- মর্লে মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয়?
- 1907 সালে
- 1909 সালে
- 1911 সালে
- 1919 সালে
- 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয়-
- হাওড়া ও দিল্লির মধ্যে
- বোম্বে ও থানের মধ্যে
- হাওড়া ও বোম্বের মধ্যে
- ওপরের কোনোটিই নয়
- ভারতে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইনে?
- 1891
- 1909
- 1919
- 1935
- পিটের ভারত শাসন আইন কোন সালে প্রণীত হয়?
- 1773
- 1781
- 1784
- 1858
- সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন?
- ওয়ারেন হেস্টিংস
- লর্ড কর্নওয়ালিস
- লর্ড বেন্টিং
- লর্ড ক্যানিং
- কোন সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়?
- 1791
- 1792
- 1793
- 1794
- 1919 খ্রিস্টাব্দের আইন যে নামে পরিচিত-
- রাওলাট আইন
- মর্লি মিন্টো রিফর্ম
- মন্টেগু-চেমসফোর্ড আইন
- সাইমন কমিশন
- কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন?
- লর্ড কর্নওয়ালিস
- ওয়ারেন হেস্টিংস
- জন শোর
- লর্ড বেন্টিং
- ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য হিসাবে কে মনোনীত হন?
- জহরলাল নেহেরু
- দাদাভাই নওরোজি
- এম কে গান্ধী
- এদের কেউ নয়
- কোন আইনে ভারতে খ্রিস্টান মিশনারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল?
- চার্টার অ্যাক্ট 1793
- চার্টার অ্যাক্ট 1813
- চার্টার অ্যাক্ট 1833
- পিট্স ইন্ডিয়া অ্যাক্ট 1784
- ডালহৌসি অযোধ্যা দখল করেন-
- 1848
- 1857
- 1853
- 1856
- কোন গ্রন্থে নীলচাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেওয়া আছে?
- দীনবন্ধু
- নীলদর্পণ
- নীল দর্শন
- আনন্দমঠ
- অপিক্কো আন্দোলনের নেতৃত্ব দেন-
- আহমেদাবাদের সরলা বেন
- রাজকোটের মিরা বেন
- সিরসির পান্ডুরঙ হেগড়ে
- কৌসনির সুন্দরলাল বহুগুণা
- নীলদর্পণ এর রচয়িতা হলেন-
- রবীন্দ্রনাথ ঠাকুর
- দীনবন্ধু মিত্র
- গিরিশচন্দ্র ঘোষ
- বিপিনচন্দ্র পাল
- ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান মেরু থাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটে সেটি ছিল-
- অযোধ্যা
- কাশ্মীর
- ত্রিবাঙ্কুর
- মহীশূর
- সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সাথে যুক্ত?
- সাঁওতাল
- চাকমা
- খাসি
- নীল
- ব্রিটিশদের বিরুদ্ধে "উলগুলান" উপজাতি বিদ্রোহ সংগঠিত করেছিলেন-
- করা মাল্য
- রানাডে
- বিরসা মুন্ডা
- কোন্ডা ডোরা
- 1921 সালের মোপলা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়?
- আসাম
- কেরল
- পাঞ্জাব
- বাংলা
- 1857 সালের মহাবিদ্রোহের অব্যাহতির পরে বাংলায় কোন বিদ্রোহের অভ্যুত্থান ঘটে?
- পাবনা বিদ্রোহ
- নীল বিদ্রোহ
- সন্ন্যাসী বিদ্রোহ
- সাঁওতাল বিদ্রোহ
- তিতুমীর কে ছিলেন?
- ওয়াহাবি আন্দোলনের নেতা
- ফরাজি আন্দোলনের নেতা
- সিপাহী বিদ্রোহের নেতা
- নীল বিদ্রোহের নেতা
- নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন-
- মধুসূদন দত্ত
- রেভ জেমস লং
- হরিশচন্দ্র মুখার্জি
- কালীপ্রসন্ন সিংহ
- বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়?
- 1942
- 1944
- 1945
- 1946
- ভিল বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল?
- ছোটনাগপুর
- সিংভূম
- সাতারা
- খান্দেশ
- বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন?
- দুদুমিয়া
- তিতুমীর
- হাজী শরীয়তউল্লাহ
- সৈয়দ আহমেদ
- কোন জায়গাকে সাঁওতালরা 'দামিন-ই-কোহ' বলত?
- ধলভূম
- পালামৌ
- রাজমহল পাহাড়
- হাজারীবাগ
- নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত লেখা হতো যে পত্রিকায়-
- হিন্দু পেট্রিয়ট
- টাইমস অফ ইন্ডিয়া
- স্টেটসম্যান
- ইংলিশ ম্যান
- সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল কোন সালে?
- 1855
- 1857
- 1859
- 1871
- হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- কৃষ্ণকুমার মিত্র
- হরিশচন্দ্র মুখোপাধ্যায়
- বিপিনচন্দ্র পাল
- শিবনাথ শাস্ত্রী
- মুন্ডা বিদ্রোহ সংঘটিত হয়েছিল-
- 1854-55
- 1890
- 1899-1900
- 1902
- বাংলায় নীল বিদ্রোহ ঘটেছিল-
- 1859
- 1860
- 1863
- 1869
- 1857 সালের বিদ্রোহের সময়ে লখনউতে বিদ্রোহের নেতৃত্ব দেন-
- বাহাদুর শাহ
- লিয়াকাট আলি
- নানা সাহেব
- বেগম হযরত মহল
- সিপাহী বিদ্রোহের সিজদার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
- লর্ড হেস্টিংস
- ওয়েলেসলি
- ডালহৌসি
- ক্যানিং
- 1857 সালের অভ্যূত্থানে ভারতের কোন অঞ্চলে বিশেষ কোনো প্রভাব পড়েনি?
- বাংলা
- পাঞ্জাব
- অযোধ্যা
- সবকটি অঞ্চলেই
- 'এইটিন ফিফটি সেভেন' বইটির রচয়িতা কে?
- এস এন সেন
- আর সি মজুমদার
- সৈয়দ আহমেদ খান
- আরসি ভান্ডারকর
- কোন আইনবলে রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হন?
- রয়াল টাইটেল আইন, 1876
- 1858 সালের আইন
- 1861 সালের কাউন্সিল আইন
- 1872 সালের আইন
- 1857 শালীর বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন?
- দাদা সাহেব
- ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ
- বাহাদুর শাহ জাফর
- উপরিউক্ত কেউ নয়
- 'Back to Vedas' এই স্লোগান কে প্রবর্তন করেন?
- লালা হংসরাজ
- পন্ডিত গুরুদত্ত
- স্বামী দয়ানন্দ সরস্বতী
- লালা লাজপত রাই
- গোলামগিরি গ্রন্থটি কে লেখেন?
- স্যার সৈয়দ আহমেদ খান
- রামমোহন রায়
- জ্যোতিবা ফুলে
- বি আর আম্বেদকর
- কোন সমাজ সংস্কারক 'পেরিয়ার' নামে জনপ্রিয় ছিলেন?
- ই ভি রামাস্বামী নাইয়ার
- সিভি রমন পিল্লাই
- বি আর আহমেদ কর
- জ্যোতিবা ফুলে
- রামমোহন রায়কে 'রাজা' উপাধি প্রদান করেন কোন মোগল সম্রাট?
- জাহান্দার শাহ
- মোহাম্মদ শাহ
- দ্বিতীয় আকবর
- বাহাদুর শাহ জাফর
- আলীগড় আন্দোলনের কেন্দ্র ছিল-
- দেওবন্দ স্কুল
- অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
- পীর ফকির মজলিস
- খিলাফত কমিটি
- নিম্নোক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল?
- ব্রাহ্মসমাজ
- আর্য সমাজ
- রামকৃষ্ণ মিশন
- উপরিউক্ত সবকটি
- ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা হলেন-
- জি কে গোখলে
- এম জি রানাডে
- বি জি তিলক
- ভি ডি সভারকার
- থিওসফিক্যাল সোসাইটির ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিলেন?
- হেনরি ডিরোজিও
- অ্যানি বেসান্ত
- ভগিনী নিবেদিতা
- মাদাম এইচ পি ব্লাভাটস্কি
- দ্য মডার্ন অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন-
- স্যার সৈয়দ আহমেদ খান
- টি বেক
- এ এম. স্যামুয়েলসন
- এম এম মুলক
- নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?
- রামমোহন রায়
- ডিরোজিও
- দেবেন্দ্রনাথ ঠাকুর
- ডেভিড হেয়ার
- কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয়?
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- স্বামী বিবেকানন্দ
- রামমোহন রায়
- বি জি তিলক
- বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়?
- 1870
- 1875
- 1876
- 1880
- এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত?
- কথামৃত
- কথামালা
- বর্তমান ভারত
- এ নেশন ইন মেকিং
- কে ব্রাহ্মসমাজের সক্রিয় নেতা ছিলেন না?
- দেবেন্দ্রনাথ ঠাকুর
- কেশব চন্দ্র সেন
- অক্ষয় কুমার দত্ত
- স্বামী বিবেকানন্দ
- ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের (1870) প্রতিষ্ঠাতা কে?
- রামমোহন রায়
- দেবেন্দ্রনাথ ঠাকুর
- কেশব চন্দ্র সেন
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- থিওসফিক্যাল সোসাইটি কেন্দ্রীয় কার্যালয় ভারতের কোথায় অবস্থিত ছিল?
- আদিয়ার
- বেলুড়
- আভাদি
- ভেল্লোর
- প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন-
- রাজা রামমোহন রায়
- দেবেন্দ্রনাথ ঠাকুর
- আত্মারাম পান্ডুরঙ্গ
- দয়ানন্দ সরস্বতী
- ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা কাকে বলা হয়?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- রাজা রামমোহন রায়
- এম কে গান্ধী
- স্বামী বিবেকানন্দ
- কে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করেন?
- বিপিনচন্দ্র পাল
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- বারিন্দ্র ঘোষ
- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- কে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন?
- অশ্বিনী কুমার দত্ত
- পুলিন দাস
- সূর্য সেন
- বারিন্দ্র ঘোষ
- কে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন?
- রামমোহন রায়
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ডিরোজিও
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
- কে সোমপ্রকাশ সংবাদপত্রটির প্রকাশ শুরু করেন?
- দয়ানন্দ সরস্বতী
- দ্বারকানাথ বিদ্যাভূষণ
- রাজা রামমোহন রায়
- সুরেন্দ্রনাথ ব্যানার্জি
- ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন?
- এইচ এল ভি ডিরোজিও
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- কেশব চন্দ্র সেন
- রাজা রামমোহন রায়
- 1835 খ্রিস্টাব্দে ভারতের সরকারি ভাষারূপে ইংরেজি ভাষা কোন ভাষার পরিবর্তে প্রচলিত হয়?
- আরবি
- ফারসি
- তুর্কি
- উর্দু
- সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন?
- বেন্টিং
- মেলে
- হেস্টিংস
- মেটকাফে
- কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন?
- লর্ড লিটন
- লর্ড ডালহৌসি
- লর্ড ওয়েলেসলি
- লর্ড কার্জন
- এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
- ডেভিড হেয়ার
- আলেকজান্ডার ডাফ
- এইচ ভি ডিরোজিও
- উইলিয়াম জোন্স
- নিম্নলিখিত কোনটিকে ভারতে ইংরেজি শিক্ষার 'ম্যাগনা কার্টা' বলা হয়?
- 1813 সালের চার্টার অ্যাক্ট
- 1882 সালের ইন্ডিয়ান এডুকেশন কমিশন রিপোর্ট
- 1904 সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন
- 1854 সালের শিক্ষামূলক ডেসপ্যাচ
- প্রথম ভারতীয় সংবাদ সংস্থা ছিল-
- ইন্ডিয়ান রিভিউ
- ফ্রী প্রেস অফ ইন্ডিয়া
- হিন্দুস্থান রিভিউ
- এসোসিয়েটেড প্রেস অফ ইন্ডিয়া
- প্রযুক্তিগুলি মধ্যে কোনটি লিবারেলদের মুখপত্র ছিল?
- নিউ ইন্ডিয়া
- লিডার
- ইয়ং ইন্ডিয়া
- ফ্রী প্রেস জানা
- নিম্নলিখিত কোন সংবাদপত্র/জার্নাল মহারাষ্ট্র থেকে প্রকাশিত হতো?
- ক্রান্তি
- আত্মশক্তি
- সারথি
- সন্ধ্যা
- নিম্নলিখিত দের মধ্যে কে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে একটি জাতীয় কাগজ, একটি জাতীয় বিদ্যালয় এবং একটি জাতীয় ব্যামাগার স্থাপন করেছিলেন?
- যতীন্দ্রনাথ ঠাকুর
- রাজনারায়ণ বসু
- নবগোপাল মিত্র
- সত্যেন্দ্রনাথ ঠাকুর
- কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?
- 1817
- 1832
- 1820
- 1857
- কবে এশিয়াটিক সোসাইটির পত্তন হয়?
- 1784
- 1785
- 1794
- 1796
- 'Poverty and unbritish rule in India' গ্রন্থের লেখক কে?
- সুরেন্দ্রনাথ ব্যানার্জি
- ফিরোজ শাহ মেহতা
- বদরুদ্দিন তায়েবজি
- দাদাভাই নওরোজি
- কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়-
- 1857
- 1854
- 1860
- 1874
- কোন গভর্নর জেনারেল ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসার উদ্যোগী হয়েছিলেন?
- লর্ড কর্নওয়ালিস
- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
- লর্ড রিপন
- লর্ড কার্জন
- কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়?
- 1819
- 1835
- 1858
- 1884
- অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন?
- সুরেন্দ্রনাথ ব্যানার্জি
- বারিন্দ্র ঘোষ
- কৃষ্ণ কুমার মিত্র
- শিশির কুমার ঘোষ
- প্রথম বাংলায় প্রকাশিত সংবাদপত্রের নাম হল-
- সমাচার দর্পণ
- সম্বাদ কৌমুদী
- সংবাদ প্রভাকর
- তত্ত্ববোধিনী পত্রিকা
- জাতীয়তাবাদী সংগঠন 'পুনা সার্বজনীক সভা' প্রতিষ্ঠা হয় যে বছর সেটি হল-
- 1870
- 1885
- 1829
- 1858
- 'Drain of wealth' তত্ত্বের প্রবক্তা হলেন-
- জহরলাল নেহেরু
- দাদাভাই নওরোজি
- মহাত্মা গান্ধী
- রমেশচন্দ্র দত্ত
- তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন-
- দেবেন্দ্রনাথ ঠাকুর
- শিবনাথ শাস্ত্রী
- কেশব চন্দ্র সেন
- রাজা রামমোহন রায়
- কলকাতা ভারত সভা (ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন) স্থাপন করেছিলেন-
- w.c. ব্যানার্জি
- এস এন ব্যানার্জি
- সুভাষচন্দ্র বসু
- চিত্তরঞ্জন দাস
- দাদাভাই নওরোজি কর্তৃক প্রণোদিত সম্পদের নির্গমন তত্ত্বকে বিস্তারিত করেছিলেন-
- মহাদেব গোবিন্দ রানাডে
- বালগঙ্গাধর তিলক
- গোপালকৃষ্ণ গোখলে
- ফিরোজ শাহ মেহতা
- নিম্নলিখিত সম্প্রদায় গুলির মধ্যে কারা ইলবার্ট বিল এর তীব্র বিরোধিতা করেছিলে?
- হিন্দুরা
- মুসলমানরা
- ইঙ্গ ভারতীয় সভ্যতায়
- উপরে সকলেই
- ব্রিটিশ শাসনাধীন ভারতের প্রথম রাজনৈতিক সমিতি-
- ব্রাহ্মসমাজ
- আর্য সমাজ
- বঙ্গীয় ল্যান্ড হোল্ডার সোসাইটি (ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন (1852))
- কোনোটিই নয়
- সার্ভেন্টস্ অফ ইন্ডিয়া সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন-
- গোপালকৃষ্ণ গোখলে
- এইচ এন কুঞ্জুরু
- বালগঙ্গাধর তিলক
- ভিডি সভারকার
- ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়?
- 1876
- 1884
- 1887
- 1890
- অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল-
- ক্ষুদিরাম বসুর দ্বারা
- ভিডি সভারকার দ্বারা
- প্রফুল্ল চাকীর দাঁড়া
- ভগৎ সিং দ্বারা
- গদর দলের নেতা কে ছিলেন?
- ভগৎ সিং
- লালা হরদয়াল
- বালগঙ্গাধর তিলক
- ভিডি সভারকার
- ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?
- প্রফুল্ল চাকী
- পুলিন দাস
- এস এন সান্যাল
- যতীন্দ্রনাথ মুখার্জী
- কোন সালে এবং কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠিত হয়?
- 1930, সূর্যসেন
- 1929, বটুকেশ্বর দত্ত
- 1929, শচীন্দ্রনাথ সান্যাল
- 1930, রামপ্রসাদ বিসমিল
- ভারতের জাতীয়তা আন্দোলনে চরমপন্থী মত পথের উত্থানের প্রত্যক্ষ কারণ কি?
- নরমপন্থীদের আন্দোলনে সরকারি অবজ্ঞা
- ভারতীয়দের উপর ব্রিটিশ সরকারের অত্যাচার
- বঙ্গভঙ্গ
- বিপ্লবী সন্ত্রাসবাদের উত্থান
- কে অনুশীলন সমিতি গঠন করেছিলেন?
- যতীন দাস
- বটুকেশ্বর দত্ত
- পি মিত্র
- অশ্বিনী কুমার দত্ত
- 1907 সালে সরকার জন উইলিকে কে হত্যা করেন?
- বি এন দত্ত
- এম এল ধিংড়া
- সরদার অজিত সিং
- এস সি চ্যাটার্জি
- ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে আন্দামান দ্বীপে এক কয়েদি হত্যা করে?
- ক্লাইভ
- রিপন
- মেয়ো
- নর্থব্রুক
- দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে ধ্বনী তুলেছিলেন 'বিপ্লব দীর্ঘজীবী হোক'?
- ভগৎ সিং
- রাজবিহারী বসু
- এম এন রয়
- লালা লাজপত রায়
- গদর পার্টি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়-
- আমেরিকা, 1913
- ইংল্যান্ড, 1917
- ডেনমার্ক, 1921
- স্কটল্যান্ড, 1925
- চট্টগ্রামের পাহাড়তলীতে সাহেবদের ক্লাব আক্রমণ করেছিলেন-
- সূর্যসেন
- প্রীতিলতা ওয়াদ্দেদার
- অনন্ত সিংহ
- লোকনাথ বল
- 1912 সালে লর্ড হার্ডিঞ্জের উপর আক্রমণ চালিয়ে ছিলেন-
- রাজবিহারী বসু
- বসন্ত বিশ্বাস
- ক্ষুদিরাম বসু
- অজিত সিং
- মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল-
- 1929
- 1934
- 1942
- 1931
- আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠা করেন-
- তারকনাথ দাস
- লালা হরদয়াল
- রামচন্দ্র
- কাজী ওবেইদুল্লাহ
- কাকে গদর পার্টি হত্যা করতে চেয়েছিল?
- কিংসফোর্ড
- হার্ডিঞ্জ
- টেগার্ট
- নর্থব্রুক
- বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন?
- যতীন দাস
- যতীন্দ্রনাথ মুখার্জী
- যতীন্দ্রমোহন সেনগুপ্ত
- উপরের কেউ নয়
- নিম্নলিখিত কোন বিপ্লবী রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন?
- অনাথবন্ধু পাঁজা
- সুশীল কুমার ধাড়া
- যতীন দাস
- বিনয় বসু
- 1927 সালে সাইমন কমিশন বয়কটের কারণ হলো-
- কমিশনে ভারতীয় কোন মেম্বার ছিল না
- একটি মুসলিম লীগকে সমর্থন করছিল
- কংগ্রেস ভেবেছিল ভারতীয়রা স্বরাজের অধিকারী
- কোনাটিই নয়
- নিম্নলিখিত কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান প্রবর্তনের ধারণা গ্রহণ করেছিল?
- স্বরাজ দল
- 1936 সালে কংগ্রেস
- 1942 সালে মুসলিম লীগ
- 1946 সালের সর্বদলীয় সম্মেলন
- 1916 সালে তিলক কোথায় হোমরুল লীগের প্রতিষ্ঠা করেন?
- সাতারা
- পুনে
- বেলগাঁও
- বেরার
- অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেফতার হন?
- মতিলাল নেহেরু
- চিত্তরঞ্জন দাস
- গান্ধীজী
- হসরত মোহানি
Fundamental right বা মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের part 3 এর article 12 থেকে article 35 এর মধ্যে আছে। মৌলিক অধিকারের ধারণা US Constitution থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানে বর্তমানে ছয়টি মৌলিক অধিকার আছে। যে গুলি হল, Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) Right to freedom বাক স্বাধীনতার অধিকার (article 19 থেকে 22) Right against exploitation বা শোষণের বিরুদ্ধে অধিকার (article 23 থেকে 24) Right to freedom of religion বা ধর্মীয় স্বাধীনতা (article 25 থেকে 28) Cultural and educational rights বা শিক্ষা ও সংস্কৃতির অধিকার (article 29 থেকে 30) Right to constitutional remedies বা সাংবিধানিক প্রতিকারের অধিকার (article 32) 1978 খ্রিস্টাব্দের আগে right to property বা সম্পত্তির অধিকার ও একটি fundamental right বা মৌলিক অধিকার ছিল কিন্তু 1978 সালে 44 তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে legal right বানানো হয় যা বর্তমানে article 300A যে আছে। Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) - Article 14 -...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন