Definition of GDP GNP NDP NNP and there difference in Bengali| GDP GNP NDP NNP কাকে বলে? এবং তাদের পার্থক্য
Economics এর কিছু
গুরুত্বপূর্ণ term ও তাদের মধ্যে পার্থক্য।
- GDP
(Gross Domestic Product): একটি অর্থবর্ষে কোন দেশে যে পরিমাণ বস্তু ও পরিষেবা
উৎপাদন করা হয় তাদের অর্থনৈতিক মূল্যকেই GDP বলা হয়।
এখানে বস্তু বলতে অন্তিম বস্তুকে বলা হয়েছে অর্থাৎ ধরে নিন আপনি একটি চটের
ব্যাগ কিনেছেন। এই চটের ব্যাগটি বানানোর জন্য প্রথমে পাটের উৎপাদন করতে হয়েছে
তারপরে পাট থেকে দড়ি বানানো হয়েছে তারপরে এই ব্যক্তি তৈরি হয়েছে। কিন্তু GDP গণনা করার সময় প্রথমে উৎপাদিত পাট বা দড়ির মূল্য গণনা করা হবে না কেবলমাত্র
তাদের থেকে তৈরি অন্তিম বস্তু অর্থাৎ চটের ব্যাগ টি অর্থনৈতিক মূল্যকেই গণনা করা
হবে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় GDP গণনা করার সময়
শুধুমাত্র একটি জিনিসই দেখা হয় সেটি হল একটি দেশের মধ্যে কি পরিমাণ বস্তু উৎপাদন
করা হয়েছে একটি অর্থবর্ষে তবে সেই বস্তুটি দেশবাসীর দ্বারা উৎপাদিত হয়েছে নাকি
বিদেশী ব্যক্তি বা সংস্থা উৎপাদন করেছে তা GDP তে কোন প্রভাব ফেলে
না।
- GNP
(Gross National Product) = GDP + প্রবাসী ভারতীয়দের দ্বারা
উপার্জন করা অর্থ - বিদেশি লোকেদর দ্বারা ভারত থেকে উপার্জিত অর্থ
ওপরে একটি সমীকরণের মাধ্যমে gnp কে বোঝানোর চেষ্টা
করা হয়েছে।
এক কথা বললে, GNP হল ভারতীয়দের দ্বারা উপার্জিত অর্থ, এতে যায় আসে না যে কোন ভারতীয় ভারতে সেই অর্থ উপার্জন করছে না বিদেশে গিয়ে
সেই অর্থ উপার্জন করছে।
- NDP
(Net Domestic Product) = GDP - ক্ষয় ক্ষতির আর্থিক পরিমান (depreciation)
ওপরে সমীকরণের মাধ্যমে NDP এর সংজ্ঞা দেওয়ার
চেষ্টা করা হয়েছে। দেখুন GDP এর থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ কে বাদ দিলে NDP পাওয়া যায়। উদাহরণের সাহায্যে ব্যাপারটি বোঝার চেষ্টা করি।
ধরে নিন আপনার একটি জুতো তৈরির কারখানা আছে। তাহলে আপনার কারখানায় তৈরি জুতো
গুলির আর্থিক মূল্য তো GDP তে ধরাই হচ্ছে। এবার ধরে নিন আপনি কারখানাটি 10 বছর ধরে চালাচ্ছে, এই দশ বছরে আপনার কারখানার যন্ত্রপাতি যথেষ্ঠ পরিমান
খারাপ হবে। তাহলে দুটো বাড়ানোর জন্য আপনাকে সেই যন্ত্রপাতি গুলি ও মেরামত করতে
হবে। এবার ধরে নিন আপনি এই বছর 100000 টাকার জুতো বিক্রি
করেছে এবং 10000 টাকা দিয়ে পুরনো যন্ত্রপাতি ঠিক করেছেন। তাহলে জুতো
বিক্রি করে আপনার লাভ কত হলো? (100000-10000) = 90000 টাকা।
কিন্তু GDP গণনা করার সময় তো কেবল মাত্র 1 লক্ষ টাকাকেই ধরা হয়েছে। এই 90000 টাকা হলো NDP.
NDP সব সময় GDP এর থেকে কম হয়।
- NNP
(Net National Product) = GNP - ক্ষয় ক্ষতির আর্থিক পরিমান (depreciation)
GNP এর থেকে ক্ষয় ক্ষতির আর্থিক পরিমান বাদ দিলে NNP পাওয়া যায়। NNP কে "purest form of
income" বলা হয়।
NNP কে জনসংখ্যা দিয়ে ভাগ করলে per capital income পাওয়া যায়।
Per capital income = NNP/ population.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন