Herbs- যে সমস্ত উদ্ভিদের কান্ড সবুজ ও নরম হয় তাদের হারবস বলে। এই উদ্ভিদ গুলির উচ্চতা সাধারণত কম হয় এবং এদের শাখা-প্রশাখা নাও থাকতে পারে। Shrubs- কিছু উদ্ভিদ আছে যাদের কান্ড শক্ত কিন্তু চওড়া না এবং কাণ্ডের নিচের দিক থেকেই শাখা-প্রশাখা বের হয়। এদের উচ্চতা বেশি হয় না। Tree- যে সমস্ত উদ্ভিদের কান্ড শক্ত এবং চওড়া, উচ্চতা অনেক বেশি এবং শাখা-প্রশাখা মাটির থেকে অনেক ওপরে থাকে, তাদের গাছ বলে। যে সমস্ত উদ্ভিদের কান্ড শক্ত না এবং যারা সোজা দাঁড়াতে পারে না মাটিতেই বড় হয় (যেমন- লাউ, কুমড়ো গাছ) তাদের creepers বলে। Leaf- পাতার যে অংশটা কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, তাকে Petiole বলে। এবং বড় সবুজ অংশটিকে Lamina বলে। মূল মাটি থেকে জল ও মিনারেল শোষণ করে যা কার্ডের মাধ্যমে পাতায় পৌঁছায় এবং সেখানে খাদ্য তৈরি হয়। সেই খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে জমা থাকে যাদের আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। বিভিন্ন উদ্ভিদের মূলকেও আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। যেমন- গাজর, মুলো, মিষ্টি আলু, শালগম ইত্যাদি। Flower- ফুলের সব থেকে সুন্দর বড় অংশটা হলো পাপ্রি বা Petals। পাপড়ির নিচে যে সবুজ রঙের ছোট পাতার মতো অংশ থাক...