আলাদা আলাদা habitats এ আলাদা আলাদা রকমের জীব পাওয়া যায়। যারা সেই কন্ডিশনে বেঁচে থাকার জন্য উপযুক্ত। যেমন- মরুভূমিতে উট এবং সমুদ্রে মাছ থাকে। কি কি বিষয় মরুভূমিতে উটকে বেঁচে থাকতে সাহায্য করে ? মরুভূমিতে দিনে প্রচণ্ড গরম পরে আর রাতে খুবই ঠাণ্ডা পড়ে এবং মরুভূমিতে জল খুবই অল্প মাত্রায় উপস্থিত। মরুভূমির গরম বালি থেকে বাঁচার জন্য উটের পা অনেক লম্বা হয়। উট খুব কম মূত্র ত্যাগ করে, উটের মল ও একদম শুকনো হয় এবং উটের দেহে ঘাম ও হয় না। এইভাবে উট নিজের দেহের থেকে খুব কম মাত্রায় জল পরিত্যাগ করে বহুদিন পর্যন্ত মরুভূমিতে জল ছাড়া থাকতে পারে। কি কি বিষয়ে মাছকে জলে থাকতে সাহায্য করে? মাছের দেহ স্ট্রিমলাইন সেপের, তাদের গায়ে পিচ্ছিল আশ থাকে যা তাদের জলজ পরিবেশে থাকতে সাহায্য করে। তাদের লেজ ও পাখনা যথাক্রমে সাঁতার কাটতে এবং দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাদের ফুলকা (gill) জল থেকে অক্সিজেন সংগ্রহ করতে সাহায্য করে। অভিযোজন (Adaptation) - যে সমস্ত প্রাকৃতিক বৈশিষ্ট্য কোন একটি জীবকে তার বসতি স্থলে (habitats) বেঁচে থাকতে সাহায্য করে। সেই বৈশিষ্ট্য গুলিকে অভিযোজন বা এডাপটেশন বলে। অভ...