Physiographic Division
- Which one of the following is the largest is glacier of India? (WBCS 1999,2004)
- Zemu
- Gangotri
- Pindari
- Siachen (সিয়াচেন ভারতের সবথেকে বড় এবং বিশ্বের দ্বিতীয় সবথেকে বড় হিমবাহ। এটি হিমালয়ের কারাকোরাম রেঞ্জজ আছে। অপারেশন মেঘদুত হয়েছিল সিয়াচেনকে পাকিস্তানের হাত থেকে ছাড়ানোর জন্য।)
- Barren Island is in (WBCS 1999)
- Lakshadweep
- Nicobar Island
- Malta estuary
- Palk strait (দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপপুঞ্জে আছে।)
- The Northern limit of Deccan plateau is (WBCS 2001)
- Southern limit of the Ganga plains
- Tropic of Cancer
- Satpura range
- Narmada-Son furrow
- Lakshadweep Islands are (WBCS 2003)
- Coral Islands
- Oceanic Islands
- Volcanic Islands
- Elevated part of submarine ledge (লাক্ষাদ্বীপ আরব সাগরে 36 টি ছোট ছোট দ্বীপ নিয়ে তৈরি।)
- The oldest mountain Aravalli ranges between (WBCS 2003)
- Rajasthan and Delhi
- Udaipur and Jaipur
- Rajasthan and Agra
- Rajasthan and Punjab (আরাবল্লী পর্বত ভারতের প্রবীণতম ভঙ্গিল পর্বত।)
- Total length of coastline of India is (WBCS 2003)
- 5600 km
- 4500 km
- 3600 km
- 6000 km (ভারতের মূল ভূখণ্ডের ধরলে কোস্টলাইন 6100 কিমি এবং আন্দামান নিকোবার এবং লাক্ষাদ্বীপ কে ধরলে কোস্টলাইন 7516.6 কিমি। ভারতের উপকূলবর্তী নয়টি রাজ্য হল গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ। এই রাজ্যগুলির মধ্যে গুজরাটের উপকূল রেখা সবথেকে বড়। ভারতের টেরিটোরিয়াল ওয়াটারের সীমানা 12 নটিক্যাল মাইল।)
- The name Marusthali is given to (WBCS 2003)
- Deccan trap
- Thar desert
- Meghalaya plateau
- Karnataka plateau
- Highest peak of peninsular India is (WBCS 2003,2004)
- Kalasubai
- Anaimudi
- Mahendragiri
- Mahabaleshwar
- Baltora glacier is located in (WBCS 2005)
- Karakoram range
- Kailash range
- Pirpanjal range
- Ladakh range (কারাকোরাম রেঞ্জ এর অন্যান্য হিমবাহ গুলি হল সিয়াচেন, ফেডচেংকো, হিসপার, বিয়াফো, বাটুরা, বোল্টারো, চোগোলুংমা)
- The siwaliks are called in Arunachal Pradesh (WBCS 2005)
- Dhundwa
- Dhang
- Miri
- Jaskar(শিবালিক পর্বত বিভিন্ন নামে পরিচিত। জম্মুতে জম্বু পাহাড়, অরুণাচল প্রদেশে ডাফলা, মিরি, অ্যাবোর, মিশমি পাহাড়, উত্তরাখণ্ডে ধ্যাং। শিবালিক এবং লেসার হিমালয়ের মধ্যে কিছু উলম্ব ভ্যালি দেখা যায় যাদের দুন বলে। কিছু গুরুত্বপূর্ণ দুন হলো দেরাদুন, পোটলি, কাঠমান্ডু, চুম্বি।)
- The Fedchenko, Biafo and Hispar are names of Himalayan (WBCS 2005)
- Glaciers
- Lakes
- Hill stations
- Trees
- The Patkoi bum forms the boundary between (WBCS 2005)
- Arunachal Pradesh and Myanmar
- Manipur and Nagaland
- Assam and Meghalaya
- Meghalaya and Nagaland (গারো খাসি জয়ন্তিয়া এবং লুসাই পাহাড় পাটকোইবাম রেঞ্জে পরে। আসাম, মনিপুর, মিজোরাম এবং আরাকান পাহাড় এবং বিখ্যাত দিহিং পাটকাই ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি পাটকোইবাম রেঞ্জে অবস্থিত।)
- The Deccan Lava region was formed during (WBCS 2005)
- Cretaceous Period
- Triossic Period
- Jurassic Period
- Cambrian Period (মহারাষ্ট্রের মালভূমি পশ্চিম থেকে পূর্ব দিকে ধাপে ধাপে নেমে গেছে বলে এই লাভা মালভূমি ডেকান ট্রাপ ও বলা হয়। ক্রিটেসাস যুগের শেষ থেকে ইউকোসিন যুগের শুরু পর্যন্ত প্রচন্ড অগ্ন্যুদগম এর দ্বারাই মালভূমি সৃষ্টি হয়।)
- Adams bridge forms a link between (WBCS 2005)
- India and Sri Lanka
- Hyderabad and Secunderabad
- India and Pakistan
- Araballi and Satpura
- Kathiawar Peninsula is one of the physiographic unit of (WBCS 2006)
- West coastal plain
- Plateau of peninsular India
- Coastal plain
- Kachcha Peninsula (কাথিয়াবাড় উপদ্বীপটি কচ্ছ উপসাগরর, আরব সাগর ও খাম্বাত উপসাগর দ্বারা বেষ্টিত। গিরনার পাহাড়ের গোরনাথ কাথিয়াবাড় উপদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ। গির পাহাড় ঘন অরণ্য আবৃত এবং গির সিংহের বাসভূমি।)
- Lakshadweep is built up of (WBCS 2006)
- Submarine mountain
- Coral
- Salt soaked marshland
- Extinct volcano (36 টি দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত।)
- Varanasi is located in (WBCS 2006)
- Lower Ganga plain
- Middle Ganga plain
- Upper Ganga plain
- Ganga Sutlej interference (হরিদ্দার থেকে দক্ষিণ-পূর্বে মির্জাপুর পর্যন্ত উচ্চ গঙ্গার সমভূমি, মির্জাপুর থেকে বিহার পর্যন্ত মধ্য গঙ্গা সমভূমি, বিহার থেকে ফারাক্কা পর্যন্ত নিম্ন গঙ্গার সমভূমি।)
- The Palghat gap serves communication inland from this port to Madras
- Goa
- Mangalore
- Mumbai
- Cochin (পশ্চিমঘাট পর্বতের তিনটি গুরুত্বপূর্ণণ পাস হলো, 1. থোলঘাট - মুম্বাই থেকে পুনে। 2. পালঘাট - পালাক্কাদ থেকে কোয়েম্বাটুরর। 3. ভোরঘাট - মুম্বাই থেকে নাসিক।)
- Sand dunes form a mejor topographic feature of (WBCS 2008)
- Eastern Rajasthanajasthan
- Western Rajasthan
- Punjab
- Gujarat
- The Himalayas were uplifted from the (WBCS 2008)
- Indian Ocean
- Hercynian geosyncline
- Tethys geosyncline
- None of above
- The Araballi is represent an ancient (WBCS 2008)
- Fold mountain
- Horst
- Volcano
- Black mountain (আরাবল্লী পর্বত ভারতের প্রবীণতম ভঙ্গিল পর্বত)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন