সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Delhi Sultanate History | Slave Dynasty | Medieval Indian History | History of India in Bengali

এই পোস্টটিতে আমরা জানব Indian History এর মধ্য যুগের Delhi Sultanate বা সুলতানি শাসন সম্পর্কে। আপনাদের সুবিধার উদ্দেশে এই পোস্টটি Bengali তে লেখা হল।

এখানে Delhi Sultanate বা সুলতানি শাসন এর প্রথম ভাগ অর্থাৎ Delhi Sultanate বা সুলতানি শাসনের সূচনা এবং এই যুগের প্রথম রাজত্বকারী বংশ, দাস বংশ (Slave Dynasty) সম্পর্কে আলোচনা করা হলো।


Delhi Sultanate

ভারতে সুলতানি শাসনের সূচনা 

  715 খ্রিস্টাব্দে আরবরা ভারতের উত্তর-পশ্চিমে অবস্থিত সিন্ধু দেশ জয় করে। এই সময় দাহের নামে ব্রাহ্মণ বংশের রাজা সেখানে রাজত্ব করতেন। 708 খ্রিস্টাব্দে সিংহলের রাজা, ইরাক খোরাসনের আরব শাসনকর্তা অল্ হজ্জাক তার বিরুদ্ধে অভিযান পাঠান। দুটি অভিযানে ব্যর্থতার পর 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম এর নেতৃত্বে আরবরা দাহির কে নিহত করে রাওয়ার এর যুদ্ধে জয় যুক্ত হয় এবং দেবল রাওয়ার সহ সমগ্র দেশ দখল করে।

এটিই ভারতীয় উপমহাদেশের প্রথম মুসলিম আক্রমণ এই অভিযান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় চাচনামা গ্রন্থটি থেকে। এই সিন্ধু জয়ের পর প্রায় 300 বছর পর্যন্ত মুসলিম (আরব) শক্তি ভারতে কোন রাজ্য বিস্তার করতে সক্ষম হয়নি। ভারতে মুসলিম রাজত্ব স্থাপন শুরু করেন আফগানিস্তানের অন্তর্গত গজনী বংশের তুরকি সুলতানরা।

962 খ্রিস্টাব্দে আলপ্তগিন নামে জনৈক ভাগ্যান্বেষী আফগানিস্থানে গজনী রাজ্যের প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর 977 খ্রিস্টাব্দে তার জামাতা সবুক্তগীন গজনী সিংহাসনে বসেন। তিনি সর্বপ্রথম ভারত আক্রমণের পরিকল্পনা করেন। এরপর তার পুত্র সুলতান মামুদ এর রাজত্বকালে ভারতে প্রথম তুর্কি আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিক হেনরি এলিয়টের মতে 1000 খিষ্টাব্দে থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে তিনি মোট 17 বার ভারত আক্রমণ করেন। গুজরাটের বিখ্যাত সোমনাথ মন্দির তিনি- লুণ্ঠন করেন 1026 খ্রিস্টাব্দে। ভারতে কোন স্থায়ী রাজ্য বিস্তার করা তার উদ্দেশ্য ছিল না। সুলতান মাহমুদের অন্যতম সভাসদ বিশিষ্ট পণ্ডিত আল-বিরুনী মামুদের ভারত আক্রমণ কালে তার সঙ্গে ভারতে আসেন এবং একাদিক্রমে প্রায় 10 বছর ভারতে বসবাস করেন তার প্রকৃত নাম ছিল আবু রিহান আরবিও ভাষায় তিনি কিতাব-উল-হিন্দ এবং তহকিক--হিন্দ নামে দুটি ভারত সম্পর্কিত গ্রন্থ লেখেন।

সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা

সুলতান মামুদ এর মৃত্যুর পর তার সাম্রাজ্যভুক্ত ঘুর রাজ্যের শাসনকর্তা গিয়াসউদ্দিন মহম্মদ ঘুর স্বাধীনতা ঘোষণা করে 1173 খ্রিস্টাব্দে তিনি গজনী দখল করেন। তার মৃত্যুর পর তার ভ্রাতা সেনাপতি মহম্মদ ঘুরি রাজসিংহাসনে বসেন।

ভারতে মুসলিম বা তুরকি আধিপত্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন মহম্মদ ঘুরি 1191 খ্রিস্টাব্দে চৌহান বংশীয় আজমির দিল্লির শাসক তৃতীয় পৃথ্বীরাজ চৌহান  এর কাছে তরাইনের প্রথম  যুদ্ধে পরাজিত হন। 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মহম্মদ ঘুরী তৃতীয় পৃথ্বীরাজ চৌহান কে পরাজিত করে মুসলিম তথা সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠার পথ সুগম করেন। এরপর তিনি ভারতের বিজিত রাজ্যগুলি শাসনভার কুতুবউদ্দিন আইবক এর ওপর অর্পন করে গজনীতে প্রত্যাবর্তন করেন।

Slave Dynasty

দাস বংশ(1206-1290)

  • কুতুবউদ্দিন আইবক

1206 খ্রিস্টাব্দে নিঃসন্তান মুহাম্মদ ঘুরীর মৃত্যু হলে কুতুবউদ্দিন আইবক সুলতান উপাধি গ্রহণ করে নিজেকে ভারতের স্বাধীন নরপতি রূপে ঘোষণা করেন। এই সময় থেকে দিল্লিতে স্বাধীন সুলতানি শাসনের সূচনা হয়। আইবক কথার অর্থ দাস তিনি তার প্রথম জীবনে মহম্মদ ঘুরী ক্রীতদাস ছিলেন পরে তিনি তার বিশ্বস্ত সেনাপ্রধানের পদ অর্জন করেন। কুতুবউদ্দিন আইবক এর প্রতিষ্ঠা রাজবংশকে দাস বংশ বলা হয়। ঘুরি তাকে মালিক সিপাহীসালার উপাধি  দান করেন।  দানশীলতা জন্য তিনি লক্ষ্দাতা নামেও পরিচিত। কুতুবুদ্দিন এর অন্যতম সেনাপতি ইখতিয়ারউদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি বিহার ,পশ্চিমবঙ্গ জয় করে পূর্ব ভারতে মুসলিম আধিপত্য বিস্তার করেন। খাজা কুতুবুদ্দিন বাখতিয়ার কাকি স্মৃতির উদ্দেশ্যে তিনি কুতুবমিনার নির্মাণ শুরু করেন। 1210 খ্রিস্টাব্দে পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে তার মৃত্যু হয়। তার সমাধি রয়েছে লাহোরে।

  • ইলতুৎমিস

কুতুবউদ্দিন এর মৃত্যুর পর তার দত্তক পুত্র আলমসাহ্ সিংহাসনে বসে কিন্তু তার অকর্মণ্যতার জন্য দিল্লি ওমরাও এবং আমিরগণের আমন্ত্রণে কুতুবউদ্দিন এর জামাতা ইলতুৎমিস 1211 খ্রিস্টাব্দে আরম শাহ্কে সিংহাসনচ্যুত করে সিংহাসনে বসেন  

প্রথম জীবনে তিনি ক্রীতদাস ছিলেন। সিংহাসনে বসার পর তিনি তার রাজধানী শহর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন। 1217 খ্রিস্টাব্দে গজনী শাসক তাজউদ্দিনকে তিনি তরাইনের তৃতীয় যুদ্ধে পরাজিত করেন। 1229 খ্রিস্টাব্দে তিনি মুসলিম জগতে ধর্মগুরু বাগদাদের খলিফার থেকে সুলতান--আজম উপাধি পান। খলিফার প্রতি কৃতজ্ঞতাবশত নিজ মুদ্রার তিনি নিজেকে খলিফার সেনাপতি বলে অভিহিত করেন। তিনি কৌশলে দুর্ধর্ষ মোঙ্গল বীর চেঙ্গিস খাঁ কে ভারত ত্যাগে বাধ্য করেন। তার সময়কালেই চল্লিশ চক্র স্থাপন হয়। তিনি ইকতা ব্যবস্থা এবং টংকা জিতল নামক রুপা তামার মুদ্রা প্রচলন করেন। তাঁর সময়ে সুলতানি যুগে প্রথম রুপার মুদ্রা প্রচলন হয়।

কুতুবুদ্দিন আইবকের আরম্ভ করা কুতুব মিনারের নির্মাণকার্যকে তিনি শেষ করেন এবং কুতুবী মসজিদ স্থাপন করেন। 1236 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়।

  • সুলতান রাজিয়া

ইলতুৎমিসের কোন পুত্ররাই শাসনকার্যে উপযুক্ত ছিলেন না। তাই দিল্লির একদল ওমরাহের সমর্থন নিয়ে রাজিয়া সুলতান সিংহাসনে বসেন 1236 খ্রিস্টাব্দে 

রাজিয়া সুলতান একমাত্র নারী যিনি দিল্লির সিংহাসনে আরোহন করেন। তার আমল থেকে চল্লিশ চক্রের সঙ্গে রাজতন্ত্রের ক্ষমতার লড়াই শুরু হয়। তুর্কি অভিজাতবর্গই চল্লিশ চক্র নামে পরিচিত ছিল। সুলতান রাজিয়া তাদের ক্ষমতা খর্ব করার চেষ্টা করলে তুর্কি অভিজাতবর্গ তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহীদের নেতা আলতুনিয়া কাছে 1240 খ্রিস্টাব্দে তিনি পরাজিত বন্দি হন। পরবর্তীতে তিনি আলতুনিয়া সাথেই বিবাহ সম্পন্ন করেন এবং যুগ্মভাবে দিল্লির সুলতান হিসেবে ঘোষিত বাহরাম সাহ্ এর বিরুদ্ধে অগ্রসর হন। 1240 খ্রিস্টাব্দে এই যুদ্ধে তিনি পরাজিত নিহত হন। 

ইলতুৎমিস দ্বারা প্রতিষ্ঠিত সুলতানি বংশের শেষ শাসক ছিলেন নাসিরউদ্দিন মহম্মদ

  • গিয়াসউদ্দিন বলবন

নাসিরউদ্দিন এর মৃত্যুর পর তার শ্বশুর প্রধানমন্ত্রী  গিয়াসউদ্দিন বলবন, উলুখ খাঁ উপাধি ধারণ করে সিংহাসনে বসেন। তিনি চল্লিশ চক্র নেতা ছিলেন।দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় তিনি উপলব্ধি করেন কেবলমাত্র চরম স্বৈরতন্ত্রের মাধ্যমেই প্রজাদের থেকে আনুগত্য আদায় রাষ্ট্রের নিরাপত্তা বিধান করা সম্ভব। এই কারণে তিনি নতুন রাজকীয় আদর্শ প্রতিষ্ঠা করেন এবং চল্লিশ চক্র ক্ষমতাও উচ্ছেদ করেন। তিনি নতুনভাবে সৈন্যবাহিনী সংগঠন করেন এবং গুপ্তচর নিয়োগ করেন যা ছিল স্বৈরতন্ত্র এর প্রধান স্তম্ভ। 

সমকালীন শ্রেষ্ঠ কবি আমির খসরু তার পৃষ্ঠপোষকতায় অর্জন করেন। তিনি ভারতের তোতাপাখি নামে পরিচিত ছিলেন। গিয়াসউদ্দিন বলবনের মৃত্যুর পর তার বংশের এবং একইসাথে দাস বংশের শেষ সুলতান ছিলেন কায়ুমার্স কায়ুমার্সকে হত্যা করে জালাউদ্দ্দিন ফিরোজ খলজী 1290 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন।

1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে দাস বংশের শাসনকাল বলে অভিহিত করা হলেও এই সময়কালে একটি নয় দিল্লিতে তিনটি বংশ রাজত্ব করেছিল এবং এই তিনটি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিস গিয়াসউদ্দিন বলবন


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Fundamental right in Bengali | মৌলিক অধিকার

Fundamental right বা মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের part 3 এর article 12 থেকে article 35 এর মধ্যে আছে। মৌলিক অধিকারের ধারণা US Constitution থেকে নেওয়া হয়েছে।  ভারতীয় সংবিধানে বর্তমানে ছয়টি মৌলিক অধিকার আছে। যে গুলি হল, Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) Right to freedom বাক স্বাধীনতার অধিকার (article 19 থেকে 22) Right against exploitation বা শোষণের বিরুদ্ধে অধিকার (article 23 থেকে 24) Right to freedom of religion বা ধর্মীয় স্বাধীনতা (article 25 থেকে 28) Cultural and educational rights বা শিক্ষা ও সংস্কৃতির অধিকার (article 29 থেকে 30) Right to constitutional remedies বা সাংবিধানিক প্রতিকারের অধিকার (article 32) 1978 খ্রিস্টাব্দের আগে right to property বা সম্পত্তির অধিকার ও একটি fundamental right বা মৌলিক অধিকার ছিল কিন্তু 1978 সালে 44 তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে legal right বানানো হয় যা বর্তমানে article 300A যে আছে। Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) -  Article 14 -...

ভারতীয় রাজনীতিতে গান্ধীজীর উত্থান

গান্ধীজীর উত্থান ব্রিটেন থেকে ওকালতি পড়ে এসে গান্ধীজী 1898 সালে সাউথ আফ্রিকাতে যান। সেখানে তিনি দাদা আব্দুল্লাহর কেসের জন্য গেলেও সেখানকার নিপীড়িত ভারতীয়দের দেখে তাদের সাহায্য করার জন্য 22 বছর সাউথ আফ্রিকা তে থাকেন। এরমধ্যে গান্ধীজীর প্রতিবাদের দুটি ধারা দেখা যায়। গান্ধীজীর প্রতিবাদের নরমপন্থী ভাগ (1894-1906) দক্ষিণ আফ্রিকায় গিয়ে গান্ধীজী প্রথমে নরমপন্থী দের মত সরকারকে প্রেয়ার এবং পিটিশন দেওয়া শুরু করে এই আশায় যে যেহেতু আফ্রিকা ও ব্রিটিশ সাম্রাজ্যের অংশ সেই হিসাবে সেখানকার বসবাসকারী ভারতীয়রা ব্রিটেনের নাগরিক এবং ব্রিটিশ সরকার তাদের দুর্দশা দেখলে তাদের সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করবে।  প্যাসিভ রেজিস্টেন্স বা সত্যাগ্রহী ভাগ (1906-1914) নরমপন্থী ভাবধারায় কাজ না হওয়ায় গান্ধীজি প্যাসিভ রেজিস্টেন্স এর দিকে চলে যায় যাকে তিনি সত্যাগ্রহ বলেন। তিনি প্রথম সত্যাগ্রহ করেন দক্ষিণ আফ্রিকায় থাকা ভারতীয়দের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে। এখানে ব্রিটিশ সরকার দ্বারা বলা হয়েছিল যে সমস্ত ভারতীয়রা দক্ষিণ আফ্রিকায় থাকে তাদেরকে আঙ্গুলের ছাপ দেওয়া একটি কার্ড নিয়ে ঘুরত...

ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন এবং নরমপন্থীদের যুগ

সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু এবং এও হিউম এর প্রচেষ্টায় 1 885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে যার সভাপতিত্ব করেন উমেশচন্দ্র ব্যানার্জি । জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য এবং কর্মসূচি- একটি সর্বভারতীয় জাতীয় আন্দোলন গঠন করা। ভারতবাসীদের রাজনৈতিকভাবে শিক্ষিত করা। সর্বভারতীয় গণআন্দোলনের জন্য একটি মুখ্য কার্যালয় স্থাপন করা। ভারতের বিভিন্ন অঞ্চলের দেশ ভক্তির মধ্যে ব্যক্তিগত যোগাযোগ এবং সৌজন্যে স্থাপন করা। সরকারের সামনে জনপ্রিয় দাবিগুলোকে তুলে ধরা। দেশাত্মবোধ জাগানো। নরমপন্থী দের যুগ (1885-1905) জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতাদের ব্রিটিশ সরকারকে কিছু জানাতে হলে প্রিয়ার এবং পিটিশনের সাহায্য নিতেন এবং কনস্টিটিউশনাল রিফর্ম দাবি জানাতেন। তারা সরাসরি কোনো গণ আন্দোলনের পথে অগ্রসর হতে না। এই সময়কার কিছু গুরুত্বপূর্ণ নরমপন্থী নেতার নাম হল- দাদাভাই নওরোজি, ফিরোজশাহ মেহেতা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র ব্যানার্জি ইত্যাদি। ভারতীয় জাতীয়তার নরমপন্থীদের অবদান...