Yarn- একটি কাপড়ের টুকরো একদম কনের যে সুতোটা বের হয়ে থাকে তাকে ইয়ার্ন বল।
Fibre- ইয়ার্ন তৈরি হয় ফাইবার দিয়ে।
ফাইবারের প্রকারভেদ |
Cotton- কালো মাটি ও উষ্ণ জলবায়ু অঞ্চলে কার্পাস চাষ হয়।
Cotton থেকে বীজ ছাড়ানোর পদ্ধতিকে ginning বলে।
Jute- পাট পশ্চিমবঙ্গ, বিহার ও আসামে বর্ষাকালে লাগানো হয়। পাট গাছের কান্ড (পাটকাঠি) জলে থাকতে থাকতে পচে যায় আর এরপর ফাইবারটি খুলে নেওয়া হয়। তারপর ফাইবার থেকে ইয়ার্ন বানানো হয়।
Fibres থেকে yarn বানানোর পদ্ধতিকে spinning বলা হয়।
স্পিনিং এর জন্য চরকা ও টাকলি নামক যন্ত্রের ব্যবহার করা হয়।
খাদিকে জনপ্রিয় করতে ভারত সরকার 1956 সালে khadi and Village Industries Commission শুরু করে।
2 টি ইয়ার্ন এর সেট দিয়ে loom এ ফেব্রিক বানানোর পদ্ধতিকে weaving বলে।
আর একটি পদ্ধতিতে ইয়ার্ন থেকে ফেব্রিক বানানো যায় যেটি হল knitting। Knitting ও weaving এই দুই পদ্ধতিতেই ইয়ার্ন থেকে ফেব্রিক বানানো যায় তবে এর মূল পার্থক্য হল knitting এ কেবলমাত্র একটি ইয়ার্ন দরকার হয় (যেমন উল দিয়ে সোয়েটার বোনা) কিন্তু weaving এ 2 সেট ইয়ার্ন লাগে (যেমন সুতো দিয়ে শাড়ি বোনা)।
SORTING MATERIALS INTO GROUPS
যদি কোন বস্তুর ভাঙ্গা বা তৎক্ষণাৎ কাটা অংশ চকচকে হয়, তাহলে সাধারণত বস্তুটি ধাতু হয়।
যে সমস্ত বস্তুকে সহজে কমপ্রেস করা যায় বা যাদের উপর সহজে দাগ কাটা যায় তাদের সফ্ট মেটেরিয়াল বলে।
যে সমস্ত বস্তুকে সহজে কমপ্রেস করা যায় না তাদেরকে হার্ড মেটেরিয়াল বলে।
যে সমস্ত বস্তু জলে দ্রবীভূত হয়, তাদের জলে দ্রবণীয় বস্তু বলে।
যে সমস্ত বস্তু জলে দ্রবীভূত হয় না, তাদের জলে অদ্রবণীয় বস্তু বলে।
জলে বিভিন্ন প্রকার কঠিন, তরল ও গ্যাসীয় বস্তু দ্রবীভূত হতে পারে। জলের এই ধর্মটি জলজ জীবদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জলে দ্রবীভূত অক্সিজেন থেকেই তারা শ্বাস কার্য চালায়।
Transparent- যে সমস্ত বস্তুর মধ্যে দিয়ে দেখা যায়, তাদের ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ বস্তু বলে। যেমন- কাচ, জল, বায়ু।
Opaque- যে সমস্ত বস্তুর মধ্যে দিয়ে দেখা যায় না, তাদের অপাকিউ বা অস্বচ্ছ বস্তুর বলে। যেমন- কাঠ, কার্ডবোর্ড, ধাতু।
Translucent- যে সমস্ত বস্তুর মধ্যে দিয়ে পরিষ্কারভাবে দেখা যায় না কিন্তু অল্প অল্প দেখা যায়, তাদের ট্রান্সলুসেন্ট বস্তু বলে। যেমন- কোন কাগজে তেল লাগলে কাগজের সেই অংশটি দিয়ে আলোর উৎস দেখা যায়, কিন্তু অন্য বস্তুর পরিষ্কারভাবে দেখা যায় না, এটি একটি ট্রান্সলুসেন্ট বস্তুর উদাহরণ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন