সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Indian polity লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Loksabha vs Rajyasabha in Bengali

লোকসভার সদস্য ডাইরেক্টলি ইলেকট্রিক হয়ে। রাজ্যসভার সদস্যরা ইনডাইরেক্টলি ইলেকটেড হয়। লোকসভার সদস্য সংখ্যা 550 জন সর্বাধিক হতে পারে। রাজ্যসভায় সর্বাধিক সদস্য সংখ্যা 250 জন হতে পারে। রাষ্ট্রপতি লোকসভা তে কেবল মাত্র দুই জন সদস্যকে অ্যাংলো ইন্ডিয়ান গ্রুপ থেকে নমিনেট করতে পারেন। রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন সদস্যকে নমিনেট করতে পারেন সাহিত্য, বিজ্ঞান, স্পোর্টস ও সোশ্যাল সাইন্স ব্যাকগ্রাউন্ড থেকে। লোকসভার সময়কাল 5 বছর এবং লোকসভার সদস্যদের সময়কাল ও পাঁচ বছর। (তবে ইমার্জেন্সি এর সময় এক বছর করে লোকসভার সময়কাল অনির্দিষ্ট পর্যন্ত বাড়ানো যেতে পারে) রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ এটি কখনো ডিস্লভ হয় না। রাজ্যসভার সদস্যদের সময়কাল ছয় বছর। লোকসভার স্পিকার লোকসভারই একজন সদস্য হন। কিন্তু রাজ্যসভার স্পিকার ভারতের ভাইস প্রেসিডেন্ট হন। অর্থবিল কেবলমাত্র লোকসভাতেই উত্থাপন করা যায়। রাজ্য সভাতে অর্থ বিল উত্থাপন করা যায় না। (আর্টিকেল 110 এ অর্থবিল এর সংজ্ঞা দেওয়া আছে।)

Historical background of Indian polity in Bengali

1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা সূত্রে আসে এবং আসার সময় তারা ইংল্যান্ডের রানীর কাছ থেকে একটি রয়াল চারটা নিয়ে আসে যার দ্বারা তারা ভারতে একছত্র ব্যবসা করার অধিকার পায়। এরপর ধীরে ধীরে তারা ভারতীয় রাজনীতিতে জড়িয়ে পড়তে থাকে এবং নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করা শুরু করে। 1757 খ্রিস্টাব্দে তারা বাংলা সঙ্গে যুদ্ধ করে যেটাকে আমরা পলাশীর যুদ্ধ নামে জানি। এরপরে 1764 খ্রিস্টাব্দে একটি অতি গুরুত্বপূর্ণ যুদ্ধ হয় যার নাম ছিল বক্সারের যুদ্ধ যেখানটায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে একসঙ্গে হারিয়ে যায়। 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। দেওয়ানী মানে টেক্স কালেক্ট করার ক্ষমতা। বাংলা, বিহার ও উড়িষ্যা তিনটি রাজ্য ধনী হওয়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রচুর মুনাফা হওয়ার কথা ছিল কিন্তু কোম্পানির পলিসি ভালো না হওয়ায় এবং করাপশন এর কারণে কোম্পানির আধিকারিকরা প্রচুর ধনী হয়ে যায় কিন্তু কোম্পানি ক্ষতিতে চলতে থাকে যার ফলে ব্রিটিশ গভারমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির

Fundamental right in Bengali | মৌলিক অধিকার

Fundamental right বা মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের part 3 এর article 12 থেকে article 35 এর মধ্যে আছে। মৌলিক অধিকারের ধারণা US Constitution থেকে নেওয়া হয়েছে।  ভারতীয় সংবিধানে বর্তমানে ছয়টি মৌলিক অধিকার আছে। যে গুলি হল, Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) Right to freedom বাক স্বাধীনতার অধিকার (article 19 থেকে 22) Right against exploitation বা শোষণের বিরুদ্ধে অধিকার (article 23 থেকে 24) Right to freedom of religion বা ধর্মীয় স্বাধীনতা (article 25 থেকে 28) Cultural and educational rights বা শিক্ষা ও সংস্কৃতির অধিকার (article 29 থেকে 30) Right to constitutional remedies বা সাংবিধানিক প্রতিকারের অধিকার (article 32) 1978 খ্রিস্টাব্দের আগে right to property বা সম্পত্তির অধিকার ও একটি fundamental right বা মৌলিক অধিকার ছিল কিন্তু 1978 সালে 44 তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে legal right বানানো হয় যা বর্তমানে article 300A যে আছে। Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) -  Article 14 -  Equal