সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

short question লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহ (১৭৬৩-১৮৫৭)

সন্ন্যাসী ফকির বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? ১৭৬৩ খ্রিস্টাব্দে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের দুজন নেতার নাম কর। ভবানী পাঠক ও মজনু শাহ। রংপুর বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? ১৭৮৩ খ্রিস্টাব্দে। রংপুর বিদ্রোহের একজন নেতার নাম কর। নুরুল উদ্দিন। চুয়াড় বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? ১৭৬৮ খ্রিস্টাব্দে। ভারতের ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রবর্তক কে? সৈয়দ আহমদ। বাংলাদেশকে ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দেন? তিতুমীর। ভারতে কে ফরাজি আন্দোলনের সূচনা করেন? হাজী শরিয়ৎউল্লাহ। কোল বিদ্রোহের একজন নেতার নাম লেখ। বুদ্ধ ভগৎ। সাঁওতাল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়? ১৮৫৫ খ্রিস্টাব্দে। সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম কর। সিধু। কত খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়েছিল? ১৮৫৭ খ্রিস্টাব্দে। সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় ঘটেছিল? ব্যারাকপুরে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? মঙ্গল পান্ডে। কোন গভর্নর জেনারেলের সময় ভারতে সিপাহী বিদ্রোহ হয়েছিল? লর্ড ক্যানিং। ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রসিদ্ধ নেত্রীর নাম কি? ঝাসি রানি লক্ষীবাই। কে ১৮৫৭ এর বিদ্রোহকে প্রথম স্বাধী