- 2022 সালের এশিয়া কাপ হকি কোন দেশ জিতেছে? সাউথ কোরিয়া।
- সম্প্রতি শেরিল স্যান্ডবার্গ কোন কোম্পানির COO এরপর থেকে ইস্তফা দিয়েছেন? Meta.
- সম্প্রতি কাকে বিউরো অফ সিভিল এভিয়েশন সেক্টর এর নতুন ডাইরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে? যুলফিকার হাসান।
- তেলেঙ্গানা দিবস কত তারিখে উদযাপন করা হয়েছে? 2 জুন।
- সম্প্রতি প্রয়াত কৃষ্ণকুমার কুন্নাথ (K.K) কে ছিলেন? প্রখ্যাত গায়ক।
- বর্তমানে ভারতের সঙ্গে সর্বাধিক বাণিজ্য করছে কোন দেশ? আমেরিকা।
- সম্প্রতি কে টুইটারের বোর্ড থেকে ইস্তফা দিয়েছেন? জ্যাক ডরসি।
- বিশ্বের প্রথম ন্যানো ইউরিয়া লিকুইড প্লান্ট এর উদ্বোধন ভারতের কোন রাজ্যে করা হয়েছে? গুজরাট।
- সম্প্রতি কোন বলিউড অভিনেতা কে ফ্রেঞ্চ রিভিয়েরা ফিল্ম ফেস্টিভ্যালে এক্সেলেন্স ইন সিনেমা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? নওয়াজুদ্দিন সিদ্দিকি কে।
- 2022 সালের আইপিএল টি 20 টাইটেল কোন দল জিতেছে? গুজরাট টাইটান্স
- সম্প্রতি কোন দেশে পুনরায় ভারতীয় এম্বাসি খোলার কথা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল আফেয়ারস এর তরফ থেকে বলা হয়েছে? আফগানিস্থানে।
- সম্প্রতি পন্ডিত ভজন সোপোরি প্রয়াত হয়েছেন তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন? শেতার।
- বিশ্ব সাইকেল দিবস কত তারিখে পালন করা হয়? 3 জুন।
- বিশ্বের সবথেকে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি? ফ্রন্টিয়ার, আমেরিকার সুপার কম্পিউটার।
- সম্প্রতি কাকে WHO এর প্রিন্সিপাল কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে? শ্রী রাজেশ ভূষণ কে।
- ভারতের প্রথম liquid mirror telescope কোথায় বসানো হয়েছে? উত্তরাখণ্ডে।
- সম্প্রতি অ্যাঞ্জলানি পণ্যুস্বামী প্রয়াত হয়েছেন, তিনি কে ছিলেন? স্বাধীনতা সংগ্রামী।
- ভারতের প্রথম প্রাইভেট spacecraft manufacturing ফেসিলিটি কোথায় তৈরি হয়েছে? ব্যাঙ্গালুরুতে।
- সম্প্রতি অনুষ্ঠিত কুস্তি প্রতিযোগিতা bolt turlikhanov cup 2022 এ সাক্ষী মালিক, দিব্বিয়া কাঁকড়ান এবং মানষী আহাল্যথ কোন পদক জিতেছে? স্বর্ণপদক।
- ভারতের কোথায় এয়ারপোর্ট সিটি সেন্টার তৈরি করা হয়েছে? চন্ডিগড়।
- ভারতের পক্ষ থেকে ওয়ার্ল্ড ব্লাইন্ড জুডো প্রতিযোগিতায় প্রথম পদক জিতেছে? কাপিল পারমার।
- বিশ্ব পরিবেশ দিবস 2022 এর থিম কি? Only one Earth. (5th June বিশ্ব পরিবেশ দিবস)
- রাজীব গান্ধী গ্রামীণ অলিম্পিক কোন রাজ্যে শুরু হচ্ছে? রাজস্থানে।
- কোন রাজ্য ইউনাইটেড ন্যাশন ওয়ার্ল্ড সামিটে বেস্ট প্রজেক্টর অ্যাওয়ার্ড পেয়েছে? মেঘালয়, মেঘালয় এন্টারপ্রাইজ আর্কিটেক্ট প্রোজেক্টের জন্য।
- গর্ভবতী মহিলাদের দেখাশোনা করার জন্য অচল অভিযান কোন রাজ্য শুরু করেছে? রাজস্থান।
- সম্প্রতি কে রেসিডেন্সিয়াল এডুকেশন স্কিম "SRESHTA" উদ্বোধন করেছেন? Social Justice and Empowerment minister ডক্টর বীরেন্দ্র কুমার। (এই স্কিন এর মাধ্যমে এসসি এসটি ছাত্রদের উচ্চ মানের শিক্ষা দেওয়া হবে।)
- কে SEBI-এর সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব নিয়েছেন? অশ্বনী ভাটিয়া।
- ফ্রেঞ্চ ওপেন 2022 এর মেনস সিঙ্গেল কে জিতেছে? স্পেনের টেনিস স্টার রাফেল নাদাল।
- লে কেন্দ্রশাসিত অঞ্চলে কোন প্রতিষ্ঠান মাই পেট মাই রাইট প্রোগ্রাম শুরু করেছে? নাবার্ড।
- জম্বু এবং কাশ্মীর এর পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সতীশচন্দ্র।
- সম্প্রতি কে সাধারণ মানুষদের সহজে লোন পাইয়ে দেওয়ার জন্য সামর্থ্য পোর্টাল চালু করেছেন? প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন