- সন্ন্যাসী ফকির বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? ১৭৬৩ খ্রিস্টাব্দে।
- সন্ন্যাসী ফকির বিদ্রোহের দুজন নেতার নাম কর। ভবানী পাঠক ও মজনু শাহ।
- রংপুর বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? ১৭৮৩ খ্রিস্টাব্দে।
- রংপুর বিদ্রোহের একজন নেতার নাম কর। নুরুল উদ্দিন।
- চুয়াড় বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? ১৭৬৮ খ্রিস্টাব্দে।
- ভারতের ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রবর্তক কে? সৈয়দ আহমদ।
- বাংলাদেশকে ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দেন? তিতুমীর।
- ভারতে কে ফরাজি আন্দোলনের সূচনা করেন? হাজী শরিয়ৎউল্লাহ।
- কোল বিদ্রোহের একজন নেতার নাম লেখ। বুদ্ধ ভগৎ।
- সাঁওতাল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়? ১৮৫৫ খ্রিস্টাব্দে।
- সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম কর। সিধু।
- কত খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়েছিল? ১৮৫৭ খ্রিস্টাব্দে।
- সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় ঘটেছিল? ব্যারাকপুরে।
- সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? মঙ্গল পান্ডে।
- কোন গভর্নর জেনারেলের সময় ভারতে সিপাহী বিদ্রোহ হয়েছিল? লর্ড ক্যানিং।
- ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রসিদ্ধ নেত্রীর নাম কি? ঝাসি রানি লক্ষীবাই।
- কে ১৮৫৭ এর বিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন? বিনায়ক দামোদর সাভারকর।
- ভারতের শেষ মোগল সম্রাটের নাম কি? দ্বিতীয় বাহাদুর শাহ।
- ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং।
- ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং।
- ফরাজ শব্দের অর্থ কি? ইসলাম নির্দিষ্ট কর্তব্য বাধ্যতামূলকভাবে পালন করা।
- ওয়াহাবি কথাটি অর্থ কি? নবজাগরণ।
- তিতুমীরের আসল নাম কি? মীর নিসার আলী।
- কোন সালে সন্দ্বীপের বিদ্রোহ হয়? ১৭৬৯ খ্রিস্টাব্দে।
- পাগলাপন্থীদের নেতা কে ছিলেন? ফকির করণ শাহ।
- পলিগার বিদ্রোহ কত সালে সংঘটিত হয়? ১৭৮৩ খ্রিস্টাব্দে।
- পাইক বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়? ১৮১৭ খ্রিস্টাব্দে।
- চুয়াড় বিদ্রোহের একজন নেতার নাম লেখ। জগন্নাথ সিংহ।
- চুয়াড় বিদ্রোহ প্রথম কোথায় হয়েছিল? ঘাটশিলা তে।
- বারাসাত বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? তিতুমীর।
- মহা বিদ্রোহের সময় দিল্লির বাদশাহ কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ।
- বাঁশের কেল্লা কে তৈরি করেন? তিতুমীর।
- দুদুমিঞার অপর নাম কি? মহম্মদ মহসিন।
- বালাকোটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? ১৮৩১ খ্রিস্টাব্দে।
- ইন্ডিয়া টুডে গ্রন্থটির রচয়িতা কে? রজনী পামদত্ত।
- ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম উপজাতি বিদ্রোহ কোনটি? চুয়াড় বিদ্রোহ।
- সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রসঙ্গ কোন বাংলা উপন্যাসে লিখিত আছে? আনন্দমঠ।
- ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহে কানপুরে কে নেতৃত্ব দিয়েছিলেন? নানা সাহেব।
গান্ধীজীর উত্থান ব্রিটেন থেকে ওকালতি পড়ে এসে গান্ধীজী 1898 সালে সাউথ আফ্রিকাতে যান। সেখানে তিনি দাদা আব্দুল্লাহর কেসের জন্য গেলেও সেখানকার নিপীড়িত ভারতীয়দের দেখে তাদের সাহায্য করার জন্য 22 বছর সাউথ আফ্রিকা তে থাকেন। এরমধ্যে গান্ধীজীর প্রতিবাদের দুটি ধারা দেখা যায়। গান্ধীজীর প্রতিবাদের নরমপন্থী ভাগ (1894-1906) দক্ষিণ আফ্রিকায় গিয়ে গান্ধীজী প্রথমে নরমপন্থী দের মত সরকারকে প্রেয়ার এবং পিটিশন দেওয়া শুরু করে এই আশায় যে যেহেতু আফ্রিকা ও ব্রিটিশ সাম্রাজ্যের অংশ সেই হিসাবে সেখানকার বসবাসকারী ভারতীয়রা ব্রিটেনের নাগরিক এবং ব্রিটিশ সরকার তাদের দুর্দশা দেখলে তাদের সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করবে। প্যাসিভ রেজিস্টেন্স বা সত্যাগ্রহী ভাগ (1906-1914) নরমপন্থী ভাবধারায় কাজ না হওয়ায় গান্ধীজি প্যাসিভ রেজিস্টেন্স এর দিকে চলে যায় যাকে তিনি সত্যাগ্রহ বলেন। তিনি প্রথম সত্যাগ্রহ করেন দক্ষিণ আফ্রিকায় থাকা ভারতীয়দের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে। এখানে ব্রিটিশ সরকার দ্বারা বলা হয়েছিল যে সমস্ত ভারতীয়রা দক্ষিণ আফ্রিকায় থাকে তাদেরকে আঙ্গুলের ছাপ দেওয়া একটি কার্ড নিয়ে ঘুরত...
Thanks a lot
উত্তরমুছুনWelcome.
মুছুন