নমস্কার আমার নাম পিনাক রায়। আমি ও আমার একজন বন্ধু মিলে এই ওয়েবসাইটটি শুরু করেছি। আমরা মূলত তিনটি কারণে এই ওয়েবসাইটটি শুরু করেছে।
- বাংলায় ভালো study material এর অভাব- আমরাা দুইজনেই Bengali medium এর ছাত্র। যখন আমরা প্রথম চাকরির পড়াশোনা শুরু করি তখন আমরা দেখি বাংলায়় কোন ভালো study material নেই। এমনটা না যে আমরা ইংলিশ বুঝিনা তবে আমাদের কাছে বা যে কোন Bengali medium এর ছাত্রের কাছে কোন কিছু বাংলাতে পড়ে মনে রাখা যতটা সোজ ইংলিশে পড়ে মনে রাখা ততটা সোজা নয়। এই কারণে বাংলায় উচ্চ্চমানের study material সকল চাকরির পরীক্ষার্থীর সাথে শেয়ার করার জন্যই এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।
- Previous year question এর অভাব- যে কোন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত বছরের প্রশ্নপত্র একটিএকটি খুবই গুরুত্বপূর্ণ বস্তু। কিন্তু কেন্দ্রের সমস্তত পরীক্ষার previous year এর প্রশ্নপত্রর ইন্টারনেটে পাওয়া গেলেও পশ্চিমবঙ্গগ সরকার দ্বারা গৃহীত চাকরির পরীক্ষাগুলির previous year question ইন্টারনেটে পাওয়া যায় না। তাই আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে যথাাসম্ভব চেষ্টা করি পশ্চিমবঙ্গের সমস্ত চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র আপনাদের কাছে পৌঁছে দেওয়ার।
- Google এই বিভিন্ন আর্টিকেল- Google এর আর্টিকেল নিয়ে আমার সেরকম কোনো অসুবিধে নেই। সেগুলি খুবই ভালো এবং অনেক তথ্য সেখানে থাকে কিন্তু যখন আমরা চাকরির পড়া শুরু করি তখন আর আমাদের একটা বিশাল সিলেবাস শেষ করতে হয় আর এত বড় সিলেবাসকে শেষ করার জন্য dedication, hard work এর সাথে সাথে Smart work এর ও প্রয়োজন হয়। তাই আমাদের ততটাাই পড়া উচিত যতটা চাকরির পরীক্ষায় আসে। প্রতিটি বিষয়ের অনেকটা গভীরে গিয়ে জানার চেষ্টা করলে চাকরির পরীক্ষায় সফল হওয়াটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা প্রতিটি বিষয় যতটাা সংক্ষেপে শেষ করা সম্ভব তারই চেষ্টা করছি।
ধন্যবাদ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন