ভারতে জাতীয়তাবাদ উন্মেষের কারণ-
- পাশ্চাত্য শিক্ষার বিকাশের ফলে ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যান এবং সেখানে গিয়ে একটি স্বাধীন দেশের সমাজের সঙ্গে নিজের দেশের সমাজ ব্যবস্থার তুলনা করেন, যেখানে জনসাধারণকে বেসিক হিউম্যান রাইট পর্যন্ত দেওয়া হতো না।
- পাশ্চাত্য শিক্ষার বিকাশের ফলে ভারতীয়রা বহির্বিশ্বের সমস্ত বিপ্লব সম্পর্কে এবং নবজাগরণের সম্পর্কে জানতে পারে, যা ভারতীয় জাতীয়তাবাদ উন্মেষে অনুপ্রেরণা যোগায়, যেমন- সাউথ আফ্রিকা, গ্রিস এবং বিশেষভাবে আয়ারল্যান্ডের বিপ্লব ভারতীয়দের অনুপ্রাণিত করে।
- ইংরেজি ভাষা শেখার ফলে ভারতের এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের সঙ্গে সহজে কথোপকথন করতে পারে আর যারা রাজনৈতিক মতবাদ প্রবর্তনে সহায়ক হয়।
- এছাড়া ঊনবিংশ শতাব্দীতে ভারতে 169 টি দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র ছিল যেগুলি সরকারের সমালোচনা করত এবং ভারতীয়দের এক হওয়ার অনুপ্রেরণা যোগাতে।
- এছাড়া ঊনবিংশ শতাব্দীতে ভারতে যে দেশাত্মবোধে অনুপ্রেরিত সাহিত্যের উদ্ভব হয় তা জাতীয়তাবাদী মনোভাব গঠনে সহায়তা করে।
- ব্রিটিশদের বর্ণ বৈষম্যতা ভারতীয় জাতীয়তাবাদের উদ্ভবে একটি অন্যতম কারণ ছিল।
ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন হওয়ার আগে ভারতে যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলি ছিল-
ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্ভবের আগে ভারতে যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলি ছিল তাঁরা সকলেই প্রায় একই রকম দাবি করত যে গুলি হল-
- ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয়দের সংখ্যা বৃদ্ধি
- অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস
- শিক্ষার বিকাশ
এই সংগঠন গুলির বেশিরভাগই কিছু নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল সর্বভারতীয় কোন সংগঠন গড়ে ওঠেনি।
জাতীয় কংগ্রেস তৈরীর আগে বাংলার রাজনৈতিক সংগঠন
- The Bongabhasha prakashika Sabha - রাজা রামমোহন রায় 1836 সালে গঠন করে।
- The zamindari association-
- The Bengal British India society- 1843 সালে গঠিত হয়। 1851 সালে The zamindari association বা landholder's society ও The Bengal British India society মিলে British Indian association সংগঠিত হয়। British Indian association ব্রিটিশ পার্লামেন্টে কয়েকটি দাবি রাখে যে গুলি হল-
- জনপ্রিয় লোকেদের নিয়ে একটি লেজিসলেচার গঠন করা।
- জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে আলাদা করা।
- উচ্চপদস্থ আমলা বেতন কমান।
- লবণ, আপগারি ও স্ট্যাম্পের উপর ডিউটি বন্ধ করা।
1853 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট এর প্রস্তাবগুলি কিছু কিছু মানা হয় যেমন ছয়জন সদস্যের একটি লেজিসলেটিভ কাউন্সিল বানানোর কথা 1853 সালের চার্টার অ্যাক্ট এ বলা হয়েছিলো। - The Indian League- শিশির কুমার ঘোষ 1875 খ্রিস্টাব্দের এটি গঠন করেন।
- The Indian association of Calcutta- এটি Indian national association নামে ও পরিচিত। এই সংস্থাটি 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসুর নেতৃত্বে গড়ে ওঠে। ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্ভবের আগে ভারতের রাজনৈতিক সংস্থাগুলোর মধ্যে এটি ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। Indian national association ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার বয়স বাড়ানোর দাবি রাখে সরকারের কাছে। এই সংস্থাটি কলকাতা এবং কলকাতা ছাড়াও কলকাতার বাইরে কিছু শাখা ছিল। Indian national association এর মেম্বারশিপ ফি কম রাখা হয়েছিল যাতে সাধারণ মানুষ রাজনৈতিক সংগঠনে প্রবেশ করতে পারে। Indian national association সর্বপ্রথম 1883 সালের ডিসেম্বর মাসে 28-30 পর্যন্ত একটি সর্বভারতীয় সভার আয়োজন করে। পরবর্তীকালে 1886 সালে Indian national association ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে যায়।
জাতীয় কংগ্রেস তৈরীর আগে বোম্বের রাজনৈতিক সংগঠন
- The poona sarvajanik Sabha - 1867 খ্রিস্টাব্দে মহাদেব গোবিন্দ রানাডে পুনা সার্বজনীক সভা গঠন করেন ।
- The Bombay presidency association - 1885 খ্রিস্টাব্দে বদ্রুদ্দিন ত্যাবজি, ফিরোজশাহ মেহেতা এবং কে টি টেলাঙ্গ এই সংগঠনটি তৈরি করেন।
জাতীয় কংগ্রেস তৈরীর আগে মাদ্রাজ রাজনৈতিক সংগঠন
- The Madras Mahajan Sabha - 1884 খ্রিস্টাব্দে এম ভিরাঘবচারি, বি সুব্রামানিয়াম আইয়ার ও পি আনন্দ চার্লু মিলে এই সংগঠন কে গঠন করেন।
ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্বের আন্দোলন-
এই সমস্ত সংস্থাগুলি ভারতীয় জাতীয় কংগ্রেসের উত্থান এর আগে অনেকগুলি আন্দোলন করেছিল-
- 1875 সালে কটন আমদানির ওপর টেক্স নিয়ে।
- 1878-1879 সরকারের কাজে ভারতীয়দের নিয়োগ নিয়ে।
- লর্ড লিটনের আফগান অভিযান নিয়ে।
- 1878 সালের অস্ত্র আইন নিয়ে।
- 1878 সালের দেশীয় ভাষায় সংবাদপত্র আইন নিয়ে।
- ইন্ডিয়ান ইমিগ্রেশন অ্যাক্ট নিয়ে।
- ইলবার্ট বিল নিয়ে।
- সিভিল সার্ভিস পরীক্ষায় বয়স বাড়ানো নিয়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন