সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

NCERT Class 6 | Chapter 5&6 | Separation Of Substances & Changes Around Us Summary In Bengali



Separation Of Substances
Hand picking- যখন কোন impunity এর সাইজ একটু বড় হয় এবং সেটা কম পরিমাণে থাকে তখন হ্যান্ড পিন্টিং পদ্ধতি ব্যবহার করা হয়।
যেমন- চালের থেকে পাথর বাছা।
Thrashing- দানাশস্য ছাড়াতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন ধান গাছ থেকে ধান ছাড়াতে।
ধান গাছ শুকিয়ে গেলে ধানের আঁটি গুলিকে কোন একটি শক্ত পাটাতনে বাড়ি দিলে ধান গুলো আলাদা হয়ে যায়। এই পদ্ধতিকে থ্রাশিং বলা হয়। আগে এটি হাতে করা হতো এখন মেশিনেও করা হয়।
Winnowing- যখন কোন মিক্সচারে একটি হালকা এবং একটি ভারী বস্তু থাকে এবং তাদের পার্টিকেল সাইজ এত ছোট হয় যে হ্যাকিং পদ্ধতি ব্যবহার করা যায় না তখন উইনোয়িং পদ্ধতি ব্যবহার করা হয়।
ধানের থেকে তুষ আলাদা করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়।

এখানে কৃষক একটি ফাঁকা মাঠে কিছুটা জায়গায় প্লাস্টিক ছড়িয়ে একটু উঁচু স্থানে উঠে ধান সমেত তুষ আস্তে আস্তে ফেলতে থাকে। ধান ভারী হওয়ায় নিচে পাতা প্লাস্টিকে পড়ে এবং তুষ হালকা হওয়ায় ধান থেকে কিছুটা দূরে গিয়ে পড়ে।
Sieving- এই পদ্ধতি ব্যবহার করা হয় যখন ইম্পিউরিটি ও বস্তুর পার্টিক্যাল সাইজের পার্থক্য থাকে তবে ওজন এত কম না যে উইনিং পদ্ধতি কাজে লাগানো যায়।
যেমন- বালি চালা।
Sedimentation- কোন পাত্রে চাল নিয়ে তাতে জল ঢাললে চাল নিচে থিতিয়ে পরে এবং ওপরে জল থেকে যায় এই পদ্ধতিকে সেডিমেন্টেশন বলে।
উপরের জলটিতে ধূলিকণা ও অন্যান্য হালকা অশুদ্ধি থাকে। পাত্রটিকে হালকা করে হেলিয়ে ওই অস্বচ্ছ জলকে ফেলার পদ্ধতিকে বলে decantation।
Sedimentation এর আরেকটি উদাহরণ হল, ধূলিকণা মিশ্রিত জলকে একটি কাঁচের গ্লাসের রেখে দিলে দেখা যায় কিছুক্ষণ পর ধূলিকণা গুলি গ্লাসের নিচে পড়ে এবং ওপরে শুধুমাত্র জল থেকে যায়।
Filtration- কোন তরল পদার্থের অদ্রবণীয় অশুদ্ধি কে তরল থেকে আলাদা করার পদ্ধতিকে ফিল্ট্রেশন বলে।
Evaporation- লবণ জলের মিশ্রণ থেকে লবণ কি আলাদা করতে এই পদ্ধতির ব্যবহার করা হয়।
Evaporation পদ্ধতিতেই সমুদ্রের জল থেকে লবন উৎপন্ন হয়।
Condensation- জলীয় বাষ্পকে পুনরায় জলে পরিণত করার পদ্ধতিকে কনডেনসেশন বলে।
The process of separating mixture of sand and salt

Saturated- একটি গ্লাসে জল নিয়ে তার মধ্যে লবণ মেশান শুরু করলে একটি নির্দিষ্ট পরিমাণ লবণ মেশান পরে আর লবণ ঐ জলে মিশ্রিত হয়না। এই অবস্থাকে সেচুরেশন বা সম্পৃক্ততা বলে।
সাধারণ অবস্থায় জলে যতটা লবণ দ্রবীভূত হলে লবণ জল টি সম্পৃক্ত হয় ওই জল কে গরম করলে তাতে আরো লবণ দ্রবীভূত করা যায়।
জলে আলাদা আলাদা পদার্থ আলাদা আলাদা মাত্রায় দ্রবীভূত হয়।
Change Around Us-
আমাদের চারপাশে যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলি দুই রকমের। Reversible ও Irreversible।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Fundamental right in Bengali | মৌলিক অধিকার

Fundamental right বা মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের part 3 এর article 12 থেকে article 35 এর মধ্যে আছে। মৌলিক অধিকারের ধারণা US Constitution থেকে নেওয়া হয়েছে।  ভারতীয় সংবিধানে বর্তমানে ছয়টি মৌলিক অধিকার আছে। যে গুলি হল, Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) Right to freedom বাক স্বাধীনতার অধিকার (article 19 থেকে 22) Right against exploitation বা শোষণের বিরুদ্ধে অধিকার (article 23 থেকে 24) Right to freedom of religion বা ধর্মীয় স্বাধীনতা (article 25 থেকে 28) Cultural and educational rights বা শিক্ষা ও সংস্কৃতির অধিকার (article 29 থেকে 30) Right to constitutional remedies বা সাংবিধানিক প্রতিকারের অধিকার (article 32) 1978 খ্রিস্টাব্দের আগে right to property বা সম্পত্তির অধিকার ও একটি fundamental right বা মৌলিক অধিকার ছিল কিন্তু 1978 সালে 44 তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে legal right বানানো হয় যা বর্তমানে article 300A যে আছে। Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) -  Article 14 -...

ভারতীয় রাজনীতিতে গান্ধীজীর উত্থান

গান্ধীজীর উত্থান ব্রিটেন থেকে ওকালতি পড়ে এসে গান্ধীজী 1898 সালে সাউথ আফ্রিকাতে যান। সেখানে তিনি দাদা আব্দুল্লাহর কেসের জন্য গেলেও সেখানকার নিপীড়িত ভারতীয়দের দেখে তাদের সাহায্য করার জন্য 22 বছর সাউথ আফ্রিকা তে থাকেন। এরমধ্যে গান্ধীজীর প্রতিবাদের দুটি ধারা দেখা যায়। গান্ধীজীর প্রতিবাদের নরমপন্থী ভাগ (1894-1906) দক্ষিণ আফ্রিকায় গিয়ে গান্ধীজী প্রথমে নরমপন্থী দের মত সরকারকে প্রেয়ার এবং পিটিশন দেওয়া শুরু করে এই আশায় যে যেহেতু আফ্রিকা ও ব্রিটিশ সাম্রাজ্যের অংশ সেই হিসাবে সেখানকার বসবাসকারী ভারতীয়রা ব্রিটেনের নাগরিক এবং ব্রিটিশ সরকার তাদের দুর্দশা দেখলে তাদের সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করবে।  প্যাসিভ রেজিস্টেন্স বা সত্যাগ্রহী ভাগ (1906-1914) নরমপন্থী ভাবধারায় কাজ না হওয়ায় গান্ধীজি প্যাসিভ রেজিস্টেন্স এর দিকে চলে যায় যাকে তিনি সত্যাগ্রহ বলেন। তিনি প্রথম সত্যাগ্রহ করেন দক্ষিণ আফ্রিকায় থাকা ভারতীয়দের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে। এখানে ব্রিটিশ সরকার দ্বারা বলা হয়েছিল যে সমস্ত ভারতীয়রা দক্ষিণ আফ্রিকায় থাকে তাদেরকে আঙ্গুলের ছাপ দেওয়া একটি কার্ড নিয়ে ঘুরত...

ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন এবং নরমপন্থীদের যুগ

সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু এবং এও হিউম এর প্রচেষ্টায় 1 885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে যার সভাপতিত্ব করেন উমেশচন্দ্র ব্যানার্জি । জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য এবং কর্মসূচি- একটি সর্বভারতীয় জাতীয় আন্দোলন গঠন করা। ভারতবাসীদের রাজনৈতিকভাবে শিক্ষিত করা। সর্বভারতীয় গণআন্দোলনের জন্য একটি মুখ্য কার্যালয় স্থাপন করা। ভারতের বিভিন্ন অঞ্চলের দেশ ভক্তির মধ্যে ব্যক্তিগত যোগাযোগ এবং সৌজন্যে স্থাপন করা। সরকারের সামনে জনপ্রিয় দাবিগুলোকে তুলে ধরা। দেশাত্মবোধ জাগানো। নরমপন্থী দের যুগ (1885-1905) জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতাদের ব্রিটিশ সরকারকে কিছু জানাতে হলে প্রিয়ার এবং পিটিশনের সাহায্য নিতেন এবং কনস্টিটিউশনাল রিফর্ম দাবি জানাতেন। তারা সরাসরি কোনো গণ আন্দোলনের পথে অগ্রসর হতে না। এই সময়কার কিছু গুরুত্বপূর্ণ নরমপন্থী নেতার নাম হল- দাদাভাই নওরোজি, ফিরোজশাহ মেহেতা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র ব্যানার্জি ইত্যাদি। ভারতীয় জাতীয়তার নরমপন্থীদের অবদান...