) ফৈজি
33. মুন্ডা বিদ্রোহ (উলগুলান) -এর নেতৃত্ব দেন —
      (A) সিধো       (B) বিরসা       (C) বাপট      (D) কোরা মাল্লা
34. দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হলো
      (A) মিজোরাম        (B) মণিপুর        (C) নাগাল্যান্ড        (D) অরুণাচল প্রদেশ
35. ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করে  ?
      (A) মেঘালয়       (B) কেরালা        (C) রাজস্থান        (D) পশ্চিমবঙ্গ
36. ভারতের কোন রাজ্যে বায়ুপ্রবাহ শক্তির বৃহত্তম সরঞ্জাম সংস্থাপিত হয়েছে  ?
      (A) গুজরাট        (B) মহারাষ্ট্র         (C) কর্ণাটক        (D) তামিলনাড়ু
37. মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয় —
      (A) 1980 সালে        (B) 1990 সালে        (C) 1995 সালে         (D) 2000 সালে
38. ভারতীয় অর্থনীতির সেবাক্ষেত্রে —
      (A) GDP -34% এর বেশি উৎপাদিত হয়
      (B) GDP -40% -এর বেশি উৎপাদিত হয়
      (C) GDP -42% -এর বেশি উৎপাদিত হয়
      (D) GDP -50% -এর বেশি উৎপাদিত হয়
39. 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় —
      (A) হাওড়া ও দিল্লির মধ্যে      (B) বোম্বে ও থানের মধ্যে       (C) হাওড়া ও বোম্বের মধ্যে       (D) উপরের কোনোটিই নয়
40. 'লাল' বিপদ সংকেত হিসেবে ব্যবহার করার কারণ
      (A) রক্তের রং লাল
      (B) বাতাসের অণু লাল আলোকে সবথেকে কম বিক্ষিপ্ত করে
      (C) লাল রং সহজলভ্য
      (D) লাল রং চোখের ক্ষেত্রে সুখকর
41. একটি বস্তুর উপর বিপরীতমুখী এবং অসমরৈখিক দু'টি অসমান বল প্রয়োগ করা হলো । এর ফলে বস্তুটির
     (A) কেবলমাত্র বৃত্তাকার গতি থাকবে
     (B) কেবলমাত্র রৈখিক গতি থাকবে
     (C) বৃত্তাকার বা রৈখিক কোন গতিই থাকবে না
     (D) বৃত্তাকার এবং রৈখিক উভয় প্রকার গতিই থাকবে
42. পরিবর্তিত মৃদগত কান্ডের উদাহরণ
      (A) গাজর       (B) আলু       (C) চিনে বাদাম      (D) শালগম
43. ভোটদাতারা তার প্রস্তাবিত সাংবিধানিক সংশোধন প্রত্যাখ্যান করায় ইটালি-র প্রধানমন্ত্রী ডিসেম্বর 2016 -তে পদত্যাগ করেন, তিনি
      (A) মাট্রীয়ো রেনজি       (B) পাওলো জেন্টিলোনি       (C) সার্জিয়ো মাট্রারেলা       (D) এঁদের কেউ নন
44. চিনা পর্যটক হিউয়েন সাঙ ভারতে আসেন যার শাসনকালে, তিনি হলেন
      (A) সমুদ্রগুপ্ত        (B) অশোক       (C) হর্ষবর্ধন       (D) প্রথম কুলোতঙ্গ 
45. 2016 -র অস্কার পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য লাভ করেন —
      (A) কেট ব্লাঞ্চেট        (B) সার্লোট র‍্যাম্পলিং        (C) জেনিফার লরেন্স       (D) ব্রাই লার্সেন 
46. সিরিয়ার আলেপ্পো থেকে অসামরিক ব্যক্তিদের সরানোর তদারকি করার জন্য রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধায়ক নিয়োগ করার জন্য ডিসেম্বর 2016 -তে প্রস্তাব গ্রহণ করে
     (A) রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা      (B) রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ      (C) রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারিয়েট     (D) ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস 
47. 2016 -য় অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন
      (A) অলিভার হার্ট ও বেঙ্গট হলমস্ট্রম
     (B) অ্যাঙ্গাস ডিয়েটন ও জিন টিরোলে 
     (C) প্যাট্রিক মডিয়ানা
     (D) আর্থার বি ম্যাকডোনাল্ড
48. বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে —
      (A) রাষ্ট্রসংঘ        (B) এশিয়ার উন্নয়ন ব্যাঙ্ক        (C) বিশ্ব ব্যাঙ্ক       (D) বিশ্ব বাণিজ্য সংস্থা
49. জনগণনা 2011 অনুসারে ভারতের 35 বছর -এর কম বয়সি জনসংখ্যার ভাগ হলো —
      (A) 50 শতাংশ        (B) 55শতাংশ       (C) 60 শতাংশ       (D) 65 শতাংশ
50. ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদন হারে সর্বাধিক বৃদ্ধি পায় ?
      (A) গম         (B) ধান        (C) তৈলবীজ       (D) ভুট্টা
51. ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?
     (A) 1883       (B) 1885       (C) 1891      (D) 1905
52. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন —
     (A) উমেশচন্দ্র ব্যানার্জি       (B) সুরেন্দ্রনাথ ব্যানার্জী       (C) ফিরোজ শাহ মেহতা       (D) এ ও হিউম
53. 'মর্লে-মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয়  ?
      (A) 1907 সালে       (B) 1909 সালে       (C) 1911 সালে        (D) 1919 সালে
54. পাঁচ জন বালক বৃত্তের ন্যায় দন্ডায়মান । অজয় এবং টমের মাঝখানে রহিম, বাবলুর বাঁদিকে সলমান এবং সলমানের বাঁদিকে অজয় দন্ডায়মান । কে বাবলুর ডানদিকে দন্ডায়মান ?
      (A) টম      (B) অজয়      (C) রহিম      (D) সলমান
55. কোনটি আলাদা ?
     (A) স্ট্রবেরি        (B) ব্ল্যাকবেরি       (C)  গুজবেরি       (D) বেরিবেরি
56. A -এর 40% -এর মান B -এর 60% -এর মান এক হলে,  A : B হবে —
      (A) 2 : 3      (B) 3 : 2      (C) 7 : 8      (D) 8 : 7
57. স্টকহোম কনফারেন্সের প্রেক্ষাপটে ভারত সরকার পরিবেশ পরিকল্পনা ও সমন্বয়কারী জাতীয় কমিটি গঠন করে —
      (A) 1972 সালে       (B) 1980 সালে       (C) 1985 সালে       (D) 1990 সালে
58. রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি  ?
     (A) মহেঞ্জোদারো       (B)  সুকতাজেনদোর       (C) কলিবঙ্গান       (D) লোথাল
59. সম্প্রতি কোন সংস্থা সারা দেশে সিনেমা হল-এ চলচ্চিত্র প্রদর্শনের আগে জাতীয় সংগীত বাজানোর আদেশ দেয় ?
     (A) ভারতের সুপ্রিম কোর্ট       (B) ভারতের রাষ্ট্রপতি       (C)  ভারতের প্রধানমন্ত্রী       (D)  লোকসভার স্পিকার
60. 31 ডিসেম্বর, 2016 -তে অরূপ রাহা অবসর গ্রহণের পর ভারতের বায়ুসেনা প্রধানের দায়িত্বভার কে গ্রহণ করেছেন ?
     (A) বীরন্দর সিং ধানোয়া      (B) অর্জুন সিং      (C) অনিল কুমার ব্রাউনে       (D) অনিল টিপনিস
61. বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন —
     (A) কৌটিল্য       (B) নচিকেতা      (C) চরক      (D) জীবক
62. সৎনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয়, তিনি ছিলেন —
      (A) আকবর       (B) জাহাঙ্গীর       (C) শাহজাহান       (D) ঔরঙ্গজেব
63.  সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ?
      (A) সাঁওতাল       (B) চাকমা       (C) খাসি      (D) নীল
64. মৌর্যশাসক, যিনি তাঁর আদেশলিপি গুলিতে 'প্রিয়দর্শী' নামের ব্যবহার করতেন —
      (A) বিম্বিসার       (B) অশোক       (C) চন্দ্রগুপ্ত মৌর্য      (D) বৃহদ্রথ
65. একটি বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, যখন
     (A) Δ G = - ve      (B) Δ H = - ve      (C) Δ S = + ve      (D) Δ S = - ve
66. জাতীয়তাবাদী সংগঠন 'পুনা সার্বজনীক সভা' প্রতিষ্ঠিত হয় যে বছরে, সেটি হলো
     (A) 1870       (B) 1885       (C) 1890        (D) 1900
67. জনসংখ্যার হিসাবে পৃথিবীতে ভারত দ্বিতীয় স্থানে, কিন্তু আয়তনের হিসাবে ভারতের স্থান
      (A) প্রথম       (B) দ্বিতীয়      (C) সপ্তম      (D) অষ্টম
68. ভারতের অকৃজাত আয়কর
     (A) কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলিকে পুরোপুরি দিয়ে দেয়
     (B) রাজ্য ধার্য করে 
     (C) কেন্দ্র ধার্য করে ও পুরোপুরি নিয়ে নেয় 
     (D) কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেয়
69. কৃষি উৎপাদনের মূল্য হিসেবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য ফসল হলেো —
      (A) কার্পাস      (B) তৈলবীজ      (C) ইক্ষু বা আখ      (D) তামাক
70.  নিম্নলিখিতগুলির মধ্যে কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে ?
       (A) চেন্নাই      (B) বিশাখাপত্তনম       (C) হলদিয়া       (D) নব তুতিকোরিন
71. পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলা মানবসম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নিত হয়েছে ?
      (A) কলকাতা       (B) পূর্ব মেদিনীপুর      (C) বর্ধমান       (D) উত্তর 24 পরগনা
72. পশ্চিমবঙ্গের ব-দ্বীপ অঞ্চলে নিম্নলিখিত কোনটি আহরণ / খনন করা হয় না ?
      (A) প্রাকৃতিক গ্যাস       (B) কর্দম      (C) বালি      (D) ভৌম জল
73. পশ্চিমবঙ্গে 'রাঢ়' হল একটি ভূ-প্রাকৃতিক অঞ্চল, যার অংশবিশেষ দেখা যায় যে জেলায় সেটি হলো
      (A) কোচবিহার       (B) নদীয়া       (C) পশ্চিম মেদিনীপুর       (D) দক্ষিণ 24 পরগনা
74. ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল ?
      (A) জুলাই, 1947      (B) জুন, 1946       (C) আগস্ট, 1947       (D) আগস্ট, 1946
75. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন
       (A) লর্ড মাউন্টব্যাটেন       (B) মহম্মদ আলি জিন্না      (C) সৈয়দ আমীর আলী      (D) মহম্মদ শেখ আবদুল্লা
76. ফরওয়ার্ড ব্লক-এর প্রতিষ্ঠাতা ছিলেন  —
     (A) সুভাষচন্দ্র বসু      (B) রাসবিহারী বসু       (C) চিত্তরঞ্জন দাশ       (D) চক্রবর্তী রাজাগোপালাচারী
77. কত সালে এবং কোথায় মুসলিম লিগ 'পাকিস্তান প্রস্তাব' গ্রহণ করেছিল ?
     (A) 1929, লাহোর      (B) 1930, এলাহাবাদ       (C) 1940, লাহোর       (D) 1940, ঢাকা
78. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক -এর প্রতিষ্ঠার সালটি হলো
      (A) 1930       (B) 1935      (C)  1947       (D) 1951
79. ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা  —  
      (A) এক-স্তরীয়     (B) দুই-স্তরীয়      (C) তিন-স্তরীয়     (D) চার-স্তরীয়
80. রাজ্যসভার চেয়ারম্যান হলেন
     (A) বিরোধী দলের নেতা      (B) রাষ্ট্রপতির মনোনীত সদস্য      (C) ভারতের উপরাষ্ট্রপতি       (D) উপরাষ্ট্রপতির মনোনীত সদস্য
81. পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয় ?
      (A) লোকসভার অনুমোদন       (B) অর্থমন্ত্রীর অনুমোদন       (C) রাজ্যসভার অনুমোদন      (D) এর কোনোটিই নয়
82. 'রাজস্ব-দায়িত্ব ও বাজেট ব্যবস্থাপনা আইন 2004' -এর উদ্দেশ্য হলো
      (A) আয় ঘাটতি কমানো
      (B) রাজস্ব ঘাটতি কমানো
      (C) 2011 সাল থেকে সরকারি ঋণের পরিমাণ সংশ্লিষ্ট বছরের GDP -এর 50% বেশি না রাখা 
     (D) উপরের সবগুলিই
83. সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন এই জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায়
      (A) শৈবাল       (B) ছত্রাক       (C) লাইকেন        (D) গুপ্তবীজী
84. RBr -কে RMgBr -এ রূপান্তর করতে লাগবে — 
      (A) Mg/dry ether/ N2-atmosphere
      (B) Mg/moist ether/ N2-atmosphere
      (C) Mg/ethanol / N2-atmosphere
      (D) Mg/dry ether/ O2-atmosphere
85. বংশগতির পার্টিকুলেট থিওরি বা মতবাদ প্রবর্তন করেন
      (A) চার্লস ডারউইন       (B) গ্রেগর জোহান মেন্ডেল      (C) হারমান মুলার       (D) টি  এইচ মরগ্যান 
86. 'RADAR' এর অর্থ হলো —
      (A) বেতার নির্ণায়ক এবং সীমা পরিমাপক 
      (B) প্রস্তুত সীমা পরিমাপক উন্নত যন্ত্র
      (C) উড়োজাহাজের সীমা পরিমাপক সীমা নির্ণায়ক যন্ত্র
      (D) প্রস্তুত উন্নত উড়োজাহাজ সীমা পরিমাপক  
87. নভেম্বর 2016 -তে পাকিস্তানে কে সেনাপ্রধান নিযুক্ত হন ?
      (A) রাহিল শরিফ       (B) কামার জাভেদ বাজওয়া       (C) জুবাইত হায়াত       (D) পারভেজ মুশারফ
88. মুল্লাপেরিয়ার বাঁধ অসন্তোষের কারণ যাদের মধ্যে
      (A) মহারাষ্ট্র ও গুজরাট       (B) তামিলনাড়ু ও কেরল       (C) ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ      (D) গুজরাট ও রাজস্থান
89. 29/11/949 তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না ?
      (A) মৌলিক অধিকার      (B) মৌলিক কর্তব্য       (C) রাষ্ট্রপতি শাসন       (D) জরুরি অবস্থা  
90. আইন-শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত ?
      (A) যৌথ তালিকা       (B) রাজ্য তালিকা       (C) কেন্দ্র তালিকা      (D) এর কোনোটিই নয়
91. এক ব্যক্তি অফিস থেকে যাত্রা শুরু করে 8 km পূর্ব দিকে যায়, তারপর বাঁদিকে ঘুরে 3 km হাঁটে এবং পুনরায় বাঁদিকে ঘুরে 8 km হাঁটে । যাত্রা শুরু থেকে সে কতটা দূরত্বে ?
     (A) 5 km       (B) 4 km        (C) 6 km       (D) 3 km  
92. পচা মাছের জন্য, মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করে । মাছের ক্রয়মূল্য 250 টাকা হলে, বিক্রয় মূল্য হবে —
      (A) 225 টাকা       (B) 240 টাকা       (C) 235 টাকা        (D) 230 টাকা  
93. নিম্নলিখিত Series -এর ষষ্ঠ পদটি হবে
      ab2+bc2+cd2+dc2+ ..........
     (A) ef2       (B) f2e      (C) fg2      (D) g2f  
94. A যায় ভাই B -এর দেওয়া পার্টিতে, B -এর কন্যা C, C -এর ভাই D, D -এর সঙ্গে A -এর কী সম্পর্ক ?
     (A) Maternal uncle      (B) Uncle      (C) কোনোও সম্পর্ক নেই       (D) Nephew 
95.  একটি বাক্সে একটি লাল বল, একটি নীল বল ও একটি সবুজ বল আছে । লাল ও নীল বলের ওজনের অনুপাত 5 : 6 এবং নীল ও সবুজ বলের  ওজনের অনুপাত 5 : 4 । নীল বলের ওজন 60 গ্রাম হলে, সবুজ বলের ওজন হবে
     (A) 48 গ্রাম      (B) 50 গ্রাম      (C) 40 গ্রাম      (D) 55 গ্রাম  
96.  কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?
      (A) চৌরিচৌরা       (B) রাওলাট আইন      (C) জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড       (D) ডান্ডি মার্চ  
97. আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল —
      (A) দেওবন্দ স্কুল       (B) অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ      (C) পীর ফকির মজলিস        (D) খিলাফৎ কমিটি
98. জালিয়ানওয়ালাবাগ -এর হত্যাকান্ড কবে এবং কোথায় হয়েছিল ?
     (A) 1906, অমৃতসর      (B) 1906, লাহোর       (C) 1919, করাচি       (D) 1919, অমৃতসর  
99. আজাদ হিন্দ ফৌজ -এর প্রতিষ্ঠাতা কে  ?
      (A) সুভাষচন্দ্র বোস       (B) রাসবিহারী বসু       (C) শাহনওয়াজ খান        (D) ক্যাপ্টেন মোহন সিং  
100. 'স্বরাজ আমাদের জন্মগত অধিকার' — উক্তিটি কার ?
        (A) লালা লাজপত রায়      (B) অরবিন্দ ঘোষ        (C) নেতাজি সুভাষচন্দ্র বসু     (D) বালগঙ্গাধর তিলক  
101. সাধারণত গ্রীষ্মকালীন মৌসুমিবায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় —
        (A) জুন মাসের 1 - 5 তারিখের মধ্যে 
        (B) জুন মাসের 5 - 10 তারিখের মধ্যে
        (C) জুন মাসের 10 - 15 তারিখের মধ্যে
        (D) জুন মাসের 15 - 20 তারিখের মধ্যে  
102. ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে —
        (A) ল্যাটেরাইটজাত মৃত্তিকা       (B) লোহিত বা লাল মৃত্তিকা        (C) কৃষ্ণ মৃত্তিকা         (D) পলি মৃত্তিকা
103. ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্প কারখানার জন্য বিখ্যাত সেটি হল
        (A) কার্পাস বয়নশিল্প       (B) সার     (C) লৌহ-ইস্পাত      (D)  অ্যালুমিনিয়াম  
104. এলাকা ও জনসংখ্যার ভিত্তিতে ভারতের সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ হলো —
        (A) মুম্বাই       (B) দিল্লি      (C) কলকাতা       (D) চেন্নাই  
105. ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য হলো
        (A) বেশি কাঁচা টাকার লেনদেন      (B) বেশি ব্যাঙ্ক লেনদেন      (C) বেশি দ্রব্য-বিনিময় লেনদেন     (D) বেশি বৈদেশিক মুদ্রা লেনদেন  
106. 'বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইন' টি ভারতীয় পার্লামেন্টে 2005 সালে অনুমোদন করে এবং ওই আইনটি বলবৎ হয়
        (A) 2006 সালে      (B) 2009 সালে       (C) 2014 সালে      (D) 2016 সালে  
107. বঙ্গভঙ্গ কবে রদ হয় —
        (A) 1907 সালে      (B) 1909 সালে       (C) 1911 সালে       (D) 1914 সালে  
108. জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে কত সালে লখনউ চুক্তি স্বাক্ষরিত হয় ?
        (A) 1907 সালে      (B) 1911 সালে       (C) 1916 সালে      (D) 1919 সালে  
109. জাতীয় কংগ্রেস তার 1929 সালের লাহোর অধিবেশন -এ কোনটিকে লক্ষ্য বলে ঘোষণা করেছিল ?
        (A) পূর্ণ স্বরাজ       (B) ডমিনিয়ন স্ট্যাটাস        (C) ভারতছাড়ো       (D) এর কোনোটিই নয়  
110.  কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি 'Post-Dated Cheque' বলে অভিহিত করেছিলেন ?
         (A) মৌলানা আবুল কালাম আজাদ      (B) সর্দার বল্লভভাই প্যাটেল       (C) মহাত্মা গান্ধি      (D) বি. আর. আম্বেদকর  
111. ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ । এখানে 'ঘাট' কথাটির অর্থ হলো
        (A) বন্দর      (B) সিঁড়ি       (C) বিচ্যুতি      (D) ফাঁক বা পথ  
112. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মধ্যে খরা প্রত্যক্ষ হবার কারণ হলো
        (A) ল্যাটেরাইটজাত মৃত্তিকা      (B) খুবই সীমিত বৃষ্টিপাত      (C) মাত্রাতিরিক্ত বাষ্পীয় প্রস্বেদন      (D) অদক্ষ জল ব্যবস্থাপনা  
113. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কী ছিল ?
        (A) নিম্নবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ      (B) হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি     (C) পশ্চিমবঙ্গের জন্য জলবিদ্যুৎ উৎপাদন     (D) বিহারে অন্তর্দেশীয় জলপথ পরিবহন  
114. নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয় ?
        (A) জলপাইগুড়ি      (B) মালদা      (C) কলকাতা       (D) বর্ধমান  
115. 'টোটো' হল একপ্রকার আদিম আদিবাসী, যাঁদের পাওয়া যাবে যে রাজ্যে সেটি হলো
        (A) অরুণাচলপ্রদেশ       (B) ওড়িশা       (C) পশ্চিমবঙ্গ       (D) তামিলনাড়ু  
116. জলের মধ্যে একটি দাড়ি কামানোর বুরুশ ডোবানো আছে । বুরুশটি জলের বাইরে নিয়ে এলে দেখা যায় এর চুলগুলি পরস্পরের কাছে চলে এসেছে, কারণ
        (A) জলের পৃষ্ঠটান       (B) জলের সান্দ্রতা     (C) বুরুশের চুলগুলির স্থিতিস্থাপকতা     (D) বাতাস এবং জলের তাপমাত্রায় পার্থক্য  
117. জলে ভাসমান বিশুদ্ধ বরফের টুকরোর নিমজ্জিত অংশের পরিমাণ
        (A) এর আয়তনের 89 অংশ       (B) এর আয়তনের 910 অংশ      (C) এর আয়তনের 1011 অংশ      (D) এর আয়তনের 1112 অংশ  
118. ব্যাকটেরিওফাজ কি ?
        (A) একটি ভাইরাস      (B) কৃত্তিম পুষ্টি মাধ্যমে বেড়ে ওঠা ব্যাকটেরিয়াম    (C) রোগ সৃষ্টিকারী ছত্রাক     (D) ফ্যাগোসাইটিক প্রোটোজোয়া
119. মিয়োসিস -এর সময় ক্রসিং ওভার হয় এই দশায় / উপদশায়
        (A) লেপ্টোটিন      (B) অ্যানাফেজ -1     (C)  প্যাকিটিন      (D) ডায়াকাইনেসিস  
120. রামমোহন রায়-কে 'রাজা' উপাধি প্রদান করেন মুঘল সম্রাট
        (A) জাহান্দার শাহ      (B) মহম্মদ শাহ      (C) দ্বিতীয় আকবর       (D) বাহাদুর শাহ জাফর
121. 'রজমনামা' যে গ্রন্থটির ফরাসি অনুবাদ, সেটি ছিল —
        (A) উপনিষদ     (B) রামায়ণ      (C) গীতা      (D) মহাভারত  
122. কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেন ?
        (A) বাবর       (B) আকবর       (C) শাহজাহান       (D) ঔরঙ্গজেব  
123. দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদ ( দেবগিরি ) রাজধানী স্থানান্তরিত করেন, তিনি ছিলেন —
        (A) কুতুবউদ্দিন আইবক      (B) ইলতুৎমিস      (C) মহম্মদ-বিন-তুঘলক       (D) ফিরোজ-শাহ-তুঘলক
124. 'কাদম্বরী' -র রচয়িতা হলেন
        (A) হেমেন্দ্র      (B) কলহন       (C) ভবভূতি      (D) বাণভট্ট  
125. ভারতের রেপো হার ঘোষণা করেন
        (A) ভারত সরকারের অর্থদপ্তর       (B) ভারতের প্রধানমন্ত্রী      (C) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক      (D) ভারতের রাষ্ট্রপতি  
126. ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারায় সাহায্যে অনুদানের ব্যবস্থা আছে ?
        (A) 274 275 ধারা       (B) 275 296 ধারা       (C) 275 285 ধারা       (D) 275 282 ধারা  
127. 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় ?
        (A) ভারত সভা      (B) মুসলিম লিগ      (C) বেঙ্গল জমিদার লিগ      (D) ভারতের কমিউনিস্ট পার্টি  
128. সিপাহী বিদ্রোহের সময় (1857) ভারতের বড়োলাট কে ছিলেন ?
        (A) উইলিয়াম বেন্টিঙ্ক      (B) লর্ড কর্নওয়ালিস       (C) লর্ড ক্যানিং       (D) লর্ড ডালহৌসি  
129. একটি সারিতে পাঁচটি বালক বসেছে, পীযুষ ও পরেশের মাঝখানে কাজল এবং রনি ও পীযুষের মাঝে গোগোল বসেছে । কে গোগোলের একেবারে দক্ষিণপ্রান্তে বসেছে  ?
        (A) পরেশ       (B) পীযূষ       (C) রনি       (D) কাজল  
130. বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 4 : 5, বাসের ভাড়া 10% এবং ট্রেনের ভাড়া 20% বর্ধিত হলে, বাস ও ট্রেন ভাড়ার নতুন অনুপাত হবে —
        (A) 15 : 11       (B) 7 : 13       (C) 11 : 15       (D) 5 : 9  
131. a÷b -এর মানে a -এর সঙ্গে b -এর যোগ এবং axb -এর মানে b দ্বারা a কে ভাগ হলে, (14÷7)÷(14x7) -এর মান হবে —
         (A) মান নেই       (B) 1     (C) 23      (D) 7  
132. MASON কে সাংকেতিক ভাবে NBTPO লেখা হলে, WORLD -কে লেখা হবে —
        (A) XPSME       (B) PSMEX       (C) SMEXP       (D) EXPSM 
133. a * b = ab + b - a হলে c -এর মান কত হলে c * (2 * 5) = 97 ? 
        (A) 8      (B) 7      (C) 3      (D) 91  
134. 120 মিটার লম্বা রেলের প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি লক্ষ্য করলেন যে, ট্রেনটি তাঁকে 5 সেকেন্ডে এবং সমগ্র স্টেশনটি 15 সেকেন্ডে অতিক্রম করল, ট্রেনটির দৈর্ঘ্য হবে —
        (A) 50 মিটার       (B) 60 মিটার      (C) 100 মিটার      (D) 55 মিটার  
135. কোনও একটি জেলায় লোকসংখ্যা প্রথম বছরে 4% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরে 5% হ্রাস পায় । বর্তমান লোকসংখ্যা 94000 হলেদু'বছর আগে লোকসংখ্যা ছিল —
        (A) 475000      (B) 500000      (C) 525000       (D) 600000 
136. নভেম্বর 2016 -তে কোন দেশে মাটির নীচ থেকে খুঁড়ে পাওয়া যায় এমন এক হারানো শহর যা 7000 বছরেরও বেশি প্রাচীন ?
        (A)  ইজরাইল      (B) প্যালেস্টাইন      (C)  ইজিপ্ট (মিশর)       (D) সিরিয়া  
137. মগধের কোন শাসক 'সেনিয়া' নামে পরিচিত ছিলেন ?
        (A) বিম্বিসার      (B) অজাতশত্রু       (C) মহাপদ্ম নন্দ      (D) চন্দ্রগুপ্ত মৌর্য  
138. 'সুল-ই-কুল' নীতি প্রবর্তন করেন
        (A) আকবর       (B) ঔরঙ্গজেব       (C) জাহান্দার শাহ      (D) মহম্মদ শাহ  
139. মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখগুরুকে মৃত্যুদণ্ড দেন, তিনি ছিলেন —
        (A) তেগ বাহাদুর       (B) নানক       (C) গোবিন্দ সিংহ      (D) অর্জুন দেব  
140. কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তাঁর গবেষণার জন্য বিখ্যাত ?
        (A) সুমিত সরকার     (B) যদুনাথ সরকার       (C) সুশোভন চন্দ্র সরকার     (D) এস গোপাল
141. ভারতের বিজ্ঞান কংগ্রেসের 103 -তম অধিবেশন 2016 -তে যেখানে অনুষ্ঠিত হয়
        (A) মহীশূর       (B) নয়াদিল্লি         (C) জয়পুর       (D) শ্রীনগর  
142. জর্জি ইয়ো, যিনি সম্প্রতি নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ থেকে পদত্যাগ করেন, তিনি অতীতে যে দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন
        (A) অস্ট্রেলিয়া        (B) কোরিয়া       (C) ভিয়েতনাম       (D) সিঙ্গাপুর
143. 2015 -র ইউএনএইচসিআর -এর ন্যানসন উদ্বাস্তু পুরস্কার প্রাপক —
        (A) মালালা ইউসুফজাই      (B) আসিম আলি      (C) আকিলা আসিফি     (D) কালাম আজাদ    
144. নিম্নলিখিত কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয় ?
        (A) গ্লাইকোলিসিস       (B) সন্ধান       (C) সাইট্রিক অ্যাসিড চক্র       (D) ইলেকট্রন পরিবহন  
145. দ্রুততম SN1 বিক্রিয়া হবে
        (A) MeO - CH2 - Cl       (B) Me - CH2 -Cl
                      O
                      II
       (C) Me - C - CH- Cl      (D) Ph - CH2 - CH2 - Cl  
146. সবচেয়ে শক্তিশালী electropositive মৌলটি হল —
        (A) Cs       (B) Li      (C) Mg       (D) k    
147. প্রাচীন সংবহন কলাতন্ত্রবিশিষ্ট (vascular) উদ্ভিদের স্টিলির প্রকৃতি ছিল
        (A) প্রোটোস্টিলি       (B) সাইফোনোস্টিলি        (C) ডিক্টিওস্টিলি      (D) অ্যাটাক্টোস্টিলি    
148. SF4  অণুর গঠন হল —
        (A) বর্গক্ষেত্র প্ল্যানার      (B) চতুস্তল      (C) অষ্টতলকীয়       (D) ঢেঁকিকল  
149.  পোলাভারম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সেটি হলো
         (A) কাবেরী        (B) পেন্নার        (C) কৃষ্ণ       (D) গোদাবরী  
150. ভারতে সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে, সেটি হলো —
        (A) সুর্মা উপত্যকা       (B) দিগবয়      (C) রুদ্রসাগর        (D) নাহোরকাটিয়া  
151. ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন
 (A) উচ্চতম ন্যায়ালয়ের প্রধান বিচারপতি      (B) ভারতের রাষ্ট্রপতি      (C) ভারতের প্রধানমন্ত্রী      (D) লোকসভার অধ্যক্ষ
152. কোন আন্দোলনের শুরুতে গান্ধিজি 'করেঙ্গে ইয়ে মরেঙ্গে' -এর ডাক দিয়েছিলেন  ?
        (A) খিলাফৎ আন্দোলন       (B) নৌ বিদ্রোহ       (C) ভারত ছাড়ো আন্দোলন       (D) দলিত-হরিজন আন্দোলন  
153.  কোন সালে কার নেতৃত্বে 'চট্টগ্রাম অস্ত্রাগার' লুণ্ঠিত হয়  ?
        (A) 1930,  সূর্য সেন       (B) 1929, বটুকেশ্বর দত্ত       (C) 1920, শচীন্দ্রনাথ সান্যাল       (D) 1930, রামপ্রসাদ বিসমিল
154. কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয় ?
        (A) 1885 - 1895       (B) 1885 - 1905       (C) 1905 - 1915       (D) 1895 - 1925  
155. ভারতে কর্মরত জনসংখ্যার 50% এরও বেশি নির্ভর করে
        (A) প্রাথমিক ক্ষেত্রের উপর     (B) সরকারি ক্ষেত্রের উপর      (C) তৃতীয় পর্যায়ভুক্ত ক্ষেত্রের উপর       (D) শিল্পক্ষেত্রের উপর  
156. AGMARK নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত ?
        (A) শিল্প        (B) ভারতীয় রেল       (C) কৃষিদ্রব্য        (D) কৃষিসংক্রান্ত অর্থ  
157. পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হলো
         (A) 2.4 শতাংশ       (B) 2.8 শতাংশ      (C) 3.2 শতাংশ        (D) 3.6 শতাংশ  
158. 'নীলদর্পণ' এর রচয়িতা হলেন —
        (A) রবীন্দ্রনাথ ঠাকুর      (B) দীনবন্ধু মিত্র       (C) গিরিশচন্দ্র ঘোষ       (D) বিপিন চন্দ্র পাল  
159. 'সতী' প্রথা আইন নিষিদ্ধ করার বছর ছিল
        (A) 1795       (B) 1800       (C) 1829       (D) 1858  
160. ভারতীয়় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে যে শহরে অনুষ্ঠিত হয়, সেটি হল
        (A) কলকাতা       (B) বোম্বাই      (C) মাদ্রাজ         (D) এলাহাবাদ  
161. 2016 এর দুবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএফএফ) -এ কোন বলিউড ব্যক্তিত্বকে lifetime লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয় ?
        (A) অমিতাভ বচ্চন       (B)  হেমা মালিনী        (C) রেখা      (D)  জিতেন্দ্র  
162. 2016 -র বিশ্ব ইন্টারনেট সম্মেলন যেখানে অনুষ্ঠিত হয়
       (A) মার্কিন যুক্তরাষ্ট্র     (B) চিন       (C) ভারত       (D) জার্মানি
163. ডিসেম্বর 2016 -য় চিন তিব্বতকে যে দেশের সঙ্গে যুক্ত করে একটি নতুন কার্গো পরিষেবা চালু করে, সে দেশটি হলো— 
        (A) ভারত        (B) নেপাল        (C) পাকিস্তান        (D) বাংলাদেশ  
164. মার্সেলা রেবেলা ডিসুসা যে দেশে রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেছেন —
        (A) স্পেন        (B) পর্তুগাল       (C) ইটালি       (D)  ফ্রান্স 
165. দেহকোষে 'বার বডি' পাওয়া যায় না —
        (A) ক্লাইনফেল্টার X সিন্ড্রোম ব্যক্তিতে 
        (B) ট্রিপল X সিন্ড্রোম ব্যক্তিতে 
       (C) টার্নার সিন্ড্রোম ব্যক্তিতে 
       (D) মানুষের চেয়ে নিম্ন স্তরের স্তন্যপায়ী প্রাণীর স্ত্রীদেহে  
166. নেকটন হলো —
        (A) জলে ভাসমান জীব     (B) জলে সন্তরণশীল জীব      (C) জলজ উদ্ভিদের সঙ্গে সংবদ্ধ প্রাণী      (D) জলে নিমজ্জমান উদ্ভিদ  
167.  নিম্নলিখিত কোন প্রাণী ফাইলামটি সব চাইতে পরের আবিষ্কার ?
 (A) পোগোনোফ়োরা      (B) কাইনোরিঙ্কা      (C) লরিসিফেরা      (D) টিনোফেরা
168. ত্রুটিপূর্ণ ওজন যন্ত্রের জন্য অহনার প্রকৃত ওজন 80 kg -র পরিবর্তে 72 kg হলেশতকরা হিসেবে ত্রুটির পরিমাণ হবে —
        (A) 9%      (B) 8%      (C) 10%       (D) এর কোনোটিই নয়    
169. লটারিতেে এক ব্যক্তি 60,000 টাকা পেয়েছে, সরকার ট্যাক্স বাবদ 35% কেটে নিলে ব্যক্তিটি পাবেন
        (A) 21,000 টাকা       (B) 39,000 টাকা       (C) 18,000 টাকা        (D) 40,000 টাকা  
170.  BOY -কে সাংকেতিকভাবে ZPC লেখা হলে, GIRL -কে লেখা হবে —
         (A) SJHM       (B) MSJH        (C) JHMS       (D) HMSJ 
171. এক ব্যক্তি Bank -3000 টাকা এবং Post Office -2500 টাকা জমা করেন । Bank -এর সুদের হার Post Office -এর থেকে 12 % বেশি, এক বছরের শেষে একত্রে 235 টাকা মোট সুদ পেলে Post Office -এর সুদের হার হবে
        (A) 2%       (B) 212 %     (C) 4%       (D) 412
172. ভারতের মোট আভ্যন্তরীন সঞ্চয়ে সর্বাধিক অবদান হল
 (A) পরিবার ক্ষেত্রের      (B) বেসরকারি শিল্পক্ষেত্রের        (C) সরকারি ক্ষেত্রের       (D) বৈদেশিক ক্ষেত্রে
173. হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন —
        (A) বি. জি. তিলক      (B) এন এম লোখান্ডি        (C) এম. কে গান্ধি       (D)  বি. আর. আম্বেদকর  
174. ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেলু থাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটেসেটি ছিল
       (A) অযোধ্যা         (B) কাশ্মীর       C) ত্রিবাঙ্কুর       (D) মহীশূর  
175. যে ভাইসরয় তিব্বতে ইয়ংহাসব্যান্ড মিশন পাঠান, তিনি হলেন
       (A) রিপন      (B) লিটন      (C) মেয়ো        (D) কার্জন  
176. 1nm -এর সমান হলো
        (A) 10Å      (B) 100Å      (C) 10µm        (D) .01mm 
177. ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন উদযাপিত হয় — 
        (A) সেপ্টেম্বর 12 -     (B) সেপ্টেম্বর 14 -এ       (C) সেপ্টেম্বর 16 -এ      (D) সেপ্টেম্বর 20 -  
178. ,অষ্টদিগ্গজ' গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন —
        (A) প্রথম দেবরায়       (B) দ্বিতীয় দেবরায়       (C) বীর নরসিংহ       (D) কৃষ্ণদেব রায়  
179. হৃদয়নাথ মঙ্গেশকর পুরস্কার 2016 -র প্রাপক হলেন —
(A) বিশ্বনাথন আনন্দ      (B) বিষ্ণু প্রসন্ন      (C) দেবাশীষ দাস       (D) এস এল নারায়ণন  
180. 'অ্যান এরা অফ ডার্কনেস : দি ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া' গ্রন্থের লেখক কে ?
        (A) অম্রিশ ত্রিপাঠি       (B) হামিদ আনসারি       (C) শশী থারুর       (D) রমেশ দত্ত  
181. ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল
        (A) হ্যারড-ডোমার তত্ত্ব নির্ভর      (B) সোলোর তত্ত্ব নির্ভর      (C) মহলানবীশ তত্ত্ব নির্ভর       (D) মহাত্মা গান্ধির দর্শন নির্ভর     
182. দামোদর ভ্যালি কর্পোরেশন হলো
        (A) ভারতের একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা
        (B) পশ্চিমবঙ্গের একটি রাজ্য সরকারি সংস্থা
        (C) ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা
        (D) পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড রাজ্যদ্বয়ের একটি সংস্থা  
183. 'অর্থনৈতিক সংস্কার' ভারতে কোন সালে অনুসৃত হয় ?
(A) 1889      (B) 1990       (C) 1991      (D) 1992  
184. নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না ?
        (A) আসাম       (B) পশ্চিমবঙ্গ       (C) ওড়িশা      (D) অন্ধ্রপ্রদেশ  
185. বিশ্ব ব্যাঙ্ক -এর কেন্দ্রীয় দপ্তর অবস্থিত যেখানে —
        (A) নিউইয়র্ক       (B) ওয়াশিংটন  ডি সি      (C) ভিয়েনা       (D) ব্রাসেলস  
186. 'টাইমস নাও' সংবাদ চ্যানেলের এডিটর-ইন-চিফ পদ থেকে নভেম্বর 2016 -তে কে পদত্যাগ করেন ?
        (A) অর্ণব গোস্বামী        (B) রাজদীপ সরদেশাই      (C) বর্খা দত্ত       (D) সাগরিকা ঘোষ  
187. একটি ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণী হলো
        (A) টালপা       (B)  একিডনা      (C) টেরোপাস      (D) লেমুর  
188. 2016 -র জি-20 শীর্ষ সম্মেলন যে দেশে অনুষ্ঠিত হয়
        (A) চিন       (B) মার্কিন যুক্তরাষ্ট্র       (C) কানাডা       (D) ফ্রান্স  
189. CH3 ≡ CCH -কে CH3CH=CH2 -এ রূপান্তর করতে লাগবে —
         (A) Lindlar caralyst       (B) H2/Pd       (C) NaBH4      (D) LiA1H4 
190. 1992 সালে SEBI -কে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় —
        (A) চক্রবর্তী কমিশনের প্রস্তাব অনুযায়ী 
        (B) চেল্লাইয়া কমিশনের প্রস্তাব অনুযায়ী
        (C) তেন্ডুলকার কমিশনের প্রস্তাব অনুযায়ী
        (D) নরসিংহম কমিশনের প্রস্তাব অনুযায়ী.  
191. 1946 সালে কোন মিশন / কমিশন ভারতে আসে ?
        (A) ক্রিপস মিশন       (B) ক্যাবিনেট মিশন       (C) সাইমন কমিশন       (D) হান্টার কমিশন  
192. কারা 'প্রত্যক্ষ সংগ্রাম' -এর (Direct Action) ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসেবে বেছে নেওয়া হয় ?
        (A) মুসলিম লীগ (16 আগস্ট, 1946)
        (B) জাতীয় কংগ্রেস (8 আগস্ট, 1942)
        (C) হিন্দু মহাসভা (3 জুন, 1942)
        (D) ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (18 আগস্ট, 1945) 
193. a b = a এবং b -এর ল.সা.গু এবং a b = a এবং b -এর গ.সা.গু হলে, (12 16) (24  36) -এর মান হবে
        (A) 4       (B) 2       (C) 12       (D) 16  
194. মনিপুুরি : Dance তাহলে উর্দু : ?
        (A) মুসলিম      (B) ড্রামা      (C) পোয়েট্রি      (D) ল্যাংগুয়েজ  
195. Number : Mathematics,  Notes : ?
        (A) কারেন্সি       (B) ল্যাংগুয়েজ        (C) মিউজিক       (D) ডক্টর  
196. P, Q -এর ভগিনী, R -এর স্ত্রী Q, Sd এবং R ভ্রাতা, P -এর সঙ্গে R -এর কী সম্পর্ক  ?
 (A)  Sister-in-law       (B) Aunty      (C) Mother      (D) Mother-in-law  
197. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন
        (A) চক্রবর্তী রাজাগোপালাচারী      (B) ক্লিমেন্ট এটলি       (C) লর্ড ওয়েভেল       (D) লর্ড মাউন্টব্যাটেন  
198. একটি পরীক্ষায় অংকে 35% ইংরেজিতে 15% ফেল করে । যদি দুটি বিষয়ে 10% ফেল করে, পাশের শতকরা হার হবে
        (A) 60 %       (B) 40 %       (C) 35 %       (D) 25 %  
199. Hockey : India : : Baseball : ?
        (A) কানাডা        (B) মেক্সিকো        (C) ইংল্যান্ড       (D) আমেরিকা  
200. নব গঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম হলো
        (A) অমরাবতী        (B) সেকেন্দ্রাবাদ       (C) হায়দরাবাদ       (D) বিশাখাপত্তনম  


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Fundamental right in Bengali | মৌলিক অধিকার

Fundamental right বা মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের part 3 এর article 12 থেকে article 35 এর মধ্যে আছে। মৌলিক অধিকারের ধারণা US Constitution থেকে নেওয়া হয়েছে।  ভারতীয় সংবিধানে বর্তমানে ছয়টি মৌলিক অধিকার আছে। যে গুলি হল, Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) Right to freedom বাক স্বাধীনতার অধিকার (article 19 থেকে 22) Right against exploitation বা শোষণের বিরুদ্ধে অধিকার (article 23 থেকে 24) Right to freedom of religion বা ধর্মীয় স্বাধীনতা (article 25 থেকে 28) Cultural and educational rights বা শিক্ষা ও সংস্কৃতির অধিকার (article 29 থেকে 30) Right to constitutional remedies বা সাংবিধানিক প্রতিকারের অধিকার (article 32) 1978 খ্রিস্টাব্দের আগে right to property বা সম্পত্তির অধিকার ও একটি fundamental right বা মৌলিক অধিকার ছিল কিন্তু 1978 সালে 44 তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে legal right বানানো হয় যা বর্তমানে article 300A যে আছে। Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) -  Article 14 -...

ভারতীয় রাজনীতিতে গান্ধীজীর উত্থান

গান্ধীজীর উত্থান ব্রিটেন থেকে ওকালতি পড়ে এসে গান্ধীজী 1898 সালে সাউথ আফ্রিকাতে যান। সেখানে তিনি দাদা আব্দুল্লাহর কেসের জন্য গেলেও সেখানকার নিপীড়িত ভারতীয়দের দেখে তাদের সাহায্য করার জন্য 22 বছর সাউথ আফ্রিকা তে থাকেন। এরমধ্যে গান্ধীজীর প্রতিবাদের দুটি ধারা দেখা যায়। গান্ধীজীর প্রতিবাদের নরমপন্থী ভাগ (1894-1906) দক্ষিণ আফ্রিকায় গিয়ে গান্ধীজী প্রথমে নরমপন্থী দের মত সরকারকে প্রেয়ার এবং পিটিশন দেওয়া শুরু করে এই আশায় যে যেহেতু আফ্রিকা ও ব্রিটিশ সাম্রাজ্যের অংশ সেই হিসাবে সেখানকার বসবাসকারী ভারতীয়রা ব্রিটেনের নাগরিক এবং ব্রিটিশ সরকার তাদের দুর্দশা দেখলে তাদের সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করবে।  প্যাসিভ রেজিস্টেন্স বা সত্যাগ্রহী ভাগ (1906-1914) নরমপন্থী ভাবধারায় কাজ না হওয়ায় গান্ধীজি প্যাসিভ রেজিস্টেন্স এর দিকে চলে যায় যাকে তিনি সত্যাগ্রহ বলেন। তিনি প্রথম সত্যাগ্রহ করেন দক্ষিণ আফ্রিকায় থাকা ভারতীয়দের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে। এখানে ব্রিটিশ সরকার দ্বারা বলা হয়েছিল যে সমস্ত ভারতীয়রা দক্ষিণ আফ্রিকায় থাকে তাদেরকে আঙ্গুলের ছাপ দেওয়া একটি কার্ড নিয়ে ঘুরত...

ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন এবং নরমপন্থীদের যুগ

সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু এবং এও হিউম এর প্রচেষ্টায় 1 885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে যার সভাপতিত্ব করেন উমেশচন্দ্র ব্যানার্জি । জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য এবং কর্মসূচি- একটি সর্বভারতীয় জাতীয় আন্দোলন গঠন করা। ভারতবাসীদের রাজনৈতিকভাবে শিক্ষিত করা। সর্বভারতীয় গণআন্দোলনের জন্য একটি মুখ্য কার্যালয় স্থাপন করা। ভারতের বিভিন্ন অঞ্চলের দেশ ভক্তির মধ্যে ব্যক্তিগত যোগাযোগ এবং সৌজন্যে স্থাপন করা। সরকারের সামনে জনপ্রিয় দাবিগুলোকে তুলে ধরা। দেশাত্মবোধ জাগানো। নরমপন্থী দের যুগ (1885-1905) জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতাদের ব্রিটিশ সরকারকে কিছু জানাতে হলে প্রিয়ার এবং পিটিশনের সাহায্য নিতেন এবং কনস্টিটিউশনাল রিফর্ম দাবি জানাতেন। তারা সরাসরি কোনো গণ আন্দোলনের পথে অগ্রসর হতে না। এই সময়কার কিছু গুরুত্বপূর্ণ নরমপন্থী নেতার নাম হল- দাদাভাই নওরোজি, ফিরোজশাহ মেহেতা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র ব্যানার্জি ইত্যাদি। ভারতীয় জাতীয়তার নরমপন্থীদের অবদান...