প্রাচীন ভারতের লোকেরা নর্মদা নদীর তীরে, শুনে বল ও কিরথা পাহাড়, গারো পাহাড় ও বিন্ধ পর্বত সংলগ্ন এলাকায় থাকতো। নর্মদা নদীর তীরে যে সমস্ত মানুষ বসবাস করত তারা খাদ্য সংগ্রহকারী ছিল। তারা ফলমূল সংগ্রহ করত এবং শিকার করতে জানতো। আট হাজার বছর আগে যে সকল মানুষ সুলেমান ও কিরথা পাহাড়ের সংলগ্ন এলাকায় বাস করত তারা প্রথম গম ও বার্লি চাষ করে। যে সমস্ত মানুষেরা গরু-ছাগল পালন করত এবং গ্রামে বসবাস করত তারা গারো খাসি পাহাড় ও বিন্ধ পর্বত সংলগ্ন এলাকায় থাকতো। ধান সর্বপ্রথম উৎপাদন করা হয় বিন্ধ পর্বত সংলগ্ন এলাকায়। গঙ্গার শাখা নদী সনের তীরে মগধ নামক বিশাল সাম্রাজ্য তৈরী হয়েছিল। প্রাচীনকালে মানুষ জীবনধারণের জন্য, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য, দেশ জয় করার জন্য, ধর্মপ্রচারের জন্য বা নতুন জায়গা খোঁজার জন্য গ্রহণ করত। আমরা manuscript, inscription, ancient tools দেখে অতীতের কথা জানতে পারি। প্রাচীনকালে যে সমস্ত বই গুলি পাওয়া গেছে সেগুলি সংস্কৃত, প্রাকৃত বা তামিল ভাষায় লেখা।