সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

History লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহ (১৭৬৩-১৮৫৭)

সন্ন্যাসী ফকির বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? ১৭৬৩ খ্রিস্টাব্দে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের দুজন নেতার নাম কর। ভবানী পাঠক ও মজনু শাহ। রংপুর বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? ১৭৮৩ খ্রিস্টাব্দে। রংপুর বিদ্রোহের একজন নেতার নাম কর। নুরুল উদ্দিন। চুয়াড় বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? ১৭৬৮ খ্রিস্টাব্দে। ভারতের ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রবর্তক কে? সৈয়দ আহমদ। বাংলাদেশকে ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দেন? তিতুমীর। ভারতে কে ফরাজি আন্দোলনের সূচনা করেন? হাজী শরিয়ৎউল্লাহ। কোল বিদ্রোহের একজন নেতার নাম লেখ। বুদ্ধ ভগৎ। সাঁওতাল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়? ১৮৫৫ খ্রিস্টাব্দে। সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম কর। সিধু। কত খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়েছিল? ১৮৫৭ খ্রিস্টাব্দে। সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় ঘটেছিল? ব্যারাকপুরে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? মঙ্গল পান্ডে। কোন গভর্নর জেনারেলের সময় ভারতে সিপাহী বিদ্রোহ হয়েছিল? লর্ড ক্যানিং। ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রসিদ্ধ নেত্রীর নাম কি? ঝাসি রানি লক্ষীবাই। কে ১৮৫৭ এর বিদ্রোহকে প্রথম স্বাধী

Post Gupta period and Harshavardhana in Bengali | পরবর্তী গুপ্ত সাম্রাজ্য এবং হর্ষবর্ধন

গুপ্ত সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারতে পুষ্যভূতি বংশের উত্থান হয়। পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন থানেশ্বর, যিনি গুপ্ত সাম্রাজ্যের অধীন একজন সামন্ত ছিলেন। হুন আক্রমণ এর পরে তিনি নিজেকে স্বতন্ত্র বলে ঘোষিত করেন এবং পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠা করেন।  পুষ্যভূতি বংশের প্রথম গুরুত্বপূর্ণ শাসক ছিলেন প্রভাকরবর্ধন যার শাসনকাল ছিল 580 খ্রিস্টাব্দ থেকে 605 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রভাকরবর্ধন বর্ধন এর পরে তার জ্যেষ্ঠ পুত্র রাজ্যবর্ধন সিংহাসনে বসেন। রাজ্যবর্ধনের সিংহাসনে বসার পর থেকেই তাকে অনেকগুলি সমস্যার সম্মুখীন হতে হয়। রাজ্যবর্ধনের জামাতা গ্রহবর্মন যে রাজ্যবর্ধনেরর বোন রাজশ্রী কে বিবাহ করেন, তার ওপর মৌখরি রাজ দেবগুপ্ত আক্রমণ করেন এবং এই যুদ্ধে গ্রহবর্মন এর মৃত্যু হয়। জামাতর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যর রাজ্যবর্ধন দেবগুপ্ত উপর আক্রমণ করেন এবং তাকে হত্যা করেন। এই দেখে দেব গুপ্তর মিত্র শশাঙ্ক রাজ্যবর্ধনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং এই যুদ্ধে রাজ্যবর্ধনের মৃত্যুু হয় এবংং রাজশ্রী জঙ্গলে গিয়ে আত্মরক্ষাা করে।  রাজ্যবর্ধনের মৃত্যুর পর হর্ষবর্ধন সিংহাসনে বসেন। হর্ষবর্ধন হর্ষবর্ধন 6

Stone age in Bengali | প্রস্তর যুগ

প্রস্তর যুগে পাথরের আকার এবং ওজন এর হিসাবে মূলত তিন ভাগে ভাগ করা যায়। প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ (৮০০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত) মধ্য প্রস্তর যুগ বা mesolithic age ( ৮০০০ থেকে ৪০০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত) নব্য প্রস্তর যুগ বা neolithic age ( ৪০০০ থেকে ২৫০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত) প্রাচীন প্রস্তর যুগ: এই সময় মানুষ প্রথমবারের জন্য দুই রকম বস্তুকে আলাদা করতে শেখে ধরার ভিত্তিতে।   Gripping object- যে সমস্ত বস্তুকে ধরা যায় তাদেরকে বলা হতো gripping object । যেমন- গাছপালা , পাথর , বন্য পশু ইত্যাদি। Non gripping object- যে সমস্ত বস্তুকে ধরা যায় না তাদেরকে প্রাচীন মানুষেরা  Non gripping object এর পর্যায় ফেলেছিলে। যেমন- আলো , বাতাস , জল , আগুন ও শব্দ। এই যুগের মানুষের সব থেকে বড় আবিষ্কার ছিল আগুন , তবে তারা এই যুগে মানে প্রাচীন প্রস্তর যুগে আগুনকে শুধুমাত্র খুঁজে পেয়েছিলেন কিন্তু এর ব্যবহার করতে শেখেন নি।