সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

01/06/22 to 07/06/22June Current Affairs- 1st week

 

  1. 2022 সালের এশিয়া কাপ হকি কোন দেশ জিতেছে? সাউথ কোরিয়া।
  2. সম্প্রতি শেরিল স্যান্ডবার্গ কোন কোম্পানির COO এরপর থেকে ইস্তফা দিয়েছেন? Meta.
  3. সম্প্রতি কাকে বিউরো অফ সিভিল এভিয়েশন সেক্টর এর নতুন ডাইরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে? যুলফিকার হাসান।
  4. তেলেঙ্গানা দিবস কত তারিখে উদযাপন করা হয়েছে? 2 জুন।
  5. সম্প্রতি প্রয়াত কৃষ্ণকুমার কুন্নাথ (K.K) কে ছিলেন? প্রখ্যাত গায়ক।
  6. বর্তমানে ভারতের সঙ্গে সর্বাধিক বাণিজ্য করছে কোন দেশ? আমেরিকা।
  7. সম্প্রতি কে টুইটারের বোর্ড থেকে ইস্তফা দিয়েছেন? জ্যাক ডরসি।
  8. বিশ্বের প্রথম ন্যানো ইউরিয়া লিকুইড প্লান্ট এর উদ্বোধন ভারতের কোন রাজ্যে করা হয়েছে? গুজরাট।
  9. সম্প্রতি কোন বলিউড অভিনেতা কে ফ্রেঞ্চ রিভিয়েরা ফিল্ম ফেস্টিভ্যালে এক্সেলেন্স ইন সিনেমা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? নওয়াজুদ্দিন সিদ্দিকি কে।
  10. 2022 সালের আইপিএল টি 20 টাইটেল কোন দল জিতেছে? গুজরাট টাইটান্স
  11. সম্প্রতি কোন দেশে পুনরায় ভারতীয় এম্বাসি খোলার কথা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল আফেয়ারস এর তরফ থেকে বলা হয়েছে? আফগানিস্থানে।
  12. সম্প্রতি পন্ডিত ভজন সোপোরি প্রয়াত হয়েছেন তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন? শেতার।
  13. বিশ্ব সাইকেল দিবস কত তারিখে পালন করা হয়? 3  জুন।
  14. বিশ্বের সবথেকে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি? ফ্রন্টিয়ার, আমেরিকার সুপার কম্পিউটার।
  15. সম্প্রতি কাকে WHO এর প্রিন্সিপাল কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে? শ্রী রাজেশ ভূষণ কে।
  16. ভারতের প্রথম liquid mirror telescope কোথায় বসানো হয়েছে? উত্তরাখণ্ডে।
  17. সম্প্রতি অ্যাঞ্জলানি পণ্যুস্বামী প্রয়াত হয়েছেন, তিনি কে ছিলেন? স্বাধীনতা সংগ্রামী।
  18. ভারতের প্রথম প্রাইভেট spacecraft manufacturing ফেসিলিটি কোথায় তৈরি হয়েছে? ব্যাঙ্গালুরুতে।
  19. সম্প্রতি অনুষ্ঠিত কুস্তি প্রতিযোগিতা bolt turlikhanov cup 2022 এ সাক্ষী মালিক, দিব্বিয়া কাঁকড়ান এবং মানষী আহাল্যথ কোন পদক জিতেছে? স্বর্ণপদক।
  20. ভারতের কোথায় এয়ারপোর্ট সিটি সেন্টার তৈরি করা হয়েছে? চন্ডিগড়।
  21. ভারতের পক্ষ থেকে ওয়ার্ল্ড ব্লাইন্ড জুডো প্রতিযোগিতায় প্রথম পদক জিতেছে? কাপিল পারমার।
  22. বিশ্ব পরিবেশ দিবস 2022 এর থিম কি? Only one Earth. (5th June বিশ্ব পরিবেশ দিবস)
  23. রাজীব গান্ধী গ্রামীণ অলিম্পিক কোন রাজ্যে শুরু হচ্ছে? রাজস্থানে।
  24. কোন রাজ্য ইউনাইটেড ন্যাশন ওয়ার্ল্ড সামিটে বেস্ট প্রজেক্টর অ্যাওয়ার্ড পেয়েছে? মেঘালয়, মেঘালয় এন্টারপ্রাইজ আর্কিটেক্ট প্রোজেক্টের জন্য
  25. গর্ভবতী মহিলাদের দেখাশোনা করার জন্য অচল অভিযান কোন রাজ্য শুরু করেছে? রাজস্থান।
  26. সম্প্রতি কে রেসিডেন্সিয়াল এডুকেশন স্কিম "SRESHTA" উদ্বোধন করেছেন? Social Justice and Empowerment minister ডক্টর বীরেন্দ্র কুমার। (এই স্কিন এর মাধ্যমে এসসি এসটি ছাত্রদের উচ্চ মানের শিক্ষা দেওয়া হবে।)
  27. কে SEBI-এর সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব নিয়েছেন? অশ্বনী ভাটিয়া।
  28. ফ্রেঞ্চ ওপেন 2022 এর মেনস সিঙ্গেল কে জিতেছে? স্পেনের টেনিস স্টার রাফেল নাদাল।
  29. লে কেন্দ্রশাসিত অঞ্চলে কোন প্রতিষ্ঠান মাই পেট মাই রাইট প্রোগ্রাম শুরু করেছে? নাবার্ড।
  30. জম্বু এবং কাশ্মীর এর পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সতীশচন্দ্র।
  31. সম্প্রতি কে সাধারণ মানুষদের সহজে লোন পাইয়ে দেওয়ার জন্য সামর্থ্য পোর্টাল চালু করেছেন? প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Fundamental right in Bengali | মৌলিক অধিকার

Fundamental right বা মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের part 3 এর article 12 থেকে article 35 এর মধ্যে আছে। মৌলিক অধিকারের ধারণা US Constitution থেকে নেওয়া হয়েছে।  ভারতীয় সংবিধানে বর্তমানে ছয়টি মৌলিক অধিকার আছে। যে গুলি হল, Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) Right to freedom বাক স্বাধীনতার অধিকার (article 19 থেকে 22) Right against exploitation বা শোষণের বিরুদ্ধে অধিকার (article 23 থেকে 24) Right to freedom of religion বা ধর্মীয় স্বাধীনতা (article 25 থেকে 28) Cultural and educational rights বা শিক্ষা ও সংস্কৃতির অধিকার (article 29 থেকে 30) Right to constitutional remedies বা সাংবিধানিক প্রতিকারের অধিকার (article 32) 1978 খ্রিস্টাব্দের আগে right to property বা সম্পত্তির অধিকার ও একটি fundamental right বা মৌলিক অধিকার ছিল কিন্তু 1978 সালে 44 তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে legal right বানানো হয় যা বর্তমানে article 300A যে আছে। Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) -  Article 14 -  Equal

ভারতীয় রাজনীতিতে গান্ধীজীর উত্থান

গান্ধীজীর উত্থান ব্রিটেন থেকে ওকালতি পড়ে এসে গান্ধীজী 1898 সালে সাউথ আফ্রিকাতে যান। সেখানে তিনি দাদা আব্দুল্লাহর কেসের জন্য গেলেও সেখানকার নিপীড়িত ভারতীয়দের দেখে তাদের সাহায্য করার জন্য 22 বছর সাউথ আফ্রিকা তে থাকেন। এরমধ্যে গান্ধীজীর প্রতিবাদের দুটি ধারা দেখা যায়। গান্ধীজীর প্রতিবাদের নরমপন্থী ভাগ (1894-1906) দক্ষিণ আফ্রিকায় গিয়ে গান্ধীজী প্রথমে নরমপন্থী দের মত সরকারকে প্রেয়ার এবং পিটিশন দেওয়া শুরু করে এই আশায় যে যেহেতু আফ্রিকা ও ব্রিটিশ সাম্রাজ্যের অংশ সেই হিসাবে সেখানকার বসবাসকারী ভারতীয়রা ব্রিটেনের নাগরিক এবং ব্রিটিশ সরকার তাদের দুর্দশা দেখলে তাদের সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করবে।  প্যাসিভ রেজিস্টেন্স বা সত্যাগ্রহী ভাগ (1906-1914) নরমপন্থী ভাবধারায় কাজ না হওয়ায় গান্ধীজি প্যাসিভ রেজিস্টেন্স এর দিকে চলে যায় যাকে তিনি সত্যাগ্রহ বলেন। তিনি প্রথম সত্যাগ্রহ করেন দক্ষিণ আফ্রিকায় থাকা ভারতীয়দের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে। এখানে ব্রিটিশ সরকার দ্বারা বলা হয়েছিল যে সমস্ত ভারতীয়রা দক্ষিণ আফ্রিকায় থাকে তাদেরকে আঙ্গুলের ছাপ দেওয়া একটি কার্ড নিয়ে ঘুরতে হব

ধ্বনি

ধ্বনি কাকে বলে? বাক যন্ত্রের স্বল্পতম প্রয়োগে শব্দের বিশ্লিষ্ট তম অংশকে বলে ধ্বনি। বাংলা ব্যাকরণে 11 টি স্বরধ্বনি এবং 39 টি ব্যঞ্জনধ্বনি আছে। ধ্বনি পরিবর্তন দুইভবে হয়, স্বরধ্বনি ঘটিত পরিবর্তন ও ব্যঞ্জনধ্বনি ঘটিত পরিবর্তন। স্বরধ্বনিঘটিত পরিবর্তন- স্বরভক্তি বা বিপ্রকর্ষ-  উচ্চারণের সুবিধার জন্য বা ছন্দের প্রয়োজনে সংযুক্ত ব্যঞ্জনবর্ণ্ণকে  ভেঙে তার মধ্যে স্বরধ্বনি আনার রীতিকে বলা হয় স্বরভক্তি বাা বিপ্রকর্ষ। যেমন - রত্ন > রতন স্বরাগম- উচ্চারণ কে সহজ করতে অথবা উচ্চারণের অপারগতার জন্য শব্দের শুরুতে, মধ্যে বা শেষে স্বরধ্বনি আগমনকে বলা হয় স্বরাগম। স্বরাগমকে তিন ভাগে ভাগ করা যায়। আদি স্বরাগম- শব্দের শুরুতে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। যেমন- স্কুল > ইস্কুল মধ্য স্বরাগম-  শব্দের মধ্যে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। যেমন- রত্ন > রতন, ধর্ম > ধরম ইত্যাদি। অন্ত স্বরাগম-  শব্দের শেষে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। যেমন- বেঞ্চ >বেঞ্চি, ইঞ্চ>ইঞ্চি ইত্যাদি। স্বরলোপ-  উচ্চারণের কোন ত্রুটি বা সুবিধার জন্য শব্দের অন্তর্গত কোন