সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Important organisation and their headquarters

ইম্পর্টেন্ট অরগানাইজেশন ও তাদের হেডকোয়ার্টার কোথায়:


  1. Food and agriculture organisation- Rome.
  2. International civil aviation organisation- Montreal (Canada)
  3. International fund for agricultural development- Rome.
  4. International labour organisation- Geneva.
  5. International Maritime organisation- London.
  6. International monetary fund- Washington DC (IMF এর MD ক্রিস্টিলিনা, এবং চিফ ইকনোমিস্ট গিতা গোপিনাথ)
  7. International telecommunication Union- Geneva.
  8. UNESCO (United Nation educational scientific cultural organisation)- Paris
  9. United Nation industrial development organisation- Vienna (Austria)
  10. Universal postal Union- Bern (Switzerland)
  11. World Bank- Washington DC. (দুটি ব্যাংক নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক গঠিত IBRD {189 দেশ এর সদস্য} IDA {173 দেশ এর সদস্য} [world Bank এর বর্তমান প্রেসিডেন্ট ডেভিড মালপাস, CEO ক্রিস্টিলিনা, CFO আন্ক্সকুলা কান্ত]
  12. World health organisation- Switzerland
  13. World intellectual property organisation- Geneva (Switzerland)
  14. World tourism organisation- Madrid Spain.
  15. United Nation development programme- New York
  16. World food programme- Rome
  17. United Nation environment programme- Nairobi (Kenya)
  18. United Nation high commissioner for refugee- Geneva
  19. Joint United Nation program on HIV/ AIDS- Geneva
  20. United Nation population fund- New York.
  21. International Court of Justice- Hague Netherland
  22. United Nation environment programme- Nairobi (Kenya)
  23. Asian development Bank- Manila (Philippines) 
  24. International committee of red Cross- Geneva (Switzerland)
  25. FIFA- Zurich (Switzerland)
  26. United Nations- New York (USA) (UN Day 24 October)
  27. UN University- Tokyo (Japan)
  28. North Atlantic treaty organisation- Brussels (Belgium)
  29. Organisation for economic cooperation and development- Paris (France)
  30. International Olympic committee- Lausanne Switzerland
  31. International cricket council- Dubai (UAE)
  32. Organisation of petroleum exporting countries- Vienna (Austria)
  33. Transparency international- Berlin (Germany)
  34. Commonwealth of nation- London
  35. Amnesty international- London
  36. International atomic energy agency- Vienna (Austria)
  37. South Asian association for regional cooperation- Kathmandu (1985 তে ঢাকাতে সার্ক তৈরি হয়েছিল)
  38. Association of South East Asian Nation- Jakarta (Indonesia) (ভারত এর মেম্বার না)
  39. Asia Pacific economic cooperation- Singapore (ভারত এর মেম্বার না)
  40. Asia infrastructure investment bank- Beijing (China) (বিশ্বের 74 টি দেশ এর সদস্য ভারত ও তার মধ্যে একটি)
  41. New development Bank- Shanghai (China)
  42. International organisation for standardization- Geneva.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Fundamental right in Bengali | মৌলিক অধিকার

Fundamental right বা মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের part 3 এর article 12 থেকে article 35 এর মধ্যে আছে। মৌলিক অধিকারের ধারণা US Constitution থেকে নেওয়া হয়েছে।  ভারতীয় সংবিধানে বর্তমানে ছয়টি মৌলিক অধিকার আছে। যে গুলি হল, Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) Right to freedom বাক স্বাধীনতার অধিকার (article 19 থেকে 22) Right against exploitation বা শোষণের বিরুদ্ধে অধিকার (article 23 থেকে 24) Right to freedom of religion বা ধর্মীয় স্বাধীনতা (article 25 থেকে 28) Cultural and educational rights বা শিক্ষা ও সংস্কৃতির অধিকার (article 29 থেকে 30) Right to constitutional remedies বা সাংবিধানিক প্রতিকারের অধিকার (article 32) 1978 খ্রিস্টাব্দের আগে right to property বা সম্পত্তির অধিকার ও একটি fundamental right বা মৌলিক অধিকার ছিল কিন্তু 1978 সালে 44 তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে legal right বানানো হয় যা বর্তমানে article 300A যে আছে। Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) -  Article 14 -  Equal

ভারতীয় রাজনীতিতে গান্ধীজীর উত্থান

গান্ধীজীর উত্থান ব্রিটেন থেকে ওকালতি পড়ে এসে গান্ধীজী 1898 সালে সাউথ আফ্রিকাতে যান। সেখানে তিনি দাদা আব্দুল্লাহর কেসের জন্য গেলেও সেখানকার নিপীড়িত ভারতীয়দের দেখে তাদের সাহায্য করার জন্য 22 বছর সাউথ আফ্রিকা তে থাকেন। এরমধ্যে গান্ধীজীর প্রতিবাদের দুটি ধারা দেখা যায়। গান্ধীজীর প্রতিবাদের নরমপন্থী ভাগ (1894-1906) দক্ষিণ আফ্রিকায় গিয়ে গান্ধীজী প্রথমে নরমপন্থী দের মত সরকারকে প্রেয়ার এবং পিটিশন দেওয়া শুরু করে এই আশায় যে যেহেতু আফ্রিকা ও ব্রিটিশ সাম্রাজ্যের অংশ সেই হিসাবে সেখানকার বসবাসকারী ভারতীয়রা ব্রিটেনের নাগরিক এবং ব্রিটিশ সরকার তাদের দুর্দশা দেখলে তাদের সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করবে।  প্যাসিভ রেজিস্টেন্স বা সত্যাগ্রহী ভাগ (1906-1914) নরমপন্থী ভাবধারায় কাজ না হওয়ায় গান্ধীজি প্যাসিভ রেজিস্টেন্স এর দিকে চলে যায় যাকে তিনি সত্যাগ্রহ বলেন। তিনি প্রথম সত্যাগ্রহ করেন দক্ষিণ আফ্রিকায় থাকা ভারতীয়দের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে। এখানে ব্রিটিশ সরকার দ্বারা বলা হয়েছিল যে সমস্ত ভারতীয়রা দক্ষিণ আফ্রিকায় থাকে তাদেরকে আঙ্গুলের ছাপ দেওয়া একটি কার্ড নিয়ে ঘুরতে হব

ধ্বনি

ধ্বনি কাকে বলে? বাক যন্ত্রের স্বল্পতম প্রয়োগে শব্দের বিশ্লিষ্ট তম অংশকে বলে ধ্বনি। বাংলা ব্যাকরণে 11 টি স্বরধ্বনি এবং 39 টি ব্যঞ্জনধ্বনি আছে। ধ্বনি পরিবর্তন দুইভবে হয়, স্বরধ্বনি ঘটিত পরিবর্তন ও ব্যঞ্জনধ্বনি ঘটিত পরিবর্তন। স্বরধ্বনিঘটিত পরিবর্তন- স্বরভক্তি বা বিপ্রকর্ষ-  উচ্চারণের সুবিধার জন্য বা ছন্দের প্রয়োজনে সংযুক্ত ব্যঞ্জনবর্ণ্ণকে  ভেঙে তার মধ্যে স্বরধ্বনি আনার রীতিকে বলা হয় স্বরভক্তি বাা বিপ্রকর্ষ। যেমন - রত্ন > রতন স্বরাগম- উচ্চারণ কে সহজ করতে অথবা উচ্চারণের অপারগতার জন্য শব্দের শুরুতে, মধ্যে বা শেষে স্বরধ্বনি আগমনকে বলা হয় স্বরাগম। স্বরাগমকে তিন ভাগে ভাগ করা যায়। আদি স্বরাগম- শব্দের শুরুতে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। যেমন- স্কুল > ইস্কুল মধ্য স্বরাগম-  শব্দের মধ্যে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। যেমন- রত্ন > রতন, ধর্ম > ধরম ইত্যাদি। অন্ত স্বরাগম-  শব্দের শেষে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। যেমন- বেঞ্চ >বেঞ্চি, ইঞ্চ>ইঞ্চি ইত্যাদি। স্বরলোপ-  উচ্চারণের কোন ত্রুটি বা সুবিধার জন্য শব্দের অন্তর্গত কোন