সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Definition of GDP GNP NDP NNP and there difference in Bengali| GDP GNP NDP NNP কাকে বলে? এবং তাদের পার্থক্য

Economics এর কিছু গুরুত্বপূর্ণ term ও তাদের মধ্যে পার্থক্য।
  • GDP (Gross Domestic Product): একটি অর্থবর্ষে কোন দেশে যে পরিমাণ বস্তু ও পরিষেবা উৎপাদন করা হয় তাদের অর্থনৈতিক মূল্যকেই GDP বলা হয়।
এখানে বস্তু বলতে অন্তিম বস্তুকে বলা হয়েছে অর্থাৎ ধরে নিন আপনি একটি চটের ব্যাগ কিনেছেন। এই চটের ব্যাগটি বানানোর জন্য প্রথমে পাটের উৎপাদন করতে হয়েছে তারপরে পাট থেকে দড়ি বানানো হয়েছে তারপরে এই ব্যক্তি তৈরি হয়েছে। কিন্তু GDP গণনা করার সময় প্রথমে উৎপাদিত পাট বা দড়ির মূল্য গণনা করা হবে না কেবলমাত্র তাদের থেকে তৈরি অন্তিম বস্তু অর্থাৎ চটের ব্যাগ টি অর্থনৈতিক মূল্যকেই গণনা করা হবে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় GDP গণনা করার সময় শুধুমাত্র একটি জিনিসই দেখা হয় সেটি হল একটি দেশের মধ্যে কি পরিমাণ বস্তু উৎপাদন করা হয়েছে একটি অর্থবর্ষে তবে সেই বস্তুটি দেশবাসীর দ্বারা উৎপাদিত হয়েছে নাকি বিদেশী ব্যক্তি বা সংস্থা উৎপাদন করেছে তা GDP তে কোন প্রভাব ফেলে না।


  • GNP (Gross National Product) = GDP + প্রবাসী ভারতীয়দের দ্বারা উপার্জন করা অর্থ - বিদেশি লোকেদর দ্বারা ভারত থেকে উপার্জিত অর্থ
ওপরে একটি সমীকরণের মাধ্যমে gnp কে বোঝানোর চেষ্টা করা হয়েছে।
এক কথা বললে, GNP হল ভারতীয়দের দ্বারা উপার্জিত অর্থ, এতে যায় আসে না যে কোন ভারতীয় ভারতে সেই অর্থ উপার্জন করছে না বিদেশে গিয়ে সেই অর্থ উপার্জন করছে।

  • NDP (Net Domestic Product) = GDP - ক্ষয় ক্ষতির আর্থিক পরিমান (depreciation)
ওপরে সমীকরণের মাধ্যমে NDP এর সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেখুন GDP এর থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ কে বাদ দিলে NDP পাওয়া যায়। উদাহরণের সাহায্যে ব্যাপারটি বোঝার চেষ্টা করি।
ধরে নিন আপনার একটি জুতো তৈরির কারখানা আছে। তাহলে আপনার কারখানায় তৈরি জুতো গুলির আর্থিক মূল্য তো GDP তে ধরাই হচ্ছে। এবার ধরে নিন আপনি কারখানাটি 10 বছর ধরে চালাচ্ছে, এই দশ বছরে আপনার কারখানার যন্ত্রপাতি যথেষ্ঠ পরিমান খারাপ হবে। তাহলে দুটো বাড়ানোর জন্য আপনাকে সেই যন্ত্রপাতি গুলি ও মেরামত করতে হবে। এবার ধরে নিন আপনি এই বছর 100000 টাকার জুতো বিক্রি করেছে এবং 10000 টাকা দিয়ে পুরনো যন্ত্রপাতি ঠিক করেছেন। তাহলে জুতো বিক্রি করে আপনার লাভ কত হলো? (100000-10000) = 90000 টাকা।
কিন্তু GDP গণনা করার সময় তো কেবল মাত্র 1 লক্ষ টাকাকেই ধরা হয়েছে। এই 90000 টাকা হলো NDP.
NDP সব সময় GDP এর থেকে কম হয়।
  • NNP (Net National Product) = GNP - ক্ষয় ক্ষতির আর্থিক পরিমান (depreciation)
GNP এর থেকে ক্ষয় ক্ষতির আর্থিক পরিমান বাদ দিলে NNP পাওয়া যায়। NNP কে "purest form of income" বলা হয়।
NNP কে জনসংখ্যা দিয়ে ভাগ করলে per capital income পাওয়া যায়।
Per capital income = NNP/ population.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Fundamental right in Bengali | মৌলিক অধিকার

Fundamental right বা মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের part 3 এর article 12 থেকে article 35 এর মধ্যে আছে। মৌলিক অধিকারের ধারণা US Constitution থেকে নেওয়া হয়েছে।  ভারতীয় সংবিধানে বর্তমানে ছয়টি মৌলিক অধিকার আছে। যে গুলি হল, Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) Right to freedom বাক স্বাধীনতার অধিকার (article 19 থেকে 22) Right against exploitation বা শোষণের বিরুদ্ধে অধিকার (article 23 থেকে 24) Right to freedom of religion বা ধর্মীয় স্বাধীনতা (article 25 থেকে 28) Cultural and educational rights বা শিক্ষা ও সংস্কৃতির অধিকার (article 29 থেকে 30) Right to constitutional remedies বা সাংবিধানিক প্রতিকারের অধিকার (article 32) 1978 খ্রিস্টাব্দের আগে right to property বা সম্পত্তির অধিকার ও একটি fundamental right বা মৌলিক অধিকার ছিল কিন্তু 1978 সালে 44 তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে legal right বানানো হয় যা বর্তমানে article 300A যে আছে। Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) -  Article 14 -  Equal

ভারতীয় রাজনীতিতে গান্ধীজীর উত্থান

গান্ধীজীর উত্থান ব্রিটেন থেকে ওকালতি পড়ে এসে গান্ধীজী 1898 সালে সাউথ আফ্রিকাতে যান। সেখানে তিনি দাদা আব্দুল্লাহর কেসের জন্য গেলেও সেখানকার নিপীড়িত ভারতীয়দের দেখে তাদের সাহায্য করার জন্য 22 বছর সাউথ আফ্রিকা তে থাকেন। এরমধ্যে গান্ধীজীর প্রতিবাদের দুটি ধারা দেখা যায়। গান্ধীজীর প্রতিবাদের নরমপন্থী ভাগ (1894-1906) দক্ষিণ আফ্রিকায় গিয়ে গান্ধীজী প্রথমে নরমপন্থী দের মত সরকারকে প্রেয়ার এবং পিটিশন দেওয়া শুরু করে এই আশায় যে যেহেতু আফ্রিকা ও ব্রিটিশ সাম্রাজ্যের অংশ সেই হিসাবে সেখানকার বসবাসকারী ভারতীয়রা ব্রিটেনের নাগরিক এবং ব্রিটিশ সরকার তাদের দুর্দশা দেখলে তাদের সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করবে।  প্যাসিভ রেজিস্টেন্স বা সত্যাগ্রহী ভাগ (1906-1914) নরমপন্থী ভাবধারায় কাজ না হওয়ায় গান্ধীজি প্যাসিভ রেজিস্টেন্স এর দিকে চলে যায় যাকে তিনি সত্যাগ্রহ বলেন। তিনি প্রথম সত্যাগ্রহ করেন দক্ষিণ আফ্রিকায় থাকা ভারতীয়দের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে। এখানে ব্রিটিশ সরকার দ্বারা বলা হয়েছিল যে সমস্ত ভারতীয়রা দক্ষিণ আফ্রিকায় থাকে তাদেরকে আঙ্গুলের ছাপ দেওয়া একটি কার্ড নিয়ে ঘুরতে হব

ধ্বনি

ধ্বনি কাকে বলে? বাক যন্ত্রের স্বল্পতম প্রয়োগে শব্দের বিশ্লিষ্ট তম অংশকে বলে ধ্বনি। বাংলা ব্যাকরণে 11 টি স্বরধ্বনি এবং 39 টি ব্যঞ্জনধ্বনি আছে। ধ্বনি পরিবর্তন দুইভবে হয়, স্বরধ্বনি ঘটিত পরিবর্তন ও ব্যঞ্জনধ্বনি ঘটিত পরিবর্তন। স্বরধ্বনিঘটিত পরিবর্তন- স্বরভক্তি বা বিপ্রকর্ষ-  উচ্চারণের সুবিধার জন্য বা ছন্দের প্রয়োজনে সংযুক্ত ব্যঞ্জনবর্ণ্ণকে  ভেঙে তার মধ্যে স্বরধ্বনি আনার রীতিকে বলা হয় স্বরভক্তি বাা বিপ্রকর্ষ। যেমন - রত্ন > রতন স্বরাগম- উচ্চারণ কে সহজ করতে অথবা উচ্চারণের অপারগতার জন্য শব্দের শুরুতে, মধ্যে বা শেষে স্বরধ্বনি আগমনকে বলা হয় স্বরাগম। স্বরাগমকে তিন ভাগে ভাগ করা যায়। আদি স্বরাগম- শব্দের শুরুতে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। যেমন- স্কুল > ইস্কুল মধ্য স্বরাগম-  শব্দের মধ্যে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। যেমন- রত্ন > রতন, ধর্ম > ধরম ইত্যাদি। অন্ত স্বরাগম-  শব্দের শেষে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। যেমন- বেঞ্চ >বেঞ্চি, ইঞ্চ>ইঞ্চি ইত্যাদি। স্বরলোপ-  উচ্চারণের কোন ত্রুটি বা সুবিধার জন্য শব্দের অন্তর্গত কোন