ধ্বনি কাকে বলে?
বাক যন্ত্রের স্বল্পতম প্রয়োগে শব্দের বিশ্লিষ্ট তম অংশকে বলে ধ্বনি।
বাংলা ব্যাকরণে 11 টি স্বরধ্বনি এবং 39 টি ব্যঞ্জনধ্বনি আছে।
ধ্বনি পরিবর্তন দুইভবে হয়, স্বরধ্বনি ঘটিত পরিবর্তন ও ব্যঞ্জনধ্বনি ঘটিত পরিবর্তন।
স্বরধ্বনিঘটিত পরিবর্তন-
- স্বরভক্তি বা বিপ্রকর্ষ- উচ্চারণের সুবিধার জন্য বা ছন্দের প্রয়োজনে সংযুক্ত ব্যঞ্জনবর্ণ্ণকে ভেঙে তার মধ্যে স্বরধ্বনি আনার রীতিকে বলা হয় স্বরভক্তি বাা বিপ্রকর্ষ। যেমন - রত্ন > রতন
- স্বরাগম- উচ্চারণ কে সহজ করতে অথবা উচ্চারণের অপারগতার জন্য শব্দের শুরুতে, মধ্যে বা শেষে স্বরধ্বনি আগমনকে বলা হয় স্বরাগম। স্বরাগমকে তিন ভাগে ভাগ করা যায়।
- আদি স্বরাগম- শব্দের শুরুতে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। যেমন- স্কুল > ইস্কুল
- মধ্য স্বরাগম- শব্দের মধ্যে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। যেমন- রত্ন > রতন, ধর্ম > ধরম ইত্যাদি।
- অন্ত স্বরাগম- শব্দের শেষে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। যেমন- বেঞ্চ >বেঞ্চি, ইঞ্চ>ইঞ্চি ইত্যাদি।
- স্বরলোপ- উচ্চারণের কোন ত্রুটি বা সুবিধার জন্য শব্দের অন্তর্গত কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে স্বরলোপ বলে। স্বরলোপকে ও তিন ভাগে ভাগ করা যায়।
- আদি স্বরলোপ- শব্দের আদিতে বা শুরুতে কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে বলে আদি স্বরলোপ। যেমন- অভ্যন্তর>ভিতর ।
- মধ্য স্বরলোপ- শব্দের মধ্যে কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে বলে মধ্য স্বরলোপ। যেমন- জানালা>জানলা, গামোছা>গামছা ইত্যাদি।
- অন্ত স্বরলোপ- শব্দের শেষে কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে বলে অন্ত স্বরলোপ। যেমন- আজি>আজ, রাত্রি>রাত ইত্যাদি।
- স্বরসংগতি- শব্দের মধ্যে পাশাপাশি একাধিক স্বরধ্বনি থাকলে পরস্পর সঙ্গতি লাভের উদ্দেশ্যে যদি একটির প্রভাবে অন্যটি পরিবর্তিত হয়, সেই পরিবর্তনকে স্বরসংগতি বলে। যেমন- ইচ্ছা>ইচ্ছে, মিথ্যা>মিথ্যে ইত্যাদি। স্বরসংগতিকে ও চার ভাগে ভাগ করা যায়।
- প্রগত স্বরসংগতি- পূর্ববর্তী স্বর এর প্রভাবে পরবর্তী স্বরের পরিবর্তনর হলে তাকে প্রগত স্বরসংগতি বলে। যেমন- ভিক্ষা>ভিক্ষে, মিথ্যা>মিথ্যে ইত্যাদি।
- পরাগত স্বরসংগতি- পরবর্তী স্বর এর প্রভাবে পূর্ববর্তী স্বরের পরিবর্তনর হলে তাকে পরাগত স্বরসংগতি বলে। যেমন- দেশী>দিশী, লিখা>লেখা ইত্যাদি।
- মধ্যগত স্বরসংগতি- শব্দের মধ্যে অবস্থিত স্বর যদি পূর্ববর্তী ও পরবর্তী স্বর এর প্রভাবে পরিবর্তিত হয় তাহলে তাকে মধ্যগত স্বরসংগতি বলে। যেমন- বিলাতি>বিলিতি।
- অন্যোন স্বরসংগতি- যখন পূর্ববর্তী ও পরবর্তী উভয় স্বরই পরস্পরের প্রভাবে প্রভাবিত হয় তখন তাকে অন্যোন স্বরসংগতি বলে। যেমন- ধো৺কা> ধু৺কো।
- অভিশ্রুতি- অপিনিহিতি জাতীয় শব্দ যখন ধ্বনি লোপ, স্বরসঙ্গতি প্রভৃতি ধ্বনি পরিবর্তনের প্রভাবে প্রভাবিত হয়ে় চলতি ভাষায় ব্যবহারের উপযোগী সংক্ষিপ্ত রূপ লাভ করে তখন তাকে অভিশ্রুতি বলে। যেমন- রাখিয়া>রাইখা>রেখে।
ব্যঞ্জনধ্বনি ঘটিত পরিবর্তন-
- সমীভবন- একই শব্দের মধ্যে যুক্ত ভাবে বা পাশাপাশি অবস্থিত দুটি অসম ব্যঞ্জনধ্বনি একটি অপরটির প্রভাবে সংগতি বা সাম্য লাভ করলে তাকে বলা হয় সমীভবন। যেমন- পদ্ম>পদ্দ। সমীভবন তিন রকমের হয়।
- পূরাগত সমীভবন- পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে যখন পরবর্তী ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি সমতা পায় তখন তাকে পূরাগত সমীভবন বলে। যেমন- পদ্ম>পদ্দ।
- পরাগত সমীভবন- পরবর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে যখন পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি সমতা পায় তখন তাকে পূরাগত সমীভবন বলে। যেমন- তর্ক>তক্ক।
- অন্যোন্য সমীভবন- যেই সমীভবনে পূর্ববর্তী এবং পরবর্তী উভয় ব্যঞ্জন ধ্বনিরই পরিবর্তন হয়, তাকে অন্যোন্য সমীভবন বলে। যেমন- অদ্য>আজ।
- ব্যঞ্জনলোপ- উচ্চারণের কোন ত্রুটি বা সুবিধার জন্য শব্দের অন্তর্গত কোন ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে ব্যঞ্জনলোপ বলে। স্বরলোপকে ও তিন ভাগে ভাগ করা যায়।
- আদি ব্যঞ্জনলোপ- শব্দের আদিতে বা শুরুতে কোন ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে আদি ব্যঞ্জনলোপ। যেমন- প্রভাত>পোভাত, প্রথম>পথম।
- মধ্য ব্যঞ্জনলোপ- শব্দের মধ্যে কোন ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে মধ্য ব্যঞ্জনলোপ। যেমন- জানালা>জানলা, ফাল্গুন>ফাগুন, কার্পাস>কাপাস ইত্যাদি।
- অন্ত ব্যঞ্জনলোপ- শব্দের শেষে কোন ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে অন্ত ব্যঞ্জনলোপ। যেমন- গাত্র>গা।
- হ-লোপ- শব্দ মধ্যস্থ কোন 'হ' ধ্বনি লুপ্ত হলে তাকে বলে হ-লোপ। যেমন- বাদশাহ>বাদশা।
- সমাক্ষর লোপ- শব্দের মধ্যে পাশাপাশি দুটি দলে অবস্থিত দুটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে একটি লুপ্ত হলে বা শব্দের মধ্যস্থ পাশাপাশি দুটি দলের একটি লুপ্ত হলে তাকে সমাক্ষর লোপ বলে। যেমন- বড়দিদি>বড়দি, বড়দাদা>বড়দা ইত্যাদি।
- নাশিকি ভবন- কোন শব্দ উচ্চারণের সময় তার অন্তর্গত কোন নাসিক্য ধ্বনি অবলুপ্তত হয়ে পরবর্তী ধ্বনিকে অনুনাসিক করে তোলার প্রক্রিয়াকে নাশিকি ভবন বলে। যেমন- চন্দ্র>চাঁদ, হাসি>হা৺সি ইত্যাদি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন