- অন্ধপ্রদেশ
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডির।
অন্ধ্রপ্রদেশের গভর্নর বিশ্ব ভূষণ হরিচন্দ্রন।
- অরুণাচল প্রদেশ
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু।
অরুণাচল প্রদেশের গভর্নর বি ডি মিশ্রা।
- আসাম
আসামের মুখ্যমন্ত্রী সর্বেনন্দা সোনিয়াল।
আসামের গভর্নর জগদীশ মুখী।
- বিহার
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
বিহারের গভর্নর ফাবু চৌহান।
- ছত্রিশগড়
ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
ছত্রিশগড় গভর্নর অনুসুইয়া
- দিল্লি
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
দিল্লির লিউটিন্যান্ট গভর্নর অনিল বেইজাল।
- গোয়া
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমদ সাওয়ান্ত।
গোয়ার গভর্নর মৃদুলা সিনহা।
- গুজরাট
গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।
গুজরাটের গভর্নর আচার্য দেব ভট।
- হরিয়ানা
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার।
হরিয়ানার গভর্নর নারায়ন আর্য।
- হিমাচল প্রদেশ
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর।
হিমাচল প্রদেশের গভর্নর বনদারু।
- জম্বু কাশ্মীর
জম্বু কাশ্মীরের মুখ্যমন্ত্রী
জম্মু-কাশ্মীরের লিউটিন্যান্ট গভর্নর গিরিশচন্দ্র মুর্মু।
- লাদাখ
লাদাখের মুখ্যমন্ত্রী
লাদাখের লিউটিন্যান্ট গভর্নর রাধাকৃষ্ণ মাথুর।
- ঝারখান্ড
ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবীর দাস।
ঝাড়খণ্ডের গভর্নর দ্রৌপদী মুর্মু।
- কর্ণাটক
কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস যদুয়াপ্পা।
কর্নাটকের গভর্নর বাজুভাই বালা।
- কেরালা
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই ভিজায়ান।
কেরালার গভর্নর আরিফ মোহাম্মদ।
- মধ্যপ্রদেশ
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ।
মধ্য প্রদেশের গভর্নর লালজী টনডন।
- মহারাষ্ট্র
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ।
মহারাষ্ট্রের গভর্নর ভগৎ সিং।
- মনিপুর
মনিপুরের মুখ্যমন্ত্রী বীরেন্দ্র সিং।
মনিপুরের গভর্নর নাজমা হ্যাপিতুল্লা।
- মেঘালয়
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কর্নেট সাগমা।
মেঘালয়ের গভর্নর তথাগত রায়।
- মিজোরাম
মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাং থাঙ্গ।
মিজোরামের গভর্নর জগদীশ মুখী।
- নাগাল্যান্ড
নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নিফিউরিয়ো।
নাগাল্যান্ডের গভর্নর আর ইন রবি।
- ওড়িশা
উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
উড়িষ্যার গভর্নর গণেশী লাল।
- পন্ডিচেরি
পন্ডিচেরি মুখ্যমন্ত্রী নারায়ণ স্বামী।
পন্ডিচেরির লিউটিন্যান্ট গভর্নর কিরণ বেদী।
- পাঞ্জাব
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং।
পাঞ্জাবের গভর্নর ভি পি সিং।
- রাজস্থান
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলথ।
রাজস্থানের গভর্নর কালরাজ মিশ্রা।
- সিকিম
সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।
সিকিম এর গভর্নর গঙ্গা প্রসাদ।
- তামিলনাড়ু
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামি।
তামিলনাড়ুর গভর্নর বনোয়ারিলাল পুরোহিত।
- তেলেঙ্গানা
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও।
তেলেঙ্গানার গভর্নর তামিলিসাই সুন্দরারাজান।
- ত্রিপুরা
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার।
ত্রিপুরার গভর্নর রমেশ।
- উত্তর প্রদেশ
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
উত্তর প্রদেশের গভর্নর আনন্দিবেন প্যাটেল।
- উত্তরাখণ্ড
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।
উত্তরাখণ্ডের গভর্নর বেবি রানি মরিয়া।
- পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
পশ্চিমবঙ্গের গভর্নর জগদিশ ধাঙ্ককার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন