সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু এবং এও হিউম এর প্রচেষ্টায় 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে যার সভাপতিত্ব করেন উমেশচন্দ্র ব্যানার্জি।
জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য এবং কর্মসূচি-
- একটি সর্বভারতীয় জাতীয় আন্দোলন গঠন করা।
- ভারতবাসীদের রাজনৈতিকভাবে শিক্ষিত করা।
- সর্বভারতীয় গণআন্দোলনের জন্য একটি মুখ্য কার্যালয় স্থাপন করা।
- ভারতের বিভিন্ন অঞ্চলের দেশ ভক্তির মধ্যে ব্যক্তিগত যোগাযোগ এবং সৌজন্যে স্থাপন করা।
- সরকারের সামনে জনপ্রিয় দাবিগুলোকে তুলে ধরা।
- দেশাত্মবোধ জাগানো।
নরমপন্থী দের যুগ (1885-1905)
জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতাদের ব্রিটিশ সরকারকে কিছু জানাতে হলে প্রিয়ার এবং পিটিশনের সাহায্য নিতেন এবং কনস্টিটিউশনাল রিফর্ম দাবি জানাতেন। তারা সরাসরি কোনো গণ আন্দোলনের পথে অগ্রসর হতে না।
এই সময়কার কিছু গুরুত্বপূর্ণ নরমপন্থী নেতার নাম হল- দাদাভাই নওরোজি, ফিরোজশাহ মেহেতা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র ব্যানার্জি ইত্যাদি।
ভারতীয় জাতীয়তার নরমপন্থীদের অবদান-
- নরমপন্থী ও ব্রিটিশ সরকারের অর্থনৈতিক নীতি গুলির সমালোচনা করতেন যার ফলে দেশের সাধারণ মানুষ বুঝতে পারে ব্রিটিশ শাসন ভারতীয়দের পক্ষে ভালো নয়। দাদাভাই নওরোজি তার drain theory দ্বারা এটা বোঝানোর চেষ্টা করেন কিভাবে ব্রিটিশ সরকার ভারতের সম্পদ ব্রিটেনে নিয়ে যাচ্ছে। দাদাভাই নওরোজি বিখ্যাত বই POVERTY AND UNBRITISH RULE IN INDIA.
- 1861 খ্রিস্টাব্দের Indian council act এ যে সমস্ত ভারতীয়দের ইম্পেরিয়াল লেজিসলেটিভ বডিতে প্রবেশের অনুমতি দেওয়া হয় তারা সকলেই ছিলেন নমিনেটেড মেম্বার। নরমপন্থীরা ইম্পেরিয়াল লেজিসলেটিভ বডিতে নির্বাচিত সদস্যদের আনার দাবি জানায় এবং এই লেজিসলেটিভ বডিতে ভারতীয়দের সংখ্যা বৃদ্ধির দাবি ও জানায়।
- ইমপেরিয়াল লেজিসলেটিভ বডির ভারতীয় সদস্যদের ক্ষমতা বৃদ্ধির দাবি জানানো হয় নরমপন্থী দের দ্বারা। যেখানে ভারতীয়দের বাজেটে ভোটদানের অধিকার চাওয়া হয়।
- জুডিশিয়াল বডিকে এক্সিকিউটিভ বাড়ি থেকে আলাদা করার দাবি জানানো হয়।
- নরমপন্থী ও ব্রিটিশদের এগ্রেসিভ ফরেন পলিসি নিয়েও সমালোচনা করে।
- ওয়েলফেয়ার সেক্টর যেমন-স্বাস্থ্য, শিক্ষা এই সমস্ত খাতে অধিক পরিমাণে অর্থ বিনিয়োগের দাবি জানানো হয় ব্রিটিশ সরকারের কাছে নরমপন্থী দের দ্বারা।
নরমপন্থী দের সীমাবদ্ধতা-
- নরমপন্থী কেবলমাত্র ভারতের শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তারা কোনদিনই ভারতের সাধারণ মানুষকে সম্পূর্ণভাবে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে আনতে পারেননি।
- নরমপন্থী নেতাদের দাবি সাংবিধানিক পথে আদায় করার চেষ্টা করেছেন তারা কোনদিনই কোন গণআন্দোলনের দিকে অগ্রসর হননি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন