জলশক্তি মন্ত্রনালয়, জল সম্পদ ও নদী উন্নয়ন এবং গঙ্গা পুনর্জীবন বিভাগের অধীনে মুর্শিদাবাদ জেলা (পিন-742212) পশ্চিমবাংলার ফারাক্কা ব্যারেজ প্রজেক্টে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এর অধীনে কনসালটেন্ট হিসেবে কাজ করবার জন্য ইচ্ছুক ও যোগ্য ব্যক্তিদের আমন্ত্রণ করা হয়েছে । এ পোস্ট সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক 1 বছরের জন্য এবং পারিশ্রমিক মাসিক 20,000 টাকা।
প্রাথমিক যোগ্যতা - যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ।
বয়সসীমা - 21 থেকে 40 বছরের মধ্যে।
সময়সীমা - ইচ্ছুক প্রার্থীরা 31.08.2020 এরমধ্যে Annexure -l (http://fbp.gov.in/pdf/application_from.pdf )অনুযায়ী তাদের আবেদন জমা করতে পারবেন এই ঠিকানায় -
To The General Manager
Farakka Barrage Project
Post Office - Farakka barrage
District -Murshidabad
West Bengal
PIN-742212
বিশদ বিবরণ পাওয়া যাবে অফিশিয়াল ওয়েবসাইটে - http://fbp.gov.in/
সরাসরি অ্যাডভার্টাইজমেন্ট কি দেখার জন্য ক্লিক করুন - http://fbp.gov.in/pdf/publication-of-advertisement-for-engagement.pdf
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন