সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

West Bengal police SI and lady SI previous year question paper

সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশের এস আই এবং মহিলা এসআইয়ের PMT ও PET টেস্টের পর মেনস্ পরীক্ষা আসন্ন। এর জন্যই 2008 সালের পশ্চিমবঙ্গ পুলিশের এসআই এবং মহিলা এস আই এর মেনস্ পরীক্ষার প্রশ্নপত্র এখানে দেওয়া হল, আশা করি আপনাদের আসন্ন পরীক্ষার জন্য এই প্রশ্নপত্রটি সাহায্য করবে।

West Bengal police SI and lady SI mains question paper 2008

If the questions attempt are in excess of the prescribed number, only the question first up to the prescribed number shall be valued and the remaining once ignored.
Candidates who have offered Hindi or Urdu or Nepali in lieu of Bengali in their application, should attempt question number 2 as given in the additional sheet of question paper which may be had on demand at the examination hall.

  1. Writea report on the evils of sound pollution. (What create sound pollution- Mike, box, bank, loud horn, loud human voice, use of mobile phone, crackers, damage created by sound on nervers, decibel limit prescribed by the court, preventive measures)
Or
Write a report on the pros and cons of the recent shopping mall culture in the City Kolkata.(replacement of small shops and market and creation of economic problem- giving rise to consumer, difference create among the different classes of the society, any advantage)
[N.B - write X, Y, Z in place of name, address, if necessary]
  1. Translate the following passage into English15
আমাদের পাড়ায় বছর 5 আগে এক নতুন পরিবার বাস করতে এসেছিল। পরিবারের সদস্য বলতেছিল তিনজন। পরিমল বাবু, তার স্ত্রী কমলা ও ছোট্ট তিন বছরের মেয়ে পুতলি। পাড়ায় আসার পরই পরিবারটি সকলের পরিচিত হয়ে গেল কেবলমাত্র পুতলির জন্য। বয়স 3 বছর হলে কি হয়, সারাদিনে তার নানা রকম দুরন্তপনার ছিল নিত্য রুটিন। এর সঙ্গে ছিল তার অশুদ্ধ উচ্চারণে অনর্গল কথা। এতেই পাড়ার লোকের মন জয়।

  1. Make a precis of the following passage in your own words and add an appropriate title:
The examination system is both an opiate and a poison. It is an opiate because it fools us into believing that all is well when most is ill. Look the public says, at this list of scholarship; see how many children have got their school certificate, something is clearly happening, the school is doing the job. Something no doubt is happening, but it may not be education, it may be administration of a poison which paralysis or at least slow down of the natural activities of the healthy mind. The healthy human being, finding himself a creature of unknown capacities in an unknown world wants to learn what the world is like find what he should be and do in it. To help him answering these questions is the one and only purpose of education. But this is not the prime aim of the ordinary people who is working for a school or higher certificate or for a scholarship or a degree and for whom the examination is much more important than vision of greatness. Examinations are harmless when the examinee is indifferent to their result, but as soon as the matter, they begin to distort his attitude to education and to conceal it's purpose. Disinterestedness is the essence of all good education and liberal education is impossible without it.

  1. Frame meaningful sentences with the following phrases.

A fish out of water
Let the cat out of bag
A bone of contention
Cry over spilt milk
Put the clock back

  1. Give the antonym of the following words.
Arrogance
Diversity
Hasty
Prosperity
Liberality

Bengali

If the questions attempt are in excess of the prescribed number, only the question first up to the prescribed number shall be valued and the remaining once ignored.

নিম্নলিখিত যেকোনো একটি বিষয়ে খসড়া প্রতিবেদন রচনা করুন:

প্রজাতন্ত্র দিবস সম্প্রীতির শপথ
(সূত্র: স্থান, কাল, ঘটনার বিবরণ, কর্তৃপক্ষের বক্তব্য)
পোলিও নির্মূল করতে প্রচার অভিযান
(সূত্র: স্থান, কাল, ঘটনার বিবরণ, ব্যবস্থা গ্রহণ)

[N.B - write A, B in place of name, address, if necessary]

বাংলায় অনুবাদ করুন:

No work is superior or inferior in itself. Work is work. It is absolutely wrong to consider any works as high or low. The work itself is a dignity. Every work has some dignity attached to it. It is improper for anybody to think that a certain work is undignified or below his status. Dignity of labour means that call and every kind of work is dignified.

সারসংক্ষেপ করুন:

আমাদের বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই এমনকি এক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিন্তে থাকি এই বিশ্বাসে যে, সেখান থেকে আর একটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে, যার সুখে বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। কিন্তু এই বিশ্বাস নিতান্ত অমুলক। মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষে, অথচ আমরা দাতার বুক চেয়ে গ্রহীতার কথাটা একেবারেই ভুলে যাই। এ সত্য ভুলে না গেলে আমরা বুঝতাম যে, শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করাতে নয়, ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। শিক্ষক শিক্ষার পথ দেখিয়ে  দিতে পারেন, তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারে,তার জ্ঞান পিপাসা কে জাগ্রত করতে পারেন; এর বেশী আর কিছু পারেন না।

নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করুন:

দূরে হাটে কলরবের মত একটা জনতার শব্দ শোনা যাচ্ছে। (কর্তৃবাচ্য)
মানুষের জানটাও বাজনার মত। (প্রশ্নবোধক বাক্যে)
কে কাজ দেবে? (নির্দেশক বাক্য)

ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন:

চন্দ্রচূড়, উপকূল, রথদেখা

নিম্নলিখিত বাগধারার প্রয়োগে বাক্য গঠন করুন:

আষাঢ়ে গল্প, একাদশে বৃহস্পতি, গদাই লস্করি চাল, চাঁদের হাট।



General studies and arithmetic
Separated answer book to be used for group A and group B
(in case a candidate write answers to questions on Group D in the answer book meant for group A and vice versa, such answers will not be evaluated).
 If the questions attempted in excess for the prescribed number only the questions attempted 1st up to the prescribed number shall be followed and the remaining one ignored.
Group A ( general studies)

Answer may be given in English or in Bengali for in Nepali but all the answers must be in one and the same language. 
Parts of a question should be inside together and should not be interposed by answers to other questions.
All questions carry equal marks.
Answer any five questions
  1. Discuss about the functions of election commission of India. in which article it is included in the constitution of India? who was the first Election Commissioner?
  2. Describe the non cooperation movement of India in connection with National freedom movement.
  3. Whatis earthquake? how does it occur name the device and unit of measurement of earthquake?
  4. Distinguishbetween bacteria and virus mentioning the diseases caused by them in each case. what does it stand for discuss about the cause and remedy of it?
  5. Writea note on recent American mote monetary crisis.
  6. In which year Magsaysay Award was instituted? who was Magsaysay? Give a short note of the categories in which the award is given. name two Indians with category who are the winners of this award.
Group B (arithmetic)

Answer me be given in English or in Bengali but inside must be in one and the same language 
all questions carry equal marks
Answer any four questions

  1. There was 20 cows in a farm, out of these 20 cows one cow of worth rupees 5000 was replaced by a horse purchased afterword. then the average price of all the animals increased by rupees 225. Find the cost price of the house.
  1. Askilled, a Semi skilled and an unskilled workers of a factory working for 6, 7 and 9 days respectively received together a total sum of rupees 2323 by daily production are in the ratio 1/6 :1/10 : 1/15 respectively and they receive wages proportional to their respective productions. what amount will each received?
  1. Aman sold two articles each at rupees 990. he incurred a profit of 10% in 1 and a loss of 10% in another. find his gain or loss percent.
  1. Aco-operative bank gives a house building loan to low income group persons on the condition that if the loan is repayed with interest by the end of 7 years, interest will be charged at a rate of 8% simple interest per annum, otherwise rate of interest would be 10% simple interest per annum for the entire period. Amul Babu and Bimal Babu to same amount of loan on the same date. Bimal Babu repay the loan with interest just in 7 years and Amal Babu repayed just in 10 years and have to pay Rs 1 lakh 76, 000 more as interest. how much did each borrow?
  1. Atrain is moving at a constant speed. if its speed is increased by 5 km per hour then that time is required to reach a given station would be 5 hours less that when it moves with constant speed. But if its speed is decreased by 4 kilometre per hour then the time required to reach the same station would be 5 hours more. Find out the distance of the station and the constant speed with which the train is running.
  1. Duringa construction of a bridge half of the week has been completed in 20 days. Then another group of 15 workers were engaged in work and the rest work completed in 15 days. How many persons are engaged at first time.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Fundamental right in Bengali | মৌলিক অধিকার

Fundamental right বা মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের part 3 এর article 12 থেকে article 35 এর মধ্যে আছে। মৌলিক অধিকারের ধারণা US Constitution থেকে নেওয়া হয়েছে।  ভারতীয় সংবিধানে বর্তমানে ছয়টি মৌলিক অধিকার আছে। যে গুলি হল, Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) Right to freedom বাক স্বাধীনতার অধিকার (article 19 থেকে 22) Right against exploitation বা শোষণের বিরুদ্ধে অধিকার (article 23 থেকে 24) Right to freedom of religion বা ধর্মীয় স্বাধীনতা (article 25 থেকে 28) Cultural and educational rights বা শিক্ষা ও সংস্কৃতির অধিকার (article 29 থেকে 30) Right to constitutional remedies বা সাংবিধানিক প্রতিকারের অধিকার (article 32) 1978 খ্রিস্টাব্দের আগে right to property বা সম্পত্তির অধিকার ও একটি fundamental right বা মৌলিক অধিকার ছিল কিন্তু 1978 সালে 44 তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে legal right বানানো হয় যা বর্তমানে article 300A যে আছে। Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) -  Article 14 -  Equal

ভারতীয় রাজনীতিতে গান্ধীজীর উত্থান

গান্ধীজীর উত্থান ব্রিটেন থেকে ওকালতি পড়ে এসে গান্ধীজী 1898 সালে সাউথ আফ্রিকাতে যান। সেখানে তিনি দাদা আব্দুল্লাহর কেসের জন্য গেলেও সেখানকার নিপীড়িত ভারতীয়দের দেখে তাদের সাহায্য করার জন্য 22 বছর সাউথ আফ্রিকা তে থাকেন। এরমধ্যে গান্ধীজীর প্রতিবাদের দুটি ধারা দেখা যায়। গান্ধীজীর প্রতিবাদের নরমপন্থী ভাগ (1894-1906) দক্ষিণ আফ্রিকায় গিয়ে গান্ধীজী প্রথমে নরমপন্থী দের মত সরকারকে প্রেয়ার এবং পিটিশন দেওয়া শুরু করে এই আশায় যে যেহেতু আফ্রিকা ও ব্রিটিশ সাম্রাজ্যের অংশ সেই হিসাবে সেখানকার বসবাসকারী ভারতীয়রা ব্রিটেনের নাগরিক এবং ব্রিটিশ সরকার তাদের দুর্দশা দেখলে তাদের সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করবে।  প্যাসিভ রেজিস্টেন্স বা সত্যাগ্রহী ভাগ (1906-1914) নরমপন্থী ভাবধারায় কাজ না হওয়ায় গান্ধীজি প্যাসিভ রেজিস্টেন্স এর দিকে চলে যায় যাকে তিনি সত্যাগ্রহ বলেন। তিনি প্রথম সত্যাগ্রহ করেন দক্ষিণ আফ্রিকায় থাকা ভারতীয়দের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে। এখানে ব্রিটিশ সরকার দ্বারা বলা হয়েছিল যে সমস্ত ভারতীয়রা দক্ষিণ আফ্রিকায় থাকে তাদেরকে আঙ্গুলের ছাপ দেওয়া একটি কার্ড নিয়ে ঘুরতে হব

ধ্বনি

ধ্বনি কাকে বলে? বাক যন্ত্রের স্বল্পতম প্রয়োগে শব্দের বিশ্লিষ্ট তম অংশকে বলে ধ্বনি। বাংলা ব্যাকরণে 11 টি স্বরধ্বনি এবং 39 টি ব্যঞ্জনধ্বনি আছে। ধ্বনি পরিবর্তন দুইভবে হয়, স্বরধ্বনি ঘটিত পরিবর্তন ও ব্যঞ্জনধ্বনি ঘটিত পরিবর্তন। স্বরধ্বনিঘটিত পরিবর্তন- স্বরভক্তি বা বিপ্রকর্ষ-  উচ্চারণের সুবিধার জন্য বা ছন্দের প্রয়োজনে সংযুক্ত ব্যঞ্জনবর্ণ্ণকে  ভেঙে তার মধ্যে স্বরধ্বনি আনার রীতিকে বলা হয় স্বরভক্তি বাা বিপ্রকর্ষ। যেমন - রত্ন > রতন স্বরাগম- উচ্চারণ কে সহজ করতে অথবা উচ্চারণের অপারগতার জন্য শব্দের শুরুতে, মধ্যে বা শেষে স্বরধ্বনি আগমনকে বলা হয় স্বরাগম। স্বরাগমকে তিন ভাগে ভাগ করা যায়। আদি স্বরাগম- শব্দের শুরুতে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। যেমন- স্কুল > ইস্কুল মধ্য স্বরাগম-  শব্দের মধ্যে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। যেমন- রত্ন > রতন, ধর্ম > ধরম ইত্যাদি। অন্ত স্বরাগম-  শব্দের শেষে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। যেমন- বেঞ্চ >বেঞ্চি, ইঞ্চ>ইঞ্চি ইত্যাদি। স্বরলোপ-  উচ্চারণের কোন ত্রুটি বা সুবিধার জন্য শব্দের অন্তর্গত কোন