সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Definition of GDP GNP NDP NNP and there difference in Bengali| GDP GNP NDP NNP কাকে বলে? এবং তাদের পার্থক্য

Economics এর কিছু গুরুত্বপূর্ণ term ও তাদের মধ্যে পার্থক্য। GDP (Gross Domestic Product): একটি অর্থবর্ষে কোন দেশে যে পরিমাণ বস্তু ও পরিষেবা উৎপাদন করা হয় তাদের অর্থনৈতিক মূল্যকেই GDP বলা হয়। এখানে বস্তু বলতে অন্তিম বস্তুকে বলা হয়েছে অর্থাৎ ধরে নিন আপনি একটি চটের ব্যাগ কিনেছেন। এই চটের ব্যাগটি বানানোর জন্য প্রথমে পাটের উৎপাদন করতে হয়েছে তারপরে পাট থেকে দড়ি বানানো হয়েছে তারপরে এই ব্যক্তি তৈরি হয়েছে। কিন্তু GDP গণনা করার সময় প্রথমে উৎপাদিত পাট বা দড়ির মূল্য গণনা করা হবে না কেবলমাত্র তাদের থেকে তৈরি অন্তিম বস্তু অর্থাৎ চটের ব্যাগ টি অর্থনৈতিক মূল্যকেই গণনা করা হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় GDP গণনা করার সময় শুধুমাত্র একটি জিনিসই দেখা হয় সেটি হল একটি দেশের মধ্যে কি পরিমাণ বস্তু উৎপাদন করা হয়েছে একটি অর্থবর্ষে তবে সেই বস্তুটি দেশবাসীর দ্বারা উৎপাদিত হয়েছে নাকি বিদেশী ব্যক্তি বা সংস্থা উৎপাদন করেছে তা GDP তে কোন প্রভাব ফেলে না।

Economics and its types in Bengali | অর্থনীতি ও তার বিভিন্ন প্রকার

অর্থনীতি হলো সমাজবিজ্ঞানের একটি ভাগ। এই বিষয়ে আমরা উৎপাদন , ভোগ , সঞ্চয় প্রভৃতি নিয়ে আলোচনা করে থাকি। Economics শব্দটি দুটি গ্রিক শব্দ oikos যার মানে house বা গৃহ এবং nomus যার মানে custom বা নিয়ম , থেকে এসেছে। বিভিন্ন অর্থনীতিবিদেরা অর্থনীতির আলাদা আলাদা সংজ্ঞা দিয়েছেন। তারমধ্যে একটি সংজ্ঞা আমরা এখানে উল্লেখ করছি যেটি দিয়েছেন অর্থনীতির জনক এডাম স্মিথ।   এডাম স্মিথ এর মতে , অর্থনীতির মৌলিক কাজ হল মানব জাতি ধন-সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করা। অর্থনীতির আকার এর ভিত্তিতে অর্থনীতিকে দুই ভাগে ভাগ করা যায় ,  ক্ষুদ্র অর্থনীতি বা Micro Economics সমষ্টিগত অর্থনীতি বা Macro Economics ক্ষুদ্র অর্থনীতি বা Micro Economics অর্থনীতির যে শাখায় একজন ব্যক্তির , গৃহের , সংস্থার সম্পদ বন্টন , বিক্রি ইত্যাদি বিষয় সম্বন্ধে আলোচনা করা হয় তাকে ক্ষুদ্র অর্থনীতি বলা হয়। এই বিভাগে ব্যক্তিদের অর্থনৈতিক ব্যবহার , চাহিদা , জোগানের প্রভাব নিয়ে আলোচনা করা হয়। সমষ্টিগত অর্থনীতি বা Macro Economics অর্থনীতির যে শাখায় একটি সমগ্র দেশের চাহিদা যোগান এবং অর্থনৈতিক ব্যবহার স

West Bengal Forest Service examination question paper of 2018

এখানে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পরিচালিত West Bengal Forest Service 2018 এর question paper এর PDF file টি upload করা হল। pdf টি ডাউনলোড করার জন্য নিচে দেওয়া link টিতে যান, PDF of West Bengal Forest Service examination 2018

Stone age in Bengali | প্রস্তর যুগ

প্রস্তর যুগে পাথরের আকার এবং ওজন এর হিসাবে মূলত তিন ভাগে ভাগ করা যায়। প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ (৮০০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত) মধ্য প্রস্তর যুগ বা mesolithic age ( ৮০০০ থেকে ৪০০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত) নব্য প্রস্তর যুগ বা neolithic age ( ৪০০০ থেকে ২৫০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত) প্রাচীন প্রস্তর যুগ: এই সময় মানুষ প্রথমবারের জন্য দুই রকম বস্তুকে আলাদা করতে শেখে ধরার ভিত্তিতে।   Gripping object- যে সমস্ত বস্তুকে ধরা যায় তাদেরকে বলা হতো gripping object । যেমন- গাছপালা , পাথর , বন্য পশু ইত্যাদি। Non gripping object- যে সমস্ত বস্তুকে ধরা যায় না তাদেরকে প্রাচীন মানুষেরা  Non gripping object এর পর্যায় ফেলেছিলে। যেমন- আলো , বাতাস , জল , আগুন ও শব্দ। এই যুগের মানুষের সব থেকে বড় আবিষ্কার ছিল আগুন , তবে তারা এই যুগে মানে প্রাচীন প্রস্তর যুগে আগুনকে শুধুমাত্র খুঁজে পেয়েছিলেন কিন্তু এর ব্যবহার করতে শেখেন নি।