পশ্চিমবঙ্গের সরকার এর জনগণের অভিযোগ নিষ্পত্তি সেল এর অধীনে দু বছরের জন্য চুক্তি ভিত্তিক কনসালটেন্ট এবং জুনিয়র কনসালটেন্ট নিয়োগ করা হবে।
* কনসালটেন্ট পোস্ট এর জন্য :
পারিশ্রমিক- মাসিক 1,25,000.00 টাকা।
শিক্ষাগত যোগ্যতা- মাস্টার ডিগ্রী অথবা এমবিএ/ এম পি এ/ এমপিপি।
কর্মগত অভিজ্ঞতা- সরকারি বা আধা সরকারি /একাডেমিক /সামাজিক/ কর্পোরেট বা অন্য বা অন্য কোন সম্পর্কিত ক্ষেত্রে সর্বনিম্ন 2 বৎসরের অভিজ্ঞতা।
বয়স সীমা- 2020 এর 1st জানুয়ারি হিসেবে সর্বাধিক 36 বছর ।
ভ্যাকেন্সি- 2
* জুনিয়র কনসালটেন্ট পোস্টের জন্য :
পারিশ্রমিক- মাসিক 75,000.00 টাকা ।
শিক্ষাগত যোগ্যতা- মাস্টার ডিগ্রী অথবা এমবিএ/ এম পি এ/ এমপিপি।
কর্মগত অভিজ্ঞতা- সরকারি বা আধা সরকারি /একাডেমিক /সামাজিক/ কর্পোরেট বা অন্য বা অন্য কোন সম্পর্কিত ক্ষেত্রে সর্বনিম্ন 1 বৎসরের অভিজ্ঞতা।
বয়স সীমা- 2020 এর 1st জানুয়ারি হিসেবে সর্বাধিক 36 বছর।
ভ্যাকেন্সি- 2
বিশদ বিবরণ দেখার জন্য হোম অ্যান্ড হিল এফেয়ার্স ডিপার্টমেন্টের অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন : http://home.wb.gov.in/
নোটিশটি দেখার জন্য হোম অ্যান্ড হিল এফেয়ার্স ডিপার্টমেন্টের অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন : http://home.wb.gov.in/images/news_image/1596525259notification-for-engagemenJunior-consultants.pdf
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন