সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

About us

নমস্কার আমার নাম পিনাক রায়। আমি ও আমার একজন বন্ধু মিলে এই ওয়েবসাইটটি শুরু করেছি। আমরা মূলত তিনটি কারণে এই ওয়েবসাইটটি শুরু করেছে।

  1. বাংলায় ভালো study material এর অভাব- আমরাা দুইজনেই Bengali medium এর ছাত্র। যখন আমরা প্রথম চাকরির পড়াশোনা শুরু করি তখন আমরা দেখি বাংলায়় কোন ভালো study material নেই। এমনটা না যে আমরা ইংলিশ বুঝিনা তবে আমাদের কাছে বা যে কোন Bengali medium এর ছাত্রের কাছে কোন কিছু বাংলাতে পড়ে মনে রাখা যতটা সোজ ইংলিশে পড়ে মনে রাখা ততটা সোজা নয়। এই কারণে বাংলায় উচ্চ্চমানের study material সকল চাকরির পরীক্ষার্থীর সাথে শেয়ার করার জন্যই এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।
  2. Previous year question এর অভাব- যে কোন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত বছরের প্রশ্নপত্র একটিএকটি খুবই গুরুত্বপূর্ণ বস্তু। কিন্তু কেন্দ্রের সমস্তত পরীক্ষার previous year এর প্রশ্নপত্রর ইন্টারনেটে পাওয়া গেলেও পশ্চিমবঙ্গগ সরকার দ্বারা গৃহীত চাকরির পরীক্ষাগুলির previous year question ইন্টারনেটে পাওয়া যায় না। তাই আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে যথাাসম্ভব চেষ্টা করি পশ্চিমবঙ্গের সমস্ত চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র আপনাদের কাছে পৌঁছে দেওয়ার।
  3. Google এই বিভিন্ন আর্টিকেল- Google এর আর্টিকেল নিয়ে আমার সেরকম কোনো অসুবিধে নেই। সেগুলি খুবই ভালো এবং অনেক তথ্য সেখানে থাকে কিন্তু যখন আমরা চাকরির পড়া শুরু করি তখন আর আমাদের একটা বিশাল সিলেবাস শেষ করতে হয় আর এত বড় সিলেবাসকে শেষ করার জন্য dedication, hard work এর সাথে সাথে Smart work এর ও প্রয়োজন হয়। তাই আমাদের ততটাাই পড়া উচিত যতটা চাকরির পরীক্ষায় আসে। প্রতিটি বিষয়ের অনেকটা গভীরে গিয়ে জানার চেষ্টা করলে চাকরির পরীক্ষায় সফল হওয়াটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা প্রতিটি বিষয় যতটাা সংক্ষেপে শেষ করা সম্ভব তারই চেষ্টা করছি।
ধন্যবাদ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Fundamental right in Bengali | মৌলিক অধিকার

Fundamental right বা মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের part 3 এর article 12 থেকে article 35 এর মধ্যে আছে। মৌলিক অধিকারের ধারণা US Constitution থেকে নেওয়া হয়েছে।  ভারতীয় সংবিধানে বর্তমানে ছয়টি মৌলিক অধিকার আছে। যে গুলি হল, Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) Right to freedom বাক স্বাধীনতার অধিকার (article 19 থেকে 22) Right against exploitation বা শোষণের বিরুদ্ধে অধিকার (article 23 থেকে 24) Right to freedom of religion বা ধর্মীয় স্বাধীনতা (article 25 থেকে 28) Cultural and educational rights বা শিক্ষা ও সংস্কৃতির অধিকার (article 29 থেকে 30) Right to constitutional remedies বা সাংবিধানিক প্রতিকারের অধিকার (article 32) 1978 খ্রিস্টাব্দের আগে right to property বা সম্পত্তির অধিকার ও একটি fundamental right বা মৌলিক অধিকার ছিল কিন্তু 1978 সালে 44 তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে legal right বানানো হয় যা বর্তমানে article 300A যে আছে। Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) -  Article 14 -...

ভারতীয় রাজনীতিতে গান্ধীজীর উত্থান

গান্ধীজীর উত্থান ব্রিটেন থেকে ওকালতি পড়ে এসে গান্ধীজী 1898 সালে সাউথ আফ্রিকাতে যান। সেখানে তিনি দাদা আব্দুল্লাহর কেসের জন্য গেলেও সেখানকার নিপীড়িত ভারতীয়দের দেখে তাদের সাহায্য করার জন্য 22 বছর সাউথ আফ্রিকা তে থাকেন। এরমধ্যে গান্ধীজীর প্রতিবাদের দুটি ধারা দেখা যায়। গান্ধীজীর প্রতিবাদের নরমপন্থী ভাগ (1894-1906) দক্ষিণ আফ্রিকায় গিয়ে গান্ধীজী প্রথমে নরমপন্থী দের মত সরকারকে প্রেয়ার এবং পিটিশন দেওয়া শুরু করে এই আশায় যে যেহেতু আফ্রিকা ও ব্রিটিশ সাম্রাজ্যের অংশ সেই হিসাবে সেখানকার বসবাসকারী ভারতীয়রা ব্রিটেনের নাগরিক এবং ব্রিটিশ সরকার তাদের দুর্দশা দেখলে তাদের সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করবে।  প্যাসিভ রেজিস্টেন্স বা সত্যাগ্রহী ভাগ (1906-1914) নরমপন্থী ভাবধারায় কাজ না হওয়ায় গান্ধীজি প্যাসিভ রেজিস্টেন্স এর দিকে চলে যায় যাকে তিনি সত্যাগ্রহ বলেন। তিনি প্রথম সত্যাগ্রহ করেন দক্ষিণ আফ্রিকায় থাকা ভারতীয়দের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে। এখানে ব্রিটিশ সরকার দ্বারা বলা হয়েছিল যে সমস্ত ভারতীয়রা দক্ষিণ আফ্রিকায় থাকে তাদেরকে আঙ্গুলের ছাপ দেওয়া একটি কার্ড নিয়ে ঘুরত...

ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন এবং নরমপন্থীদের যুগ

সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু এবং এও হিউম এর প্রচেষ্টায় 1 885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে যার সভাপতিত্ব করেন উমেশচন্দ্র ব্যানার্জি । জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য এবং কর্মসূচি- একটি সর্বভারতীয় জাতীয় আন্দোলন গঠন করা। ভারতবাসীদের রাজনৈতিকভাবে শিক্ষিত করা। সর্বভারতীয় গণআন্দোলনের জন্য একটি মুখ্য কার্যালয় স্থাপন করা। ভারতের বিভিন্ন অঞ্চলের দেশ ভক্তির মধ্যে ব্যক্তিগত যোগাযোগ এবং সৌজন্যে স্থাপন করা। সরকারের সামনে জনপ্রিয় দাবিগুলোকে তুলে ধরা। দেশাত্মবোধ জাগানো। নরমপন্থী দের যুগ (1885-1905) জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতাদের ব্রিটিশ সরকারকে কিছু জানাতে হলে প্রিয়ার এবং পিটিশনের সাহায্য নিতেন এবং কনস্টিটিউশনাল রিফর্ম দাবি জানাতেন। তারা সরাসরি কোনো গণ আন্দোলনের পথে অগ্রসর হতে না। এই সময়কার কিছু গুরুত্বপূর্ণ নরমপন্থী নেতার নাম হল- দাদাভাই নওরোজি, ফিরোজশাহ মেহেতা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র ব্যানার্জি ইত্যাদি। ভারতীয় জাতীয়তার নরমপন্থীদের অবদান...