অর্থনীতি হলো সমাজবিজ্ঞানের একটি ভাগ। এই বিষয়ে আমরা উৎপাদন, ভোগ, সঞ্চয় প্রভৃতি নিয়ে আলোচনা করে থাকি। Economics শব্দটি দুটি গ্রিক শব্দ oikos যার মানে house বা গৃহ এবং nomus যার মানে custom বা নিয়ম, থেকে এসেছে।
বিভিন্ন অর্থনীতিবিদেরা অর্থনীতির আলাদা আলাদা সংজ্ঞা দিয়েছেন। তারমধ্যে একটি
সংজ্ঞা আমরা এখানে উল্লেখ করছি যেটি দিয়েছেন অর্থনীতির জনক এডাম স্মিথ।
এডাম স্মিথ এর মতে,
অর্থনীতির মৌলিক কাজ হল মানব জাতি ধন-সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করা।
অর্থনীতির আকার এর ভিত্তিতে অর্থনীতিকে দুই ভাগে ভাগ করা যায়,
- ক্ষুদ্র অর্থনীতি বা Micro Economics
- সমষ্টিগত অর্থনীতি বা Macro Economics
ক্ষুদ্র অর্থনীতি বা Micro Economics
অর্থনীতির যে শাখায় একজন ব্যক্তির, গৃহের, সংস্থার সম্পদ বন্টন, বিক্রি ইত্যাদি বিষয় সম্বন্ধে আলোচনা করা হয় তাকে
ক্ষুদ্র অর্থনীতি বলা হয়। এই বিভাগে ব্যক্তিদের অর্থনৈতিক ব্যবহার, চাহিদা, জোগানের প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
সমষ্টিগত অর্থনীতি বা Macro Economics
অর্থনীতির যে শাখায় একটি সমগ্র দেশের চাহিদা যোগান এবং অর্থনৈতিক ব্যবহার
সম্বন্ধে আলোচনা বা অনেকগুলি বৃহৎ সংস্থার অর্থনীতি নিয়ে আলোচনা করা হয় তাকে
সমষ্টিগত অর্থনীতি বলা হয়।
অর্থনীতির প্রকৃতি ভিত্তিতে অর্থনীতিকে তিন ভাগে ভাগ করা যায়।
- পুঁজিবাদী অর্থনীতি (capitalist economy)
- সমাজবাদী অর্থনীতি (socialist economy)
- মিশ্র অর্থনীতি (mixed economy)
- পুঁজিবাদী অর্থনীতি: পুঁজিবাদী অর্থনীতিতে সমস্তত সম্পত্তি ব্যক্তিগত হয় এখানে
সরকারের কোন সম্পত্তির মালিকানা থাকে না। কোন জিনিস কতটা পরিমাণে উৎপাদন করা
হবে তা ঠিক করাা হয় বাজারে চাহিদার উপর। USA তে এরকম অর্থনীতি আছে।
পুঁজিবাদী অর্থনীতি সুবিধা-
- পুঁজিবাদী অর্থনীতিতে সমস্ত কিছু ব্যক্তিগত হওয়ায় বাজার সম্পূর্ণভাবে
মুক্ত এবং প্রতিযোগিতা অধিক। এই কারণে ক্রেতারা সর্বোচ্চ মানের জিনিস সব থেকে
কম মূল্যে পেয়ে যান।
পুঁজিবাদী অর্থনীতি অসুবিধা-
- পুঁজিবাদী অর্থনীতিতে বাজারের প্রতিযোগিতা অত্যাধিক থাকায়, শ্রমিকদের পরিশ্রম অত্যাধিক মাত্রায় হয়। বাজারে টিকে থাকার জন্য।
- সমাজবাদী অর্থনীতি: সমাজবাদী অর্থনীতিতে সবকিছুই সরকার এর মালিকানাধীন হয় এখানে ব্যক্তিগত
মালিকানা বলে কিছু থাকেনা। কোন জিনিস কতটা উৎপাদন করতে হবে তাও সরকার ঠিক
করে। চীনে এরকম অর্থনীতি আছে।
সমাজবাদী অর্থনীতি সুবিধা:
- এখানে সবকিছু সরকারি হয় কর্মীদের উপর চাপ কম।
সমাজবাদী অর্থনীতির অসুবিধা:
- সবকিছুই সরকারি হওয়ায় বাজারে প্রতিযোগিতা কম এই কারণে গ্রাহকরা
সর্বোচ্চ মানের দ্রব্য সব সময় কম মূল্যে পান না।
- মিশ্র অর্থনীতি: মিশ্র অর্থনীতিতে
কিছু জিনিস সরকারি হয় এবং কিছু জিনিস বেসরকারি হয়। মিশ্র অর্থনীতি সব থেকে
আধুনিক অর্থনীতি বিশ্বের বেশির ভাগ দেশের অর্থনীতি প্রচলিত। ভারতে এরকম
অর্থনীতি আছে। এই কারণেই আমাদের দেশে একদিকে রেল,
rationing system যেমন সরকারি তেমনই অপরদিকে অনেক ব্যাংক বেসরকারি আছে।
- মিশ্র অর্থনীতিতে একদিকে যেমন পুঁজিবাদী অর্থনীতির সুবিধাগুলি আছে যেমন
সবথেকে উচ্চ মানের জিনিস কম দামে পাওয়া যায় তেমনই সমাজবাদী অর্থনীতি
সুবিধাও আছে শ্রমিকদের উপর কাজের চাপ এরকম অর্থনীতিতে পুঁজিবাদী অর্থনীতির
তুলনায় কম।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন