সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

WBCS Preliminary Exam Solved Question Paper 2018 (Bengali Version)

WBCS Preliminary Exam Solved Question Paper 2018 (Bengali Version)
1. Fill in the blank with the correct word :
    ____ his humiliation, he attended the function.
    (A) Inspite       (B) Not withstanding       (C) Nevertheless       (D) As of
2. “Call up” means :
    (A) recollect       (B) anticipate        (C) befriend         (D) invite
3. Use a suitable Auxiliary Verb to fill in the blank space :
    In all probability it ____ rain tonight
    (A) will       (B) can        (C) may       (D) ought
4. Fill in the blank with the correct word :
    She had better ____ the room
    (A) entered        (B) requested        (C) moved       (D) called
5. Fill in the blank with the appropriate Phrasal verb :
    The girl ____ her mother
    (A) takes after       (B) call in       (C) puts off      (D) puts by
6. Fill in the blank with the appropriate word
    She liked the ____ plan better
    (A) latter       (B) later       (C) fast        (D) early
7. Fill in the blank with the correct word :
    A ____ bow was seen in the sky.
    (A) multicoloured        (B) shooting        (C) staring       (D) melodious
8. “A bolt from the blue” means
    (A) sudden disaster       (B) in trouble       (C) blessing from above       (D) to remain neutral
9. Choose the correct meaning of the word from the alternatives given below :
    Classic  ____
    (A) of the first or highest quality      (B) a long list        (C) loose, flowing robe       (D) sanctified
10. Insert a correct Participle in the blank space :
      ____ about dinner, John ran the whole way home
      (A) Having finished        (B) Excited       (C) Had been excited       (D) Hungry


11. Fill in the blank with the correct Phrasal Verb :
      The teacher will ____ a new chapter tomorrow.
      (A) take over       (B) take up       (C) take down       (D) take off
12. Insert the correct Adverbial Phrase in the blank space :
      Only ____ is there a rumble in the sky
      (A) occasionally       (B) swiftly       (C) quite        (D) merrily
13. Choose the word opposite in meaning to the word underlined below :
   Mary’s patience and serenity won the admiration of all who saw her
      (A) holiness       (B) placidity       (C) agitation        (D) equanimity
14. Marble may be used with
      (A) Painting        (B) Music       (C) Rocks         (D) Sculpture
15. Insert the appropriate Prepositions in the sentence :
      He has a preference _____ tea _____ coffee
      (A) over, for         (B) for, to        (C) for, over        (D) to, over
16. Insert the proper preposition the sentence
      It is 9’o clock ____ my watch
      (A) by        (B) in       (C) at        (D) into
17. ‘Regret’ may be expressed by the following interjection :
      (A) Alas!       (B) Hush!        (C) Bravo!       (D) Hurrah!
18. Fill in the blank with the appropriate infinitive :
      ____ is human
      (A) To laugh        (B)  To err        (C) To read       (D) To save
19. One who considers the happiness and well being of others first is an
      (A) Atheist        (B) Altruist        (C) Alchemist        (D) Aesthete
20. Fill in the blank with the correct word :
      An Ophthalmologist is a person who deals with  ____
      (A) heart       (B) eyes        (C) glands        (D) lungs
21. Fill in the blank with the appropriate preposition :
      She was running short _____ time.
      (A) at       (B) of        (C) with        (D) for
22. An Ornithologist deals with :
      (A) Insects        (B) Birds         (C) Eyes        (D) Heart
23. An indefatigable person remains
      (A) untired        (B) unhappy        (C) unrelentful        (D) unsocial
24. Select the correct meaning of the idiom underlined below :
      He stood in hot water
      (A) in trouble or disgrace       (B) met with an accident      (C) stepped into boiling water      (D) was angry
25. Select the correct meaning of the idiom underlined below
  We didn’t really want that particular hotel, but it was a case of Hobson’s Choice.
      (A) state of dilemma      (B) taking what is available or nothing at all      (C)  teacher’s choice      (D) economical
26. নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোন দেশ ২০১৭ সালের (FIFA) ফিফা কনফেডেরেশান কাপ জয় করেছিল ?
      (A) জার্মানি        (B) চিলি      (C) আর্জেন্টিনা       (D) পর্তুগাল
27. কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন  ?
      (A) মান সিংহ      (B) অমর সিংহ       (C) উদয় সিংহ       (D) যশবন্ত সিংহ
28. ভূতত্ত্ববিদগণের মতে কোশী নদীর গতিপথ পরিবর্তনের ফল
      (A) গঙ্গা নদী প্রধানত বাংলাদেশে পদ্মা দিয়ে প্রবাহিত
      (B) উত্তরবঙ্গের তিস্তা নদীর বন্যা
      (C) কলকাতা বন্দরের অবনতি
      (D) গ্যাংটক ও দার্জিলিং অঞ্চলের ভূমিকম্প
29. 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে "by far the most serious rebellion since 1857" ?
      (A) ভাইসরয় লর্ড লিনলিথগো      (B) ফ্রাঙ্কলিন রুজভেল্ট       (C) চিয়াং কাই শেক      (D) উইনস্টন চার্চিল
30. সুভাষ চন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল
      (A) ইন্ডিয়ান ফ্রিডম পার্টি       (B) আজাদ হিন্দ ফৌজ       (C) রেভোলিউশনারি ফ্রন্ট      (D) ফরওয়ার্ড ব্লক
31. ইসলামিক রাষ্ট্রসহ বিদেশি রাষ্ট্রগুলির ওপর হ্যাকিং (hacking) আক্রমণ প্রতিরোধের জন্য সর্বপ্রথম সামরিক সাইবার (cyber) বিভাজন গড়ে তুলে ছিল কোন দেশ ?
  (A) মালয়েশিয়া       (B) অষ্ট্রেলিয়া       (C) ফিলিপাইনস       (D) জার্মানি
32. কে 'হইন্দভ ধর্মোদ্ধারক' (হিন্দুধর্মের রক্ষাকর্তা) উপাধি নেন ?
      (A) গুরু রামদাস        (B) শিবাজি        (C) প্রথম বাজীরাও        (D) বালাজী বাজীরাও
33. মুসলিম লীগের লাহোর প্রস্তাবের (1940) মূল গুরুত্ব ছিল
      (A) জাতীয় কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করা ।
      (B) মুসলিম লীগের জন্য একটি সংবিধান প্রবর্তন করা ।
      (C) ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করা ।
      (D) পাকিস্তান প্রস্তাব গ্রহণ
34. মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে
      (A) মহানন্দা নদী       (B) জলঙ্গী নদী        (C) ভাগীরথী নদী        (D) মাথাভাঙ্গা নদী
35. ভারত-আফগানিস্তান দ্বিতীয় স্ট্রাটেজিক পার্টনারশিপ কাউন্সিল -এর (Second India - Afghanistan Strategic Partnership Council) সভাপতিত্ব কে করেন ?
      (A) সুষমা স্বরাজ        (B) সাহাবুদ্দিন রাব্বাই       (C) উপরোক্ত দুজনেই        (D) উপরের কোনোটিই নয়
36. একটি কোডে 73429186 -এর কোড PURCHASE, এবং 54064 -এর কোড ORDER, তাহলে 7452688 -এর কোড কী হবে ?
      (A) PROGRES        (B) PROCEED        (C) PROGRAM        (D) PROCESS
37. ব্যতিক্রমটি বাহির করো :
      (A) Square       (B) Circle       (C) Parallelogram        (D) Rectangle
38. ছয়জন ব্যক্তি একটি ছয়কোণা টেবিলে বসে আছে । অরূপ ঠিক বিলালের বিপরীত মুখী বসেবিলাল বসে আছে চিরাগ এবং ডেরেকের মধ্যে । অরূপ বসে আছে এলা এবং ফারুকের মাঝে । এলা বসে আছে ডেরেকের বাম দিকে । কোন জোড়াটি একে অপরের মুখোমুখি বসে আছে ?
      (A) এলা এবং ফারুক      (B) ডেরেক এবং এলা        (C) চিরাগ এবং এলা        (D) চিরাগ এবং ডেরেক
39. ভারতীয় সংবিধানে ক্ষমতা বিন্যাসে শিক্ষা অন্তর্ভুক্ত হয়
      (A) কেন্দ্রীয় তালিকায়       (B) রাজ্য তালিকায়       (C) যৌথ তালিকায়       (D) উপরের কোনোটিই নয়
40. সাম্প্রতিক ফিফা (FIFA) স্থানাঙ্ক অনুযায়ী ভারতের অবস্থান কী ?
      (A) ১০০ তম       (B) ৯০ তম       (C) ৯৪ তম      (D) ৯১ তম
41. নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসীদের সাথে যুক্ত ছিলেন ?
      (A) হায়দার আলি      (B) সফদার জঙ্গ        (C) মীর কাসিম      (D) টিপু সুলতান
42. পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্লান্টটি এইখানে অবস্থিত :
      (A) গঙ্গাসাগর        (B) কলকাতা        (C) আসানসোল        (D) ফারাক্কা
43. মুসলিম লীগ মাউন্ট ব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিলেন কেন না
      (A) মুসলিমদের স্বতন্ত্র নির্বাচনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল ।
      (B) এই পরিকল্পনা কংগ্রেস কর্তৃক গৃহীত হয়নি ।
      (C) পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল ।
      (D) মুসলিম লীগকে স্বীকৃতি দিয়েছিল ।
44. মোঙ্গল-স্যাট-১ (Mongol Sat-1) নামক স্যাটেলাইটটি কোন দেশ প্রথম উৎক্ষেপণ করে ?
      (A) চিন       (B) মঙ্গোলিয়া       (C) তিব্বত       (D) তুর্কী
45. সিকিম ভারতের full-fledged রাজ্য ঘোষিত হয়
      (A) 1985 -        (B) 1975 -        (C) 1965 -       (D) 1875 -
46. কে 'খালসাপ্রবর্তন করেন  ?
      (A) গুরু তেগ বাহাদুর      (B) গুরু নানক       (C) গুরু গোবিন্দ সিংহ       (D) গুরু হরগোবিন্দ
47. ২০১৭ সালের ১২ই ডিসেম্বর "কম্পানিয়ন অফ অনার্স" নামক পুরস্কার (Companion of Honours) কোন লেখককে প্রদান করা হয় ?
      (A) জে. কে. রাউলিং       (B) চার্লট ব্রন্টি       (C) জেন অস্টেন       (D) রোয়াল্ড ডাহল
48. Fiscal ঘাটতি হয়
      (A) রেভেনিউ রিসিপ্ট + ক্যাপিটাল রিসিপ্ট (Only recoveries of loans and other receipts) - মোট ব্যয়
      (B) বাজেট ঘাটতি + সরকারের বাজার থেকে ঋণ এবং দায়
      (C) প্রাথমিক ঘাটতি + সুদ প্রদান
      (D) উপরের সব গুলিই
49. আগ্রা দিয়ে কলকাতা-মুম্বই জাতীয় সড়ক এই নামে পরিচিত :
      (A) NH-5       (B) NH-8       (C) NH-3       (D) NH-6
50. ২০১৭ সালের জন্যে তৃতীয় ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনস (ICCR) -এর বিশিষ্ট ভারততাত্ত্বিক পুরস্কার প্রাপক কোন জাপানি অধ্যাপক
      (A) হিরোসি মারুই        (B) হিরোসিমা মারুই        (C) নাগাসাকি মারুই       (D) জয়োতা মারুই
51. গড়ে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ —– % 
      (A) 1       (B) 3      (C) 5      (D) 7
52. 'ঢাকা অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন ?
      (A) প্রফুল্ল চাকী       (B) পুলিন দাস       (C) এস. এন. সান্যাল       (D) যতীন্দ্রনাথ মুখার্জী
53. পাবলিক অ্যাডমিনিষ্ট্রেশন -এর জন্য ব্যয় বিভাগ পড়ে
      (A) পরিকল্পনা খাটে ব্যয়       (B) পরিকল্পনা বহির্ভূত খাতে ব্যয়      (C) লাভজনক খাতে ব্যয়      (D) উপরের কোনোটিই নয়
54. সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমান 
      (A) কম্পাঙ্ক       (B) বিস্তার       (C) শূন্যস্থানে তরঙ্গদৈর্ঘ্য       (D) শূন্যস্থানে বেগ
55. গ্লাসগো -তে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের বিভাগে কে জয়লাভ করেন ?
      (A) পি. ভি. সিন্ধু       (B) সায়াকা হিরোটা        (C) নজোমি ওকুহারা         (D) জিয়া য়িফান
56. কে ‘সত্যশোধক সমাজ’ প্রতিষ্ঠা করেন ?
      (A) বি. আর. আম্বেদকর        (B) গোপাল হরি দেশমুখ       (C) শ্রী নারায়ণ গুরু       (D) জ্যোতিবা ফুলে
57. অপিক্কো আন্দোলনের নেতৃত্ব দেন
      (A) আমেদাবাদের সরলা বেন
      (B) রাজকোটের মিরা বেন
      (C) সিরসির পাণ্ডুরাও হেগড়ে
      (D) কৌসনির সুন্দরলাল বহুগুণা
58. শব্দের বেগ সব চেয়ে বেশি
      (A) কঠিনে       (B) তরলে       (C) গ্যাসে      (D) শূন্যস্থানে
59. ২০১৭ সালের ২৬শে অক্টোবর কোন দেশ আন্তর্জাতিক পাপেট উৎসবের সূচনা করেছিল ?
      (A) কলকাতা        (B) চেন্নাই        (C) মুম্বাই        (D) দিল্লি
60. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC October 31, 1920) প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন ?
      (A) ভি. ভি. গিরি       (B) সুভাষচন্দ্র বসু       (C) লালা লাজপত রাই      (D) সি. আর. দাস
61. 1857 -  বিদ্রোহের সময় লক্ষ্মৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন 
      (A) বাহাদুর শাহ       (B) লিয়াকৎ আলি        (C) নানাসাহেব       (D) বেগম হজরৎ মহল
62. লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল ____ দিন ।
      (A) 60        (B) 120        (C) 180       (D) 240
63. ২০১৭ সালের 'গ্লোবাল ওয়াইল্ড লাইফ প্রোগ্রামকোন তথ্যের প্রকাশ প্রত্যক্ষ করে ?
       (A) জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচী
       (B) নিরাপদ হিমালয়
       (C) (A) ও (B) উভয়েই
       (D) উপরের কোনোটিই নয়
64. ভারতের কোন গভর্নর জেনারেল ভারতে দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন ?
      (A) লর্ড কর্ণওয়ালিশ       (B) লর্ড ডালহৌসি       (C) লর্ড হার্ডিঞ্জ       (D) লর্ড হেস্টিংস
65. “I do what I do” বইটির লেখক কে ?
      (A) প্রণব মুখার্জী       (B) রঘুরাম জি রাজন       (C) উর্জিত প্যাটেল       (D) জগদীশ প্রকাশ
66. বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক
      (A) বাড়বে       (B) কমবে        (C) একই থাকবে      (D) উপরের কোনোটিই নয়
67. ‘ইন্ডিয়ান ইনডিপেনডেনস লীগপ্রতিষ্ঠা করেন
      (A) তিলক      (B) সুভাষ বোস      (C) সি. আর. দাশ      (D) রাসবিহারী বোস
68. বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল ?
      (A) ফরাসি       (B) ওলন্দাজ        (C) পোর্তুগিজ      (D) ইংরেজ
69. সম্প্রতি কোন ব্যাঙ্ক বেঙ্গালুরুতে ‘CANDI’ নামক প্রথম ডিজিটাল ব্রাঞ্চ -এর আনুষ্ঠানিক উদ্বোধন করল ?
  (A) কানাড়া ব্যাঙ্ক        (B) অন্ধ্র ব্যাঙ্ক        (C) দেনা ব্যাঙ্ক       (D) কর্ণাটক ব্যাঙ্ক
70. পেশি ক্লান্তির জন্য দায়ী
      (A) কার্বন-ডাই-অক্সাইড      (B) ক্রিয়েটিনিন       (C) ল্যাকটিক অ্যাসিড        (D) ইথাইল অ্যালকোহল
71. খাদ্য ও কৃষিসংস্থা (সম্মিলিত জাতিপুঞ্জ) প্রতি বছর ৫ই ডিসেম্বর -কে কী বিশেষ দিন হিসাবে পালন করে ? 
      (A) বিশ্ব ভূমি দিবস       (B) বিশ্ব স্বাস্থ্য দিবস       (C) বিশ্ব জলসেচ দিবস       (D) বিশ্ব অনাহার প্রতিরোধ দিবস
72. নিম্নলিখিতদের মধ্যে কে 'নিউ ল্যাম্পস ফর ওল্ডএই শিরোনামে কতকগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন ?
      (A) অরবিন্দ ঘোষ       (B) আর. সি. দত্ত       (C) সৈয়দ আহমেদ খান       (D) উপরের কোনোটিই নয়
73. স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন
      (A) সি. রাজাগোপালাচারি       (B) জে. বি. কৃপালিনী       (C) জওহরলাল নেহেরু       (D) মৌলানা আবুল কালাম আজাদ
74. নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে
      (A) উত্তল লেন্স দ্বারা        (B) অবতল লেন্স দ্বারা       (C) অভিসারী লেন্স দ্বারা       (D) উপরের কোনোটিই নয়
75. 16 তম গ্লোবাল রিটেল ইনডেক্স (2017 সালে প্রকাশিত) অনুযায়ী ভারতের স্থান ?
      (A) প্রথম       (B) দ্বিতীয়       (C) তৃতীয়       (D) চতুর্থ
76. বক্সারের যুদ্ধের সময়ে (1764) বাংলার নবাব কে ছিলেন ?
      (A) মীর কাশিম       (B) মীরজাফর        (C) নিজাম-উদ-দ্দৌলা       (D) সুজা-উদ-দৌলা
77. A, B -এর বাবা, C, A -এর ভাই, F, B -এর বোন্ । যদি M, A -এর বাবা হনতাহলে F এবং C -এর সম্পর্ক নির্ণয় কারো ।
      (A) কন্যা ও বাবা      (B) স্বামী ও স্ত্রী       (C) ভাই ও বোন্       (D) ভাইঝি ও কাকা
78. ২০১৭ সালের ১লা অক্টোবর কোন দেশ প্রথম সমকামী বিবাহ উদযাপন করে ?
      (A) জার্মানি       (B) অস্ট্রিয়া       (C) ইতালি      (D) স্পেন
79. লাল + সবুজ + নীল = ?
      (A) সাদা        (B) কালো        (C) মেরুন        (D) নীল
80. মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল
      (A) গৌহাটি অধিবেশনে (1926)
      (B) মাদ্রাজ অধিবেশনে (1927)
      (C) লাহোর অধিবেশনে (1929)
      (D) করাচী অধিবেশনে (1931)
81. ভারতীয় সংবিধান গৃহিত হয়
      (A) জানুয়ারী 26, 1950       (B) জানুয়ারী 26, 1949        (C) নভেম্বর 26, 1949       (D) ডিসেম্বর 31, 1949
82. A, B, C, D, E  F ছটি বই আছে । B, C এবং E বই নীল্ মলাটের এবং বাকি বইগুলি লাল মলাটের । D এবং F নতুন বই এবং বাকি সব পুরোনো বই । A, C এবং D বইগুলি আইন রিপোর্ট বিষয়ক এবং বাকি বইগুলি পদার্থ বিষয়ের । কোন বইটি লাল মলাটের নতুন আইন রিপোর্ট বিষয়ক ?
      (A) A        (B) B       (C) C       (D) D
83. কোন বিষয় নিয়ে ২০১৭ সালের আন্তর্জাতিক শান্তি দিবস (International Day of Peace) পালিত হয় ?
      (A) ’শান্তির জন্য একত্রিত : সকলের জন্য শ্রদ্ধানিরাপত্তা ও মর্যাদা
   (B) ’শান্তির জন্য সমবেত  : সকলের জন্য শ্রদ্ধানিরাপত্তা ও মর্যাদা
      (C) ’শান্তির জন্যে একত্রিত : সকলের জন্য শ্রদ্ধামর্যাদা ও নিরাপত্তা ’
      (D) ’শান্তির জন্যে একত্রিত : সকলের জন্য মর্যাদাশ্রদ্ধা ও নিরাপত্তা ’.
84. মানুষের দুধ-দাঁতের সংখ্যা
      (A) 28       (B) 29       (C) 20       (D) 12
85. কে 'হিন্দু প্যাট্রিয়ট' -এর সম্পাদক ?
      (A) সুরেন্দ্রনাথ ব্যানার্জী       (B) মোতিলাল ঘোষ      (C) শিশির কুমার ঘোষ       (D) হরিশচন্দ্র মুখার্জী
86. নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি  ?
      (A) রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান
      (B) লোকসভার ডেপুটি স্পিকার
      (C) রাজ্য আইনসভার ডেপুটি স্পিকার
      (D) ডেপুটি প্রাইম মিনিস্টার
87. যদি '+' চিহ্ন ভাগ নির্দেশ করে, 'x' চিহ্ন যোগ বোঝায়, ' - ' চিহ্ন গুণ বোঝায়, '÷' চিহ্ন বিয়োগ বোঝায়তাহলে নিম্নলিখিত কোন সমীকরণটি সঠিক  ? 
      (A) 36 + 6 - 3 x 5 ÷ 3 = 24
      (B) 36 x 6 + 7 ÷ 2 - 6 = 20
      (C) 36 ÷ 6 + 3 x 5 - 3 = 40
      (D) 36 - 6 + 3 x 5 ÷ 3 = 74
88. কংগ্রেসকে ‘আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ’ বলে কে সমালোচনা করেছিলেন  ?
      (A) স্যার সৈয়দ আহমেদ খান      (B) লর্ড ডাফরিন       (C) লর্ড কার্জন     (D) থিওডোর বেক
89. নীচের চিত্র রেখাঙ্কিত অংশের পরিসীমা ও বৃত্তের পরিধির অনুপাত
                              
      (A) 3434       (B) 4+π4π4+π4π       (C) 2π4+π2π4+π       (D) 4+π2π4+π2π
90. পূর্বতন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কোন রাজ্যে ভারতীয় ইতিহাস কংগ্রেসের ৭৭তম অধিবেশনের সূচনা করেন ?
      (A) কেরল        (B) কর্ণাটক        (C) তামিলনাড়ু        (D) উপরের কোনোটিই নয়
91. ছোটোনাগপুর মালভূমি গঠিত প্রধানত
      (A) বেলে পাথরচুনাপাথর ও শেল দ্বারা
      (B) গ্রানাইটচুনাপাথর ও ডোলোমাইট দ্বারা
      (C) আর্কাইন যুগের গ্রানাইট ও নিস প্রভৃতি দ্বারা
      (D) গোণ্ডয়ানা কয়লাবেলেপাথর ও চুনাপাথর দ্বারা
92. ভারতীয় সংবিধানে কোন article -এ গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে  ?
      (A) Article 40       (B) Article 41      (C) Article 42      (D) Article 43
93. নিম্নে অঙ্কিত তিনটি বৃত্তের মধ্যে কোন ইংরেজ অক্ষরটি কেবলমাত্র ভারতীয় ও ঐতিহাসিককিন্তু রাজনীতিবিদ নয়নির্দেশ করছে ?
         
      (A) b       (B) f        (C) b and f        (D) b and g
94. 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে ?
      (A) 40 ml       (B) 10 ml        (C) 20 ml       (D) 30 ml
95. দীপা কর্মকারসাক্ষী মালিক ও পি.ভি. সিন্ধুকে নিয়ে ভারতীয় ডাক বিভাগ যে বিশেষ প্রচ্ছদ তৈরি করেছে তার নাম কী ?
      (A) গোল্ডেন গার্লস অগ ইন্ডিয়া — জয় অফ দি নেশন
      (B) গোল্ডেন গার্লস অগ ইন্ডিয়া — প্রাইড অফ দি নেশন
      (C) গোল্ডেন গার্লস অগ ইন্ডিয়া — ইন্সপিরেশন অফ দি নেশন
      (D) উপরের কোনোটিই নয়
96. জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপন করেছে -
      (A) জাতীয় সড়ক - 35     (B) জাতীয় সড়ক - 02     (C) জাতীয় সড়ক - 06     (D) জাতীয় সড়ক - 32
97. কংগ্রেস কর্তৃক গঠিত 'জাতীয় পরিকল্পনা কমিটি 'র সভাপতি কে ছিলেন ?
      (A) আসফ আলি       (B) জওহরলাল নেহেরু      (C) তেজ বাহাদুর সপ্রু       (D) রাজেন্দ্র প্রাসাদ
98. Ombudsman প্রতিষ্ঠান -এর সূত্রপাত হয়
      (A) ডেনমার্ক -এ      (B) সুইৎজারল্যান্ড -এ      (C) সুইডেন -এ       (D) ফ্রান্স -এ
99. নীচের কোনটি তিমির প্রধান স্বাসঅঙ্গ হিসাবে কাজ করে ?
      (A) বহিরাবরণ        (B) ফুলকা       (C) ফুলকা      (D) শ্বাসনালী
100. পূর্ব রেলপথের সদর দপ্তর —— -এ অবস্থিত
        (A) রাঁচি       (B) খড়গপুর       (C) দিসপুর        (D) কোলকাতা
101. (i) Tom, Dick এবং Harry — বুদ্ধিমান
        (ii) Tom, Brown এবং Jack — কঠোর পরিশ্রমী
        (iii) Brown, Harry এবং Jack — সৎ
        (iv) Tom, Dick এবং Jack — উচ্চাকাঙ্খী  ?
        নিম্নলিখিত কোন ব্যক্তি কঠোর পরিশ্রমী নয় বা উচ্চাকাঙ্খী নয় ?
        (A) Tom       (B) Dick       (C) Harry       (D) Jack
102. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পর্যায়ক্রমে সঠিক আছে ?
        (A) 2.2 < 2.02 < 2.002 < 2.222
        (B) 2.002 < 2.02 < 2.2 < 2.222
        (C) 2.02 < 2.22 < 2.002 < 2.222
        (D) উপরের কোনোটিই নয়
103. অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও
        (A) 4 জন সদস্য নিয়ে        (B) 5 জন সদস্য নিয়ে       (C) 6 জন সদস্য নিয়ে      (D) 7 জন সদস্য নিয়ে
104. চোঙের ব্যাসার্ধের শতকরা পরিবর্তন বৃদ্ধি 300 হলে ঐ চোঙের আয়তনের শতকরা পরিবর্তন কত ? (চোঙের উচ্চতা ধ্রুবক রাখা হল)
        (A) 1500%       (B) 600%       (C) - 600%      (D) উপরের কোনোটিই নয়
105. 'বুদ্ধচরিতগ্রন্থটির রচয়িতা কে ?
        (A) বুদ্ধঘোষ        (B) অশ্বঘোস       (C) নাগার্জুন       (D) পাণিনি
106. চিলকা হ্রদ হল
        (A) নোনা জলের হ্রদ
        (B) স্বাদু জলের হ্রদ
        (C) বর্ষাকালে স্বাদু জলের হ্রদ
        (D) গীষ্মকালে নোনা জলের হ্রদ
107. কোন সমাজ সংস্কারক ‘পেরিয়ারনামে জনপ্রিয় ছিলেন’ ?
        (A) ই ভি রামাস্বামী নাইকার      (B) সি ভি রমন পিল্লাই       (C) বই আর আম্বেদকর      (D) জ্যোতিবা ফুলে
108. কোন গ্রন্থ নীল্ চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়  ?
        (A) দীনবন্ধু       (B) নীলদর্পণ        (C) নীলদর্শন       (D) আনন্দমঠ
109. 16 bits (বিটস) -এর সমাহারকে বলে
        (A) ওয়ার্ড       (B) নিবিল       (C) মেমরি ব্লক       (D) বাইট
110. ভারতের —— রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় ও সর্বাধিক সঞ্চিত ।
        (A) বিহার       (B) ওডিশা       (C) কর্ণাটক       (D) রাজস্থান
111. নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় ?
        (A) সুরকোটাডা        (B) লোথাল        (C) ধোলাভিরা        (D) বানওয়ালি
112. ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হয়েছেন ?
        (A) গোপাল ঝা      (B) ধর্মদেব সোলাঙ্কি        (C) সঞ্জয় কোঠারি       (D) মহেন্দ্র নাগপাল
113. একটি সুতায় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেলে
        (A) পাথরটি স্পর্শক বরাবর যাবে 
        (B) পাথরটি ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে যাবে ।
        (C) পাথরটি ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে যাবে ।
        (D) উপরের কোনোটিই নয়  
114. 'হিন্দ-হিন্দী-হিন্দুকে প্রচার করেছিলেন  ?
        (A) লালা লাজপত রাই
        (B) মদন মোহন মালব্য
        (C) শ্যামাপ্রসাদ মুখার্জী 
       (D) বাল গঙ্গাধর তিলক
115. একটি সংকেতদ্বারা DEVICE লেখা হয় BAREXA এবং ORNATE লেখা হয় ZVMESA, তাহলে VIDEO শব্দটি ওই সংকেতে কীভাবে লেখা হবে  ?
        (A) RIBAZ         (B) REBAZ        (C) RBEAZ        (D) ZABER
116. কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ?
        (A) অঙ্গ       (B) কোশল        (C) মগধ       (D) অবন্তি
117. ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এই নামেও পরিচিত :
        (A) কারাকোরাম      (B) কাশ্মীর       (C) গডউইন অস্টিন        (D) কেনিথ
118. নিম্নলিখিত কোন দেশ থেকে ভারতে সর্বাধিক পরিমাণ সোনা আমদানি করা হয়  ?
        (A) সুইৎজারল্যান্ড       (B) UAE       (C) দক্ষিণ আফ্রিকা       (D) ব্রাজিল
119. একটি বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় কোনো তরলে ভাসে । বস্তু ও তরলটিকে ঐ অবস্থায় চাঁদে নিয়ে গেলে বস্তুটি
        (A) আগের মতই ভাসতে থাকবে ।
        (B) বেশি অংশ নিমজ্জিত অবস্থায় ভাসবে ।
        (C) কম অংশ নিমজ্জিত অবস্থায় ভাসবে ।
        (D) ডুবে যাবে ।
120. অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন ?
        (A) মোতিলাল নেহেরু       (B) চিত্তরঞ্জন দাশ       (C) গান্ধীজি       (D) হসরত মোহানি
121. Coins : Mint : : Bricks : ?
        (A) Foundry        (B) Cemetery       (C) Furnace        (D) Kiln
122. পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয়
        (A) লিলুয়াকাঁচড়াপাড়া ও দমদম -এ
        (B) হিন্দমোটরকাঁচড়াপাড়া ও দুর্গাপুর -এ
        (C) চিত্তরঞ্জনহিন্দমোটর ও দুর্গাপুর -এ
        (D) খড়গপুরচিত্তরঞ্জন ও দমদম -এ
123. USB কোন ধরণের স্টোরেজ যন্ত্র ?
        (A) মুখ্য       (B) গৌণ       (C) তৃতীয় পর্যায়ক্রম       (D) উপরের কোনোটিই নয়
124. ইন্ডিয়-জর্ডন-মরক্কো ট্রেড অ্যান্ড ইকনোমিক জয়েন্ট কমিটি-এর দশম সম্মেলন অনুষ্ঠিত হল
        (A) গ্রেটার নয়ডায়        (B) নতুন দিল্লিতে        (C) ভাস্কো-দা-গামায়        (D) রামেশ্বরম-এ
125. কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন ?
        (A) ফাসিয়ান (ফা-হিয়েন)      (B) সুয়ান জাং (হিউয়েন সাঙ)      (C) মেগাস্থিনিস       (D) স্ট্রাবো
126. একটি ঘড়ি 1 ঘটিকায় 1 বার ঘন্টা বাজায়, 2 ঘটিকায় 2 বার ঘন্টা বাজায়, ….. 12 ঘটিকায় 12 বার ঘন্টা বাজায় । ঘড়িটি 2 দিনে কত বার ঘন্টা বাজায় ?
        (A) 78       (B) 264       (C) 312       (D) 444
127. কোনটি 'Social networking site' নয় ?
        (A) লিংডিইন        (B) উইঙ্ক       (C) ফেসবুক      (D) গুগুল প্লাস
128. পাশের চিত্রটি কতগুলি সরলরেখা দ্বারা গঠিত ?
                  

        (A) 11       (B) 14       (C) 16       (D) 17
129. গঙ্গা নদীর সক্রিয় ব-দ্বীপ ভারতে এই স্থানে রয়েছে
        (A) নদীয়াউত্তর চব্বিশ পরগণা ও হাওড়া
        (B) সুন্দরবন অঞ্চল
        (C) উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা
        (D) পূর্ব মেদিনীপুর ও হাওড়া
130. এদের মধ্যে কোনটি সাধারণত Android application -এর ভাষা হিসাবে ব্যবহার করা হয় ?
        (A) Java       (B) C++       (C) C       (D) PHP
131. গৌতম বুদ্ধ তাঁর বাণী কোথায় প্রথম প্রচার করেন ?
        (A) বোধগয়া       (B) শ্রাবস্তী        (C) সারনাথ        (D) বৈশালী
132. কোন ভারতীয় অর্থনীতিবিদ ভারতের কৃষিতে নারীদের অবদানের জন্য 'বালজান প্রাইজ 2017’ পুরস্কার পেয়েছেন ?
        (A) দেবিকা জৈন       (B) রোহিণী পাণ্ডে       (C) দীপালি জোশি       (D) বিণা আগরওয়াল
133. ডোগরা জাতির মানুষেরা প্রধানত এই স্থানে বসবাস করে :
        (A) পিরপাঞ্জলের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত
        (B) কাশ্মীর উপত্যকা
        (C) উত্তর কাশ্মীর সমভূমি
        (D) পুঞ্চ
134. 1916 সালে তিলক কোথায় হোমরুল লীগের প্রতিষ্ঠা করেন ?
        (A) সাতারা       (B) পুনে       (C) বেলগাঁও       (D) বেরার
135. Computer প্রোগ্রামের ত্রুটিকে বলা হয়
        (A) স্পাম        (B) ফোলিস        (C) ভাইরাস       (D) বাগস্
136. গ্রীক লেখকদের রচনায় কাকে 'স্যান্দ্রোকোট্টসবলা হয়েছে  ?
        (A) অশোক        (B) বিন্দুসার        (C) চন্দ্রগুপ্ত মৌর্য        (D) ধনানন্দ
137. নীচের সংখ্যা শ্রেণিটির লুপ্ত সংখ্যাটি কত  ?
        3, 8, 6, 14, ?, 20
        (A) 12       (B) 20      (C) 42       (D) 9
138. GNP (Gross National Product) ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না ?
        (A) সরকার দ্বারা পণ্য ক্রয়
        (B) বেসরকারি বিনিয়োগ
        (C) নাগরিকদের মাথাপিছু আয়
        (D) নীট বৈদেশিক বিনিয়োগ
139. ভারতের দ্বিতীয় জনবহুল জেলা (সেনসাস 2011) :
        (A) হাওড়া       (B) উত্তর ২৪ পরগণা      (C) পাটনা      (D) এন. সি. আর
140. ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হল
        (A) বিয়োজন       (B) হাইড্রোলাইসিস        (C) বিজারণ       (D) জারণ
141. নিম্নলিখিত কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান প্রবর্তনের ধারণা গ্রহণ করেছিলেন ?
        (A) স্বরাজ দল
        (B) 1936 -এ কংগ্রাস
        (C) 1942 -এ মুসলিম লীগ
        (D) 1946 -এ সর্বদলীয় সম্মেলন
142. ভারত ও মায়্নামারের মধ্যে —— পর্বতশ্রেণি অবস্থিত
        (A) লুসাই      (B) নামচা বারোয়া       (C) খাসি       (D) তুরা
143. রহিত এবং অক্সরের বয়সের পার্থক্য 12 বছর । তাদের উভয়ের বয়সের অনুপাত 3 : 5 তাহলে অক্সরের  বয়স কত ?
        (A) 32 বছর      (B) 24 বছর       (C) 28 বছর       (D) 30 বছর
144. কিতাব-উল-হিন্দ কার রচনা ?
        (A) আল-মাসুদি       (B) আল-বিরুনি       (C) সুলেমান       (D) ফিরদৌসি
145. ভিনিগারের রাসায়নিক নাম
        (A) সোডিয়াম নাইট্রেট       (B) লঘু অ্যাসিটিক অ্যাসিড       (C) ক্লোরাইড অফ লাইম      (D) ক্যালশিয়াম
146. নীতি আয়োগ তৈরি হয়েছে
        (A) Union Cabinet -এ প্রস্তাব পাসের দ্বারা
        (B) ভারতীয় সংবিধান সংশোধন -এর দ্বারা
        (C) (A) ও (B) উভয়ই দ্বারা 
        (D) (A) ও (B) কোনোটির দ্বারা নয় 
147. 1927 সালের সাইমন কমিশন বয়কটের কারণ হল
        (A) কমিশনে ভারতীয় কোনো মেন্বার ছিলেন না ।
        (B) ইহা মুসলিম লীগকে সমর্থন করেছিল ।
        (C) কংগ্রেস ভেবেছিল ভারতীয়রা স্বরাজের অধিকারী ।
        (D) উপরের কোনোটিই নয় 
148. রোহিলখণ্ড অঞ্চলটি এখানে অবস্থিত ।
        (A) গুজরাট সমভূমি      (B) আরাবল্লির পশ্চিম পাদদেশ     (C) উত্তর প্রদেশের উত্তরাঞ্চল       (D) বিহার
149. ভিটামিন D -এর অভাবে কী রোগ হয়
        (A) রাতকানা       (B) রিকেট        (C) স্কার্ভি       (D) চুল উঠে যাওয়া
150. কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন  ?
        (A) সমুদ্রগুপ্ত       (B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত       (C) স্কন্দগুপ্ত       (D) কুমারগুপ্ত
151. A, B, C, D, E, F, G  H এই 8 জন একটি গোল টেবিল ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে । D বসেছে F -এর বাঁদিকে দ্বিতীয় স্থানে এবং H -এর ডানদিকের তৃতীয় স্থানে । A বসেছে F -এর ডানদিকের দ্বিতীয় স্থানেতার পাশে বসেছে H, C বসেছে B -এর ডানদিকের দ্বিতীয় স্থানে এবং F রয়েছে B -এর ডানদিকের তৃতীয় স্থানে । F -এর পাশে G বসেনি । ওপরের তথ্য অনুসারে  A -এর ঠিক বাঁদিকে কে বসেছে ?
        (A) H      (B) E       (C) G       (D) B
152. 'অভিনব ভারতনামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল
        (A) ক্ষুদিরাম বোস দ্বারা       (B) ভি. ডি. সাভারকর দ্বারা       (C) প্রফুল্ল চাকী দ্বারা      (D) ভগৎ সিং দ্বারা
153. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত 'PVC' কথাটি হল
        (A) পলিভিনাইল ক্লোরাইড
        (B) পলিভিনাইল কার্বোনেট
        (C) ফসফর ভ্যানডিয়াম ক্লোরাইড
        (D) ফসফো ভিনাইল ক্লোরাইড
154. 2000 সালে নেতাজির জন্মদিন বুধবার হলেওই বছর ভারতের স্বাধীনতা দিবস কী বার পড়েছিল ?
        (A) বুধবার       (B) বৃহস্পতিবার       (C) শুক্রবার       (D) শনিবার
155. আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ
        (A) স্যাডেল শৃঙ্গ        (B) ডায়াবোল শৃঙ্গ       (C) কার নিকোবর        (D) উপরের কোনোটিই নয়
156. 'বৃহৎসংহিতাগ্রন্থের রচয়িতা কে ?
        (A) আর্যভট্ট       (B) বরাহমিহির       (C) অমরসিংহ       (D) ব্রহ্মগুপ্ত
157. কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় ?
        (A) গ্রাফাইট       (B) জীপসাম        (C) জিঙ্ক       (D) লেড
158. সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী 'forcing a person to undergo polygraph, brain mapping and narco analysis tests, as violative of
        (A) ধারা 25      (B) ধারা 20      (C) ধারা 21 এবং ধারা 20(3)      (D) ধারা 360
159. গদর দলের নেতা কে ছিলেন ?
        (A) ভগৎ সিং       (B) লালা হরদয়াল        (C) বি. জি. তিলক       (D) ভি. ডি  সাভারকর
160. ভারতে কার্স্ট ভূমিরূপ গঠিত হয়েছে
        (A) জলপাইগুড়ি জেলার বক্সা ও জয়ন্তী পাহাড় -এ
        (B) বিহারের পূর্ণিয়া জেলায়
        (C) রাজস্থানের জয়্সালমির অঞ্চল -এ
        (D) কর্ণাটকের মাইশোর পাহাড় -এ
161. নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোন দেশ ঘোষণা করেছে যে সেই দেশ সর্বপ্রথম হাইড্রোজেন বোমা পরীক্ষা করেছে ?
        (A) দক্ষিণ কোরিয়া       (B) উত্তর কোরিয়া       (C) চিন        (D) জাপান
162. কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত ?
        (A) সতীশ চন্দ্র       (B) বিপান চন্দ্র       (C) রামশরণ শর্মা       (D) অমলেশ ত্রিপাঠী
163. তনুশ্রী একজন নৃত্যশিল্পী । নৃত্যশিল্পীগন সকলেই যুবতী ।
        সিদ্ধান্ত :
        (a) সকল যুবতীই নৃত্যশিল্পী ।
        (b) সকল নৃত্যশিল্পীই যুবতী ।
        (c) তনুশ্রী যুবতী নন এবং সেইহেতু নৃত্যশিল্পী নন ।
        (d) তনুশ্রী একজন যুবতী নৃত্যশিল্পী ।
        (A) a        (B) b       (C) c       (D) d
164. সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে ?
        (A) 56       (B) 73      (C) 74      (D) 76
165. নিম্নোক্ত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে কাকে রোমান ক্যাথলিক চার্চের সন্ত করা হয় ?
        (A) দলাই লামা       (B) সিস্টার নির্মলা        (C) মাদার টেরেসা       (D) ডেশমন্ড টুটু
166. 'ডলফিন নোজগুরুত্বপূর্ণ বিশাখাপত্তনম বন্দরে
        (A) পর্যটন কেন্দ্র
        (B) পুরাতাত্ত্বিক কেন্দ্র
        (C) জাহাজ শিল্প উন্নতি ও বন্দরের জন্য প্রাকৃতিক ঢাল
        (D) বন্দরের মাল পারাপারের জন্য রোপওয়ে
167. কে 'গঙ্গাইকোণ্ডচোল'  উপাধি ধারণ করেন  ?
        (A) প্রথম রাজেন্দ্র      (B) প্রথম রাজরাজ       (C) প্রথম রাজাধিরাজ      (D) প্রথম কুলোতুঙ্গ
168. সূর্যাস্তের পূর্বে একদিন সায়াহ্নে দুই বন্ধু অজয় এবং অমল মুখোমুখি হয়ে পরস্পরের সঙ্গে কথা বলেছিল । যদি অমলের প্রতিবিম্ব ঠিক তার ডানদিকে পড়েতাহলে অজয় কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল ?
        (A) উত্তর       (B) দক্ষিণ       (C) পশ্চিম      (D) উপরের কোনোটিই নয়
169. 'আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ানরাইটিং অন ইন্ডিয়ান হিস্ট্রিকালচার অ্যান্ড আইডেন্টিটি'— গ্রন্থটির লেখক কে ?
        (A) নীরদ সি. চৌধুরী      (B) অমিত চৌধুরী       (C) অমর্ত্য সেন        (D) অরুন্ধতী রায়
170. Financial inclusion রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুসারে বোঝায়
        (A) নতুন অন্তর্ভুক্ত গ্রাহকদের বর্ধিত গ্রাহক সুরক্ষা
        (B) সহজলভ্য এবং দ্রুত অভিযোগ প্রশমিত ব্যবস্থা
        (C) Financial literacy -র জন্য বর্ধিত প্রচেষ্টা
        (D) উপরের সবগুলি
171. ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি
        (A) আন্দামান দ্বীপ       (B) নিকোবর দ্বীপ      (C) ব্যারন দ্বীপ        (D) পাম্বন দ্বীপ
172. কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
        (A) ফজলুল হক       (B) জাফর আলি খান       (C) আল্লাহ বক্স       (D) করম শাহ
173. ২০১৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপক কে ?
        (A) সলমন রুশদি       (B) অমিতাভ ঘোষ       (C) কাজুও ইশিগুরো      (D) পাউলো কোয়েলহো
174. কে চাহলগামী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন  ?
        (A) গিয়াসুদ্দিন বলবন       (B) ইলতুৎমিস        (C) আলাউদ্দিন খলজি       (D) মহম্মদ বিন তুঘলক
175. ‘Back to Vedas’ এই স্লোগান কে প্রবর্তন করেন ?
        (A) লালা হংসরাজ        (B) পণ্ডিত গুরুদত্ত       (C) স্বামী দয়ানন্দ সরস্বতী       (D) লালা লাজপত রাই
176. একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 20 মিনিটে ও 30 মিনিটে ভরতি হয় । দুটি নলই একসাথে খুলে দেওয়া হলপ্রথম নলটি কখন বন্ধ করতে হবে যাতে চৌবাচ্চাটি 10 মিনিট বেশি সময় নিয়ে ভরতি হয় ?
        (A) 8 মিনিট       (B) 9 মিনিট       (C) 10 মিনিট       (D) 12 মিনিট
177. নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের দ্বিতীয় সভার গুরুত্ব দেওয়া হয়
        (A) দারিদ্র দূরীকরণ
        (B) state units সকল উন্নয়ন মূলক প্রচেষ্টার আলোকপ্রাপ্ত হবে
        (C) বকেয়া project শেষ করতে হবে
        (D) (A) ও (B) উভয়ই
178. কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন ?
        (A) ফিরোজ শাহ তুঘলক      (B) মহম্মদ বিন তুঘলক      (C) আলাউদ্দিন খলজি     (D) সিকান্দার লোদি
179. ২০১৭ সালের ১৬ই নভেম্বর থেকে ২০ নভেম্বর কী নাম 'শিশু অধিকার দিবসপালিত হয় ?
        (A) সমর্থ২০১৭       (B) সমৃদ্ধি২০১৭       (C) হউসলা২০১৭       (D) হুনার২০১৭
180. ভারতের সবুজ বিপ্লব রূপায়িত হয়েছে জেলা অনুযায়ী —— প্রয়োগের মাধ্যমে ।
        (A) IADA (Intensive Agricultural District Programme)
        (B) IAAP(Intensive Agricultural Area Programme)
        (C) IADA and IAAP
        (D) উপরের কোনোটিই নয়
181. 'গোলামগিরিগ্রন্থটি কে লেখেন  ?
        (A) স্যার সৈয়দ আহমেদ খান      (B) রামমোহন রায়       (C) জ্যোতিবা ফুলে      (D) বি. আর. আম্বেদকার
182. যদি, Squint : Eye, তাহলে Squeeze : ?
        (A) Tongue        (B) Cloth       (C) Throat       (D) Hand
183. কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয় -এ অন্তর্ভুক্ত নহে
        (A) প্রতিরক্ষা ব্যয়
        (B) Economic Service -এর উপর ব্যয়
        (C) Social এবং Community Services -এর উপর ব্যয়
        (D) রাজ্যগুলিকে অনুদান
184. ২০১৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন ?
        (A) মনোজ কুমার       (B) দিলীপ কুমার       (C) অমিতাভ বচ্চন       (D) বিনোদ খান্না
185. নিউ দিল্লিতে ‘Ring Road’ -এর গুরুত্ব :
        (A) শহরের প্রধান চৌরাস্তাকে অতিক্রম করা
        (B) ভারী যানবাহনকে শহরের কেন্দ্রে ঢুকতে হয় না
        (C) (A) ও (B) দুটিই
        (D) উপরের কোনোটিই নয়
186. নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন-ই-ইলাহি / তৌহিদ-ই-ইলাহিতে যোগ দেন  ?
        (A) মন সিংহ       (B) টোডরমল        (C) ভগবন্ত দাস       (D) বীরবল
187. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ?
        (A) আবুল কালাম আজাদ       (B) সৈয়দ আহমেদ খান        (C) বদ্রুদ্দিন তৈয়াবজি       (D) ফজলুল হক
188. ২০১৬ সালে দেশের মধ্যে বিদেশি ও অন্তর্দেশীয় ট্যুরিস্ট স্থানগুলির মধ্যে কোন রাজ্য সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যুরিস্ট স্থান হিসাবে স্বীকৃতি পেয়েছে ?
        (A) গোয়া      (B) উত্তর প্রদেশ       (C) মহারাষ্ট্র      (D) তামিলনাড়ু
189. P, Q অপেক্ষা 60% বেশি এবং R অপেক্ষা 30% বেশি । Q এবং R অনুপাত —
        (A) 1 : 2       (B) 2 : 1       (C) 13 : 16       (D) 16 : 13
190. বর্তমানে কেন্দ্রীয় সরকার সারা ভারতে JNNURM প্রকল্প দ্বারা .
        (A) শহরের পরিবহন উন্নয়নে অর্থ সাহায্য করে ।
        (B) গ্রামের পরিবহন উন্নয়নে অর্থ সাহায্য করে ।
        (C) শহর ও গ্রামে অর্থ সাহায্য করে পরিবহনবস্তি উন্নয়ন ও পরিবেশ রক্ষার জন্য ।
        (D) সীমিত অর্থ সাহায্য করে গ্রামের রাস্তা উন্নতির জন্য ।
191. হিন্দু নারীদের ‘সতী’ প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয় ?
        (A) জাহাঙ্গীর      (B) শাহজাহান       (C) আকবার       (D) ঔরঙ্গজেব
192. নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে সিঙ্গাপুরের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন ?
        (A) লি বিন অয়াহ      (B) রাহায়ু মাজাম       (C) হালিমা ইয়াকুব      (D) সেলিমা কোমোর
193. একজন অসৎ ব্যবসায়ী তার বেঠিক মাপ দ্বারা বিক্রেতা এবং ক্রেতা উভয়কেই 20% প্রতারিত করে । তার প্রকৃত লাভের শতকরা হার
        (A) 20%        (B) 40%        (C) 44%        (D) 50%
194. ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তর -এর জন্য 1946 সালে “Break down plan” প্রস্তাব করেন
        (A) উইনস্টন চার্চিল       (B) ভাইসরয় লর্ড ওয়াভেল        (C) লর্ড মাউন্টব্যাটন       (D) ক্লিমেন্ট অ্যাটলি
195. পশ্চিমবঙ্গের 'Dry Port’ -এর অবস্থান হল
        (A) কলকাতা       (B) হলদিয়া       (C) কলকাতাহলদিয়া ও দিঘা       (D) কলকাতা ও হলদিয়া
196. নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোন দেশ চিরাচরিত জাতীয় বস্ত্র ও সংকৃতির প্রতি দেশবাসীকে অনুগত রাখার জন্যে আইন তৈরি করেছে ?
        (A) তাজাকিস্তান       (B) উজবেকিস্তান        (C) সিরিয়া        (D) আফগানিস্তান
197. কে কুতুব মিনার নির্মাণকার্য সমাপ্ত করেন ?
        (A) কুতুবুদ্দিন বখতিয়ার কাকী       (B) নাসিরুদ্দিন কুবাচা        (C) ইলতুৎমিস       (D) Qকুতুবুদ্দিন আইবক
198. একটি মিশ্রণে প্রথম ও দ্বিতীয় তরলের অনুপাত 2 : 3 এবং অন্য একটি মিশ্রণে ঐ দুই তরলের অনুপাত 5 : 4   এই দুই মিশ্রণ কী অনুপাতে মিশ্রণ করলে নতুন মিশ্রণে উহাদের অনুপাত সমান হবে ?
        (A) 2 : 5       (B) 3 : 7        (C) 5 : 9      (D) 9 : 11
199. একটি ঘড়ি দেওয়ালে টাঙানো আছে এবং সময় নির্দেশ করছে 4.25 মিনিট । ঠিক বিপরীত দেওয়ালে টাঙানো একটি সাধারণ দর্পণে তার প্রতিফলিত বিম্বে সময় দেখাবে
        (A) 8.35       (B) 7.25       (C) 7.35       (D) 8.25
200. বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে সরকারি-বেসরকারি উদ্যোগের সূচনায় অনুমোদন দান করে কোন রাজ্য সরকারবেসরকারি মালিকদের সরকারি বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পথ খুলে দিয়েছে ?
        (A) তামিলনাড়ু       (B) বিহার       (C) কেরল        (D) রাজস্থান

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Fundamental right in Bengali | মৌলিক অধিকার

Fundamental right বা মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের part 3 এর article 12 থেকে article 35 এর মধ্যে আছে। মৌলিক অধিকারের ধারণা US Constitution থেকে নেওয়া হয়েছে।  ভারতীয় সংবিধানে বর্তমানে ছয়টি মৌলিক অধিকার আছে। যে গুলি হল, Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) Right to freedom বাক স্বাধীনতার অধিকার (article 19 থেকে 22) Right against exploitation বা শোষণের বিরুদ্ধে অধিকার (article 23 থেকে 24) Right to freedom of religion বা ধর্মীয় স্বাধীনতা (article 25 থেকে 28) Cultural and educational rights বা শিক্ষা ও সংস্কৃতির অধিকার (article 29 থেকে 30) Right to constitutional remedies বা সাংবিধানিক প্রতিকারের অধিকার (article 32) 1978 খ্রিস্টাব্দের আগে right to property বা সম্পত্তির অধিকার ও একটি fundamental right বা মৌলিক অধিকার ছিল কিন্তু 1978 সালে 44 তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে legal right বানানো হয় যা বর্তমানে article 300A যে আছে। Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) -  Article 14 -...

ভারতীয় রাজনীতিতে গান্ধীজীর উত্থান

গান্ধীজীর উত্থান ব্রিটেন থেকে ওকালতি পড়ে এসে গান্ধীজী 1898 সালে সাউথ আফ্রিকাতে যান। সেখানে তিনি দাদা আব্দুল্লাহর কেসের জন্য গেলেও সেখানকার নিপীড়িত ভারতীয়দের দেখে তাদের সাহায্য করার জন্য 22 বছর সাউথ আফ্রিকা তে থাকেন। এরমধ্যে গান্ধীজীর প্রতিবাদের দুটি ধারা দেখা যায়। গান্ধীজীর প্রতিবাদের নরমপন্থী ভাগ (1894-1906) দক্ষিণ আফ্রিকায় গিয়ে গান্ধীজী প্রথমে নরমপন্থী দের মত সরকারকে প্রেয়ার এবং পিটিশন দেওয়া শুরু করে এই আশায় যে যেহেতু আফ্রিকা ও ব্রিটিশ সাম্রাজ্যের অংশ সেই হিসাবে সেখানকার বসবাসকারী ভারতীয়রা ব্রিটেনের নাগরিক এবং ব্রিটিশ সরকার তাদের দুর্দশা দেখলে তাদের সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করবে।  প্যাসিভ রেজিস্টেন্স বা সত্যাগ্রহী ভাগ (1906-1914) নরমপন্থী ভাবধারায় কাজ না হওয়ায় গান্ধীজি প্যাসিভ রেজিস্টেন্স এর দিকে চলে যায় যাকে তিনি সত্যাগ্রহ বলেন। তিনি প্রথম সত্যাগ্রহ করেন দক্ষিণ আফ্রিকায় থাকা ভারতীয়দের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে। এখানে ব্রিটিশ সরকার দ্বারা বলা হয়েছিল যে সমস্ত ভারতীয়রা দক্ষিণ আফ্রিকায় থাকে তাদেরকে আঙ্গুলের ছাপ দেওয়া একটি কার্ড নিয়ে ঘুরত...

ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন এবং নরমপন্থীদের যুগ

সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু এবং এও হিউম এর প্রচেষ্টায় 1 885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে যার সভাপতিত্ব করেন উমেশচন্দ্র ব্যানার্জি । জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য এবং কর্মসূচি- একটি সর্বভারতীয় জাতীয় আন্দোলন গঠন করা। ভারতবাসীদের রাজনৈতিকভাবে শিক্ষিত করা। সর্বভারতীয় গণআন্দোলনের জন্য একটি মুখ্য কার্যালয় স্থাপন করা। ভারতের বিভিন্ন অঞ্চলের দেশ ভক্তির মধ্যে ব্যক্তিগত যোগাযোগ এবং সৌজন্যে স্থাপন করা। সরকারের সামনে জনপ্রিয় দাবিগুলোকে তুলে ধরা। দেশাত্মবোধ জাগানো। নরমপন্থী দের যুগ (1885-1905) জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতাদের ব্রিটিশ সরকারকে কিছু জানাতে হলে প্রিয়ার এবং পিটিশনের সাহায্য নিতেন এবং কনস্টিটিউশনাল রিফর্ম দাবি জানাতেন। তারা সরাসরি কোনো গণ আন্দোলনের পথে অগ্রসর হতে না। এই সময়কার কিছু গুরুত্বপূর্ণ নরমপন্থী নেতার নাম হল- দাদাভাই নওরোজি, ফিরোজশাহ মেহেতা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র ব্যানার্জি ইত্যাদি। ভারতীয় জাতীয়তার নরমপন্থীদের অবদান...