Herbs- যে সমস্ত উদ্ভিদের কান্ড সবুজ ও নরম হয় তাদের হারবস বলে। এই উদ্ভিদ গুলির উচ্চতা সাধারণত কম হয় এবং এদের শাখা-প্রশাখা নাও থাকতে পারে।
Shrubs- কিছু উদ্ভিদ আছে যাদের কান্ড শক্ত কিন্তু চওড়া না এবং কাণ্ডের নিচের দিক থেকেই শাখা-প্রশাখা বের হয়। এদের উচ্চতা বেশি হয় না।
Tree- যে সমস্ত উদ্ভিদের কান্ড শক্ত এবং চওড়া, উচ্চতা অনেক বেশি এবং শাখা-প্রশাখা মাটির থেকে অনেক ওপরে থাকে, তাদের গাছ বলে।
যে সমস্ত উদ্ভিদের কান্ড শক্ত না এবং যারা সোজা দাঁড়াতে পারে না মাটিতেই বড় হয় (যেমন- লাউ, কুমড়ো গাছ) তাদের creepers বলে।
এবং বড় সবুজ অংশটিকে Lamina বলে।
মূল মাটি থেকে জল ও মিনারেল শোষণ করে যা কার্ডের মাধ্যমে পাতায় পৌঁছায় এবং সেখানে খাদ্য তৈরি হয়। সেই খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে জমা থাকে যাদের আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি।
বিভিন্ন উদ্ভিদের মূলকেও আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। যেমন- গাজর, মুলো, মিষ্টি আলু, শালগম ইত্যাদি।
Flower- ফুলের সব থেকে সুন্দর বড় অংশটা হলো পাপ্রি বা Petals।
পাপড়ির নিচে যে সবুজ রঙের ছোট পাতার মতো অংশ থাকে তাকে sepals বলে।
ফুলের পাপড়ি সরিয়ে ফেললে ভেতরে stamen ও pistil দেখা যায়। অনেকগুলি stamen এর মাঝে একটি pistil থাকে।
Body movement-
আমাদের শরীরের অনেকগুলি ও অনেক রকমের joint আছে, যার জন্য আমরা স্বাধীন ভাবে নড়াচড়া করতে পারি। এই joint গুলি হল-
- Ball-and-socket joints
- Pivotal joints
- Hinge joint
- Fix joint.
- Ball-and-socket joints- এই জয়েন্ট আমাদের দেশে সেই সমস্ত স্থানে থাকে যেখানে সব থেকে বেশি মুভমেন্ট এর দরকার হয়।
- Pivotal joints- গলা যেখানে মাথায় যুক্ত হয় সেখানে এক রকম থাকে। আমরা যখন মাথা নাড়িয়ে ইশারাতে হ্যাঁ বা না বলি তখন আমাদের যেই মুভমেন্টে করতে হয়, সেই মুভমেন্ট করতে পাইভোটাল জয়েন্ট সাহায্য করে।
- Hinge Joint- Hinge joint আমাদের হাতের কনুই ও হাঁটুতে থাকে। Hinge joint আমাদের যেকোন একটা axis বরাবর মুভমেন্ট করতে সাহায্য করে।
- Fixed Joint- আমাদের দেহে যে সমস্ত জায়গায় fixed Joint- থাকে সেগুলিকে ধরানো যায় না। যেমন- দাঁতের ওপরের পাটি খুলির মধ্যে এই জয়েন্টের সাহায্যে যুক্ত থাকে।
শিশু অবস্থায় মানুষের দেহে 305 টি হার্ট থাকে তবে বড় হতে হতে হারগুলো জোড়া লেগে 206 টি হাড়ের পরিণত হয়।
আমাদের হাতের তালু অনেকগুলি ছোট ছোট হাড় জোড়া লেগে তৈরি হয়েছে। এই কারণেই আমরা হাত মুঠ করতে পারি।
এই ছোট ছোট হাড় গুলিকে carpeles বলে।
আমাদের বুকে হাড়ের যে গঠন আছে, তাকে রিব কেজ বলে। রিব কেজের প্রতিটি পাশে বারটি করে হাড় থাকে। রিব কেজের মধ্যে আমাদের শরীরের কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ থাকে।
মানবদেহের শিরদাঁড়ায় 33 টি ভার্টিব্রা নিয়ে তৈরি।
আমাদের দেহের সব হাড় সমান শক্ত হয় না। কিছু হাড় অপর হাড়ের তুলনায় কোমল হয়। যেমন কানের ওপরের হাড়। এদের কার্টিলেজ বলে।
একটি হাড়কে নড়ানোর জন্য 2 টি মাংসপেশি দরকার হয়। মাংসপেশী সবসময় জড়াতে কাজ করে।
অন্য কিছু প্রাণীর গমন
কেঁচো- একটি কেঁচোর শরীর অনেকগুলি রিং দিয়ে গঠিত। কেঁচোর শরীরে কোন হাড় থাকে না। কেঁচোর শরীরের মাংসপেশী এদের শরীর চেয়ে বড় এবং ছোট করতে সাহায্য করে। চলার সময় কিছু তাদের শরীরের সামনের দিক থেকে বড় করে এবং পেছনের দিক থেকে মাটির সাথে লাগিয়ে রাখে। তারপর সামনের দিক থেকে মাটির সাথে লাগিয়ে রেখে পেছনের দিক থেকে এগিয়ে নিয়ে আসে। মাটিকে ভালো ভাবে ধরে রাখার জন্য কিছু শরীরে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম চুলের মত পদার্থ থাকে। কিছু যেখান দিয়ে যায় সেখানে মাটি খেতে খেতে যায় এবং মাটির অপাচ্য অংশ তার শরীর থেকে বের হয় এটা মাটিকে উর্বর করে।
শামুক- শামুকের গমন অঙ্গ feet.
আরশোলা- আরশোলার তিন জোড়া পা থাকে। এদের শরীর শক্ত হাড় দ্বারা আবৃত থাকে। এই হাড় গুলো অনেকগুলি প্লেট জোড়া লেগে তৈরি হয়েছে আর যেটা আরশোলাকে চলতে সাহায্য করে। আরশোলার দেহের দুই জোড়া পাখা থাকে।
পাখি- পাখিরা আকাশে ওড়ে এবং মাটিতে হাটে অনেক পাখি সাঁতার কাটে যেমন হাঁস। পাখিরা উড়তে পারে কারণ তাদের হার ফাঁপা হয় ও ওজন কম হয়। পাখির অগ্রপদ ডানায় পরিবর্তিত হয়েছে।
মাছ- মাছের দেহের অগ্রভাগ এবং পশ্চাতভাগ সর ও মধ্য ভাগ মোটা হয়, এরকম দেহের গঠনকে streamlined shape বলে। দেহের এরকম গঠন মাছেদের জলে সাঁতার কাটতে সাহায্য করে। মাছের দেহে শক্তিশালী মাংসপেশি থাকে এই মাংসপেশি ও লেজের দ্বার মাছ জলে সাঁতার কাটে। মাছের অন্যান্য পাখনা জলে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
সাপ- সাপের গমন পদ্ধতিকে বলে slither. সাপের শরীরে একটি বড় ব্যাকবোন থাকে এবং অসংখ্য ছোট ছোট মাংসপেশি থাকে যেগুলি একে অপরের থেকে অনেকটা দূরে থাকে কিন্তু যুক্ত থাকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন