সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

How many Indian soldiers to be a part/member of Indian Congress Party?

No one. Any Indian soldiers who currently serve the nation is not allowed to associate with any political party. 
Actually, to form or join in a political party is a fundamental rights of Indian citizens which is given in Article-19 of Part-3 of Indian Constitution (Right to Association).
But it is also given in Article- 33 of Indian Constitution that Parliamen can restrict or abrogate some fundamental rights of the personel of arm forces to maintain discipline.

For this reson no Indian Soldiers is apa member of Indian Congress Party.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Fundamental right in Bengali | মৌলিক অধিকার

Fundamental right বা মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের part 3 এর article 12 থেকে article 35 এর মধ্যে আছে। মৌলিক অধিকারের ধারণা US Constitution থেকে নেওয়া হয়েছে।  ভারতীয় সংবিধানে বর্তমানে ছয়টি মৌলিক অধিকার আছে। যে গুলি হল, Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) Right to freedom বাক স্বাধীনতার অধিকার (article 19 থেকে 22) Right against exploitation বা শোষণের বিরুদ্ধে অধিকার (article 23 থেকে 24) Right to freedom of religion বা ধর্মীয় স্বাধীনতা (article 25 থেকে 28) Cultural and educational rights বা শিক্ষা ও সংস্কৃতির অধিকার (article 29 থেকে 30) Right to constitutional remedies বা সাংবিধানিক প্রতিকারের অধিকার (article 32) 1978 খ্রিস্টাব্দের আগে right to property বা সম্পত্তির অধিকার ও একটি fundamental right বা মৌলিক অধিকার ছিল কিন্তু 1978 সালে 44 তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে legal right বানানো হয় যা বর্তমানে article 300A যে আছে। Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) -  Article 14 -...

ভারতীয় রাজনীতিতে গান্ধীজীর উত্থান

গান্ধীজীর উত্থান ব্রিটেন থেকে ওকালতি পড়ে এসে গান্ধীজী 1898 সালে সাউথ আফ্রিকাতে যান। সেখানে তিনি দাদা আব্দুল্লাহর কেসের জন্য গেলেও সেখানকার নিপীড়িত ভারতীয়দের দেখে তাদের সাহায্য করার জন্য 22 বছর সাউথ আফ্রিকা তে থাকেন। এরমধ্যে গান্ধীজীর প্রতিবাদের দুটি ধারা দেখা যায়। গান্ধীজীর প্রতিবাদের নরমপন্থী ভাগ (1894-1906) দক্ষিণ আফ্রিকায় গিয়ে গান্ধীজী প্রথমে নরমপন্থী দের মত সরকারকে প্রেয়ার এবং পিটিশন দেওয়া শুরু করে এই আশায় যে যেহেতু আফ্রিকা ও ব্রিটিশ সাম্রাজ্যের অংশ সেই হিসাবে সেখানকার বসবাসকারী ভারতীয়রা ব্রিটেনের নাগরিক এবং ব্রিটিশ সরকার তাদের দুর্দশা দেখলে তাদের সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করবে।  প্যাসিভ রেজিস্টেন্স বা সত্যাগ্রহী ভাগ (1906-1914) নরমপন্থী ভাবধারায় কাজ না হওয়ায় গান্ধীজি প্যাসিভ রেজিস্টেন্স এর দিকে চলে যায় যাকে তিনি সত্যাগ্রহ বলেন। তিনি প্রথম সত্যাগ্রহ করেন দক্ষিণ আফ্রিকায় থাকা ভারতীয়দের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে। এখানে ব্রিটিশ সরকার দ্বারা বলা হয়েছিল যে সমস্ত ভারতীয়রা দক্ষিণ আফ্রিকায় থাকে তাদেরকে আঙ্গুলের ছাপ দেওয়া একটি কার্ড নিয়ে ঘুরত...

Definition of GDP GNP NDP NNP and there difference in Bengali| GDP GNP NDP NNP কাকে বলে? এবং তাদের পার্থক্য

Economics এর কিছু গুরুত্বপূর্ণ term ও তাদের মধ্যে পার্থক্য। GDP (Gross Domestic Product): একটি অর্থবর্ষে কোন দেশে যে পরিমাণ বস্তু ও পরিষেবা উৎপাদন করা হয় তাদের অর্থনৈতিক মূল্যকেই GDP বলা হয়। এখানে বস্তু বলতে অন্তিম বস্তুকে বলা হয়েছে অর্থাৎ ধরে নিন আপনি একটি চটের ব্যাগ কিনেছেন। এই চটের ব্যাগটি বানানোর জন্য প্রথমে পাটের উৎপাদন করতে হয়েছে তারপরে পাট থেকে দড়ি বানানো হয়েছে তারপরে এই ব্যক্তি তৈরি হয়েছে। কিন্তু GDP গণনা করার সময় প্রথমে উৎপাদিত পাট বা দড়ির মূল্য গণনা করা হবে না কেবলমাত্র তাদের থেকে তৈরি অন্তিম বস্তু অর্থাৎ চটের ব্যাগ টি অর্থনৈতিক মূল্যকেই গণনা করা হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় GDP গণনা করার সময় শুধুমাত্র একটি জিনিসই দেখা হয় সেটি হল একটি দেশের মধ্যে কি পরিমাণ বস্তু উৎপাদন করা হয়েছে একটি অর্থবর্ষে তবে সেই বস্তুটি দেশবাসীর দ্বারা উৎপাদিত হয়েছে নাকি বিদেশী ব্যক্তি বা সংস্থা উৎপাদন করেছে তা GDP তে কোন প্রভাব ফেলে না।