লোকসভার সদস্য ডাইরেক্টলি ইলেকট্রিক হয়ে। রাজ্যসভার সদস্যরা ইনডাইরেক্টলি ইলেকটেড হয়। লোকসভার সদস্য সংখ্যা 550 জন সর্বাধিক হতে পারে। রাজ্যসভায় সর্বাধিক সদস্য সংখ্যা 250 জন হতে পারে। রাষ্ট্রপতি লোকসভা তে কেবল মাত্র দুই জন সদস্যকে অ্যাংলো ইন্ডিয়ান গ্রুপ থেকে নমিনেট করতে পারেন। রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন সদস্যকে নমিনেট করতে পারেন সাহিত্য, বিজ্ঞান, স্পোর্টস ও সোশ্যাল সাইন্স ব্যাকগ্রাউন্ড থেকে। লোকসভার সময়কাল 5 বছর এবং লোকসভার সদস্যদের সময়কাল ও পাঁচ বছর। (তবে ইমার্জেন্সি এর সময় এক বছর করে লোকসভার সময়কাল অনির্দিষ্ট পর্যন্ত বাড়ানো যেতে পারে) রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ এটি কখনো ডিস্লভ হয় না। রাজ্যসভার সদস্যদের সময়কাল ছয় বছর। লোকসভার স্পিকার লোকসভারই একজন সদস্য হন। কিন্তু রাজ্যসভার স্পিকার ভারতের ভাইস প্রেসিডেন্ট হন। অর্থবিল কেবলমাত্র লোকসভাতেই উত্থাপন করা যায়। রাজ্য সভাতে অর্থ বিল উত্থাপন করা যায় না। (আর্টিকেল 110 এ অর্থবিল এর সংজ্ঞা দেওয়া আছে।)