সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

How many Indian soldiers to be a part/member of Indian Congress Party?

No one. Any Indian soldiers who currently serve the nation is not allowed to associate with any political party.  Actually, to form or join in a political party is a fundamental rights of Indian citizens which is given in Article-19 of Part-3 of Indian Constitution (Right to Association). But it is also given in Article- 33 of Indian Constitution that Parliamen can restrict or abrogate some fundamental rights of the personel of arm forces to maintain discipline. For this reson no Indian Soldiers is apa member of Indian Congress Party.

WBPSC Miscellaneous result 2018

সম্প্রতি WBPSC Miscellaneous mains 2018 এর রেজাল্ট পাবলিশ করেছে। এই রেজাল্টটার জন্য পরীক্ষার্থীদের মধ্যে অনেকদিন ধরেই অপেক্ষা ছিল কারণ 2018 সালের মিসলেনিয়াস পরীক্ষার মেন্স এর রেজাল্ট না দিয়েই WBPSC 2019 সালের মিসলেনিয়াসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে নিয়েছিল। অবশেষে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন PSC Miscellaneous 2018 এর mains এর রেজাল্ট পাবলিশ করেছে যাতে তারা 1551 টি পোস্টের জন্য সর্বমোট 3920 জনকে পার্সোনালিটি টেস্ট এর জন্য ডেকেছে। যদিও পার্সোনালিটি টেস্ট এর ডেট এখনো পর্যন্ত জানানো হয়নি। WBPSC MISCELLANEOUS MAINS 2018 এর cut off নিচে দেওয়া হল,  Total marks  450  UR/General  243  OBC-A  215  OBC-B  225  SC  203  ST  195  PH  173  MSP  118 PSC 1551 গুলি পদের যে ব্রেকডাউন টি দিয়েছে সেটা নিচে দেওয়া হল,  আপনারা যদি গোটা PDF টা দেখতে চান যেটা WBPSC পাবলিশ করেছে, তাহলে নিচে দেওয়া লিংকটিতে ক্লিক    করে দেখতে পারেন। WBPSC MISCELLANEOUS 2018 MAINS RESULT OFFICIAL PDF  

NCERT Class 6 | Chapter 9 | The living organism characteristics and habitats in Bengali

আলাদা আলাদা habitats এ আলাদা আলাদা রকমের জীব পাওয়া যায়। যারা সেই কন্ডিশনে বেঁচে থাকার জন্য উপযুক্ত। যেমন- মরুভূমিতে উট এবং সমুদ্রে মাছ থাকে। কি কি বিষয় মরুভূমিতে উটকে বেঁচে থাকতে সাহায্য করে ? মরুভূমিতে দিনে প্রচণ্ড গরম পরে আর রাতে খুবই ঠাণ্ডা পড়ে এবং মরুভূমিতে জল খুবই অল্প মাত্রায় উপস্থিত। মরুভূমির গরম বালি থেকে বাঁচার জন্য উটের পা অনেক লম্বা হয়। উট খুব কম মূত্র ত্যাগ করে, উটের মল ও একদম শুকনো হয় এবং উটের দেহে ঘাম ও হয় না। এইভাবে উট নিজের দেহের থেকে খুব কম মাত্রায় জল পরিত্যাগ করে বহুদিন পর্যন্ত মরুভূমিতে জল ছাড়া থাকতে পারে। কি কি বিষয়ে মাছকে জলে থাকতে সাহায্য করে? মাছের দেহ স্ট্রিমলাইন সেপের, তাদের গায়ে পিচ্ছিল আশ থাকে যা তাদের জলজ পরিবেশে থাকতে সাহায্য করে। তাদের লেজ ও পাখনা যথাক্রমে সাঁতার কাটতে এবং দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাদের ফুলকা (gill) জল থেকে অক্সিজেন সংগ্রহ করতে সাহায্য করে। অভিযোজন (Adaptation) - যে সমস্ত প্রাকৃতিক বৈশিষ্ট্য কোন একটি জীবকে তার বসতি স্থলে (habitats) বেঁচে থাকতে সাহায্য করে। সেই বৈশিষ্ট্য গুলিকে অভিযোজন বা এডাপটেশন বলে। অভ...

NCERT Class 6 | Chapter 7&8 | Getting to know Plants & Body movement summary in Bengali

Herbs- যে সমস্ত উদ্ভিদের কান্ড সবুজ ও নরম হয় তাদের হারবস বলে। এই উদ্ভিদ গুলির উচ্চতা সাধারণত কম হয় এবং এদের শাখা-প্রশাখা নাও থাকতে পারে। Shrubs- কিছু উদ্ভিদ আছে যাদের কান্ড শক্ত কিন্তু চওড়া না এবং কাণ্ডের নিচের দিক থেকেই শাখা-প্রশাখা বের হয়। এদের উচ্চতা বেশি হয় না। Tree- যে সমস্ত উদ্ভিদের কান্ড শক্ত এবং চওড়া, উচ্চতা অনেক বেশি এবং শাখা-প্রশাখা মাটির থেকে অনেক ওপরে থাকে, তাদের গাছ বলে। যে সমস্ত উদ্ভিদের কান্ড শক্ত না এবং যারা সোজা দাঁড়াতে পারে না মাটিতেই বড় হয় (যেমন- লাউ, কুমড়ো গাছ) তাদের creepers বলে। Leaf- পাতার যে অংশটা কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, তাকে Petiole বলে। এবং বড় সবুজ অংশটিকে Lamina বলে। মূল মাটি থেকে জল ও মিনারেল শোষণ করে যা কার্ডের মাধ্যমে পাতায় পৌঁছায় এবং সেখানে খাদ্য তৈরি হয়। সেই খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে জমা থাকে যাদের আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। বিভিন্ন উদ্ভিদের মূলকেও আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। যেমন- গাজর, মুলো, মিষ্টি আলু, শালগম ইত্যাদি। Flower- ফুলের সব থেকে সুন্দর বড় অংশটা হলো পাপ্রি বা Petals। পাপড়ির নিচে যে সবুজ রঙের ছোট পাতার মতো অংশ থাক...

NCERT Class 6 | Chapter 5&6 | Separation Of Substances & Changes Around Us Summary In Bengali

Separation Of Substances Hand picking- যখন কোন impunity এর সাইজ একটু বড় হয় এবং সেটা কম পরিমাণে থাকে তখন হ্যান্ড পিন্টিং পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন- চালের থেকে পাথর বাছা। Thrashing- দানাশস্য ছাড়াতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন ধান গাছ থেকে ধান ছাড়াতে। ধান গাছ শুকিয়ে গেলে ধানের আঁটি গুলিকে কোন একটি শক্ত পাটাতনে বাড়ি দিলে ধান গুলো আলাদা হয়ে যায়। এই পদ্ধতিকে থ্রাশিং বলা হয়। আগে এটি হাতে করা হতো এখন মেশিনেও করা হয়। Winnowing- যখন কোন মিক্সচারে একটি হালকা এবং একটি ভারী বস্তু থাকে এবং তাদের পার্টিকেল সাইজ এত ছোট হয় যে হ্যাকিং পদ্ধতি ব্যবহার করা যায় না তখন উইনোয়িং পদ্ধতি ব্যবহার করা হয়। ধানের থেকে তুষ আলাদা করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। এখানে কৃষক একটি ফাঁকা মাঠে কিছুটা জায়গায় প্লাস্টিক ছড়িয়ে একটু উঁচু স্থানে উঠে ধান সমেত তুষ আস্তে আস্তে ফেলতে থাকে। ধান ভারী হওয়ায় নিচে পাতা প্লাস্টিকে পড়ে এবং তুষ হালকা হওয়ায় ধান থেকে কিছুটা দূরে গিয়ে পড়ে। Sieving- এই পদ্ধতি ব্যবহার করা হয় যখন ইম্পিউরিটি ও বস্তুর পার্টিক্যাল সাইজের পার্থক্য থাকে তবে ওজন...

NCERT Class 6 | Chapter 3&4 | Fibre to Fabric & Sorting Materials into Groups in Bengali

 Yarn- একটি কাপড়ের টুকরো একদম কনের যে সুতোটা বের হয়ে থাকে তাকে ইয়ার্ন বল। Fibre- ইয়ার্ন তৈরি হয় ফাইবার দিয়ে। ফাইবারের প্রকারভেদ Cotton- কালো মাটি ও উষ্ণ জলবায়ু অঞ্চলে কার্পাস চাষ হয়। Cotton থেকে বীজ ছাড়ানোর পদ্ধতিকে ginning বলে। Jute- পাট পশ্চিমবঙ্গ, বিহার ও আসামে বর্ষাকালে লাগানো হয়। পাট গাছের কান্ড (পাটকাঠি) জলে থাকতে থাকতে পচে যায় আর এরপর ফাইবারটি খুলে নেওয়া হয়। তারপর ফাইবার থেকে ইয়ার্ন বানানো হয়। Fibres থেকে yarn বানানোর পদ্ধতিকে spinning বলা হয়। স্পিনিং এর জন্য চরকা ও টাকলি নামক যন্ত্রের ব্যবহার করা হয়। খাদিকে জনপ্রিয় করতে ভারত সরকার 1956 সালে khadi and Village Industries Commission শুরু করে। 2 টি ইয়ার্ন এর সেট দিয়ে loom এ ফেব্রিক বানানোর পদ্ধতিকে weaving বলে। আর একটি পদ্ধতিতে ইয়ার্ন থেকে ফেব্রিক বানানো যায় যেটি হল knitting । Knitting ও weaving এই দুই পদ্ধতিতেই ইয়ার্ন থেকে ফেব্রিক বানানো যায় তবে এর মূল পার্থক্য হল knitting এ কেবলমাত্র একটি ইয়ার্ন দরকার হয় (যেমন উল দিয়ে সোয়েটার বোনা) কিন্তু weaving এ 2 সেট ইয়ার্ন লাগে...

NCERT Class 6 | Science | Chapter 1&2 | Food: Where does it come from? & Components of food in Bengali

   Food: Where Does it Come From?   আমরা প্রতিদিন যে সকল খাবার খাই তার দুটি উৎস আছে,  উদ্ভিজ্জ উৎস প্রাণিজ উৎস উদ্ভিজ্জ উৎস- চাল, ডাল, আটা, ফল, সবজি ইত্যাদি। প্রাণিজ উৎস- দুধ, ডিম, মাছ, মাংস ইত্যাদি। Herbivorous- যে সমস্ত প্রাণী শুধুমাত্র উদ্ভিদ বা উদ্ভিজ্জ খাদ্যগ্রহণ করে তাদেরকে হারভিভোরাস বলা হয়। যেমন- গরু, ছাগল ইত্যাদি। Carnivorous-  যে সমস্ত প্রাণী শুধুমাত্র প্রাণিজ খাদ্যগ্রহণ করে তাদেরকে কার্নিভোরাস বলা হয়। যেমন- বাঘ, সিংহ ইত্যাদি। Omnivorous-  যে সমস্ত প্রাণী উদ্ভিজ্জ ও প্রাণিজ উভয় প্রকার খাদ্যগ্রহণ করে তাদেরকে অমনিভোরাস বলা হয়। যেমন- মানুষ, কুকুর ইত্যাদি। Components of Foods আমরা ভারতের যেকোনো স্থানেই থাকি না কেন আমাদের প্রতিদিনের খাওয়ারে কমপক্ষে একটি করে grain বা দানাশস্য জাতীয় খাদ্য থাকে। এর সাথে ডাল বা মাছ, মাংস, ডিম জাতীয় কোন খাওয়ার এবং তার সাথে শাক বা সবজি থাকে। এরকম খাদ্য খাওয়ার কারণ হলো আমাদের শরীরের সুস্থ স্বাভাবিক বৃদ্ধির জন্য আলাদা আলাদা nutrient ( পুষ্টি দ্রব্য ) এর দরকার হয়। আমাদের শরী...