সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

এশিয়ান গেমস 2018 এর সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য

এশিয়ান গেমসের ইতিহাস
আগে এশিয়ান গেমস এশিয়ান গেমস ফেডারেশন পরিচালনা করতো 1978 সাল পর্যন্ত এরপর 1982 সাল থেকে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এশিয়ান গেমস করা শুরু করে। 
এখনো পর্যন্ত 9 টি দেশে এশিয়ান গেমস হয়েছে এবং এই খেলাতে 46 টি দেশ অংশগ্রহণ করেছে। 974 আগে ইজরায়েল ও এশিয়ান গেমসে অংশগ্রহণ করত কিন্তু এরপর ইজরাইল এশিয়ান গেমসে অংশগ্রহণ করা বন্ধ করে দেয়।
Asian Games 2018

  • 2014 সালের এশিয়ান গেমস হয়েছিল দক্ষিণ কোরিয়ায়।
  • 2018 সালে এশিয়ান গেমস হয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা ও পেলিমবেগে।
  • 2022 সালের এশিয়ান গেমস হবে চীনের হংজং শহরে।
আজ পর্যন্ত যত এশিয়ান গেমস খেলা হয়েছে তাতে সর্বাধিক পদক জিতেছে চীন ( 2976 পদক 🏅), পদক জেতায় দ্বিতীয় স্থানে রয়েছে জাপান (2858 পদক 🏅) এবং পদক জেতাতে ভারতের স্থান পঞ্চম। ভারত সর্বমোট 614 টি পদক জিতেছে যার মধ্যে 139 টি স্বর্ণপদক 🏅।

এশিয়ান গেমস 2018
2018 সালের এশিয়ান গেমস ইন্দোনেশিয়ার জাকার্তায় শহরে শুরু হয়। 2018 এশিয়ান গেমসের ওপেনিং সেরেমনিতে ভারতের পতাকা ধারক ছিলেন নিরাজ চোপড়া (নিরাজ চোপড়া বর্ষা ছোড়ার একজন খেলোয়াড়) এবং এশিয়ান গেমসে 2018 এর ক্লোসিং সেরেমনিতে ভারতের পতাকা ধারক ছিলেন ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানী রামপাল।
2018 এর এশিয়ান গেমসে ভারত সর্বমোট 69 টি পদক পেয়েছে যার মধ্যে 15 টি স্বর্ণপদক, 24 টি রৌপ পদক এবং 30 টি ব্রোঞ্জের পদক রয়েছে।

জাপানের সাঁতারু Rikako Ikee (রিকাক ইকি) কে এশিয়ান গেমস 2018 এর সব থেকে মূল্যবান খেলোয়াড় ঘোষণা করা হয়েছে।

2018 এশিয়ান গেমসে ভারতের জেতা সমস্ত স্বর্ণপদক



  1. Vinesh Phogat - women's freestyle 50 kg category ( wrestling) এ স্বর্ণ পদক জিতেছেন।
  2. Neeraj Chopra - Javelin throw এ স্বর্ণ পদক জিতেছেন। নিরাজ চোপড়া হরিয়ানার বাসিন্দা।
  3. Bajrang Punia - Wrestling এ স্বর্ণ পদক জিতেছেন।
  4. Saurabh Chaudhary - Shooting এ স্বর্ণ পদক জিতেছেন। সৌরভ চৌধুরি উত্তর প্রদেশের বাসিন্দা।
  5. Rahi Sarnobat - Shooting এ স্বর্ণ পদক জিতেছেন। রাহি সার্নবত্ মহারাষ্ট্রের বাসিন্দা।
  6. Sawarn Singh + Dattu Baban Bhokanal + Om Prakash + Sukhmeet Singh - Rowing এ স্বর্ণ পদক জিতেছেন।
  7. Rohan Bopanna + Divij Sharan - Lown Tennis এ স্বর্ণ পদক জিতেছেন।
  8. Tejendrapal Singh Toor - Men's shot put (athletics) এ স্বর্ণ পদক জিতেছেন।
  9. Manjit Singh - Men's 800 metre (athletics) এ স্বর্ণ পদক জিতেছেন। মঞ্জীত সিং হরিয়ানার বাসিন্দা।
  10. Arpinder Singh - Men's triple jump (athletics) এ স্বর্ণ পদক জিতেছেন। অরপিন্দ্র সিং পাঞ্জাবের বাসিন্দা।
  11. Swapna Barman - Women's heptathion (athletics) এ স্বর্ণ পদক জিতেছেন।
  12. Jinson Johnson - Men's 1500 meter (athletics) এ স্বর্ণ পদক জিতেছেন। 
  13. M.R. Poovamma + Saritaben Golkwad + Hima Das + Vismaya - Athletics এ স্বর্ণ পদক জিতেছেন।
  14. Amit Panghal - Boxing এ স্বর্ণ পদক জিতেছেন।
  15. Pranab Bardhan + Shibhanth Sarkar - Bridge এ স্বর্ণ পদক জিতেছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Fundamental right in Bengali | মৌলিক অধিকার

Fundamental right বা মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের part 3 এর article 12 থেকে article 35 এর মধ্যে আছে। মৌলিক অধিকারের ধারণা US Constitution থেকে নেওয়া হয়েছে।  ভারতীয় সংবিধানে বর্তমানে ছয়টি মৌলিক অধিকার আছে। যে গুলি হল, Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) Right to freedom বাক স্বাধীনতার অধিকার (article 19 থেকে 22) Right against exploitation বা শোষণের বিরুদ্ধে অধিকার (article 23 থেকে 24) Right to freedom of religion বা ধর্মীয় স্বাধীনতা (article 25 থেকে 28) Cultural and educational rights বা শিক্ষা ও সংস্কৃতির অধিকার (article 29 থেকে 30) Right to constitutional remedies বা সাংবিধানিক প্রতিকারের অধিকার (article 32) 1978 খ্রিস্টাব্দের আগে right to property বা সম্পত্তির অধিকার ও একটি fundamental right বা মৌলিক অধিকার ছিল কিন্তু 1978 সালে 44 তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে legal right বানানো হয় যা বর্তমানে article 300A যে আছে। Right to Equality বা সাম্যের অধিকার (article 14 থেকে 18) -  Article 14 -...

ভারতীয় রাজনীতিতে গান্ধীজীর উত্থান

গান্ধীজীর উত্থান ব্রিটেন থেকে ওকালতি পড়ে এসে গান্ধীজী 1898 সালে সাউথ আফ্রিকাতে যান। সেখানে তিনি দাদা আব্দুল্লাহর কেসের জন্য গেলেও সেখানকার নিপীড়িত ভারতীয়দের দেখে তাদের সাহায্য করার জন্য 22 বছর সাউথ আফ্রিকা তে থাকেন। এরমধ্যে গান্ধীজীর প্রতিবাদের দুটি ধারা দেখা যায়। গান্ধীজীর প্রতিবাদের নরমপন্থী ভাগ (1894-1906) দক্ষিণ আফ্রিকায় গিয়ে গান্ধীজী প্রথমে নরমপন্থী দের মত সরকারকে প্রেয়ার এবং পিটিশন দেওয়া শুরু করে এই আশায় যে যেহেতু আফ্রিকা ও ব্রিটিশ সাম্রাজ্যের অংশ সেই হিসাবে সেখানকার বসবাসকারী ভারতীয়রা ব্রিটেনের নাগরিক এবং ব্রিটিশ সরকার তাদের দুর্দশা দেখলে তাদের সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করবে।  প্যাসিভ রেজিস্টেন্স বা সত্যাগ্রহী ভাগ (1906-1914) নরমপন্থী ভাবধারায় কাজ না হওয়ায় গান্ধীজি প্যাসিভ রেজিস্টেন্স এর দিকে চলে যায় যাকে তিনি সত্যাগ্রহ বলেন। তিনি প্রথম সত্যাগ্রহ করেন দক্ষিণ আফ্রিকায় থাকা ভারতীয়দের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে। এখানে ব্রিটিশ সরকার দ্বারা বলা হয়েছিল যে সমস্ত ভারতীয়রা দক্ষিণ আফ্রিকায় থাকে তাদেরকে আঙ্গুলের ছাপ দেওয়া একটি কার্ড নিয়ে ঘুরত...

ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন এবং নরমপন্থীদের যুগ

সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু এবং এও হিউম এর প্রচেষ্টায় 1 885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে যার সভাপতিত্ব করেন উমেশচন্দ্র ব্যানার্জি । জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য এবং কর্মসূচি- একটি সর্বভারতীয় জাতীয় আন্দোলন গঠন করা। ভারতবাসীদের রাজনৈতিকভাবে শিক্ষিত করা। সর্বভারতীয় গণআন্দোলনের জন্য একটি মুখ্য কার্যালয় স্থাপন করা। ভারতের বিভিন্ন অঞ্চলের দেশ ভক্তির মধ্যে ব্যক্তিগত যোগাযোগ এবং সৌজন্যে স্থাপন করা। সরকারের সামনে জনপ্রিয় দাবিগুলোকে তুলে ধরা। দেশাত্মবোধ জাগানো। নরমপন্থী দের যুগ (1885-1905) জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতাদের ব্রিটিশ সরকারকে কিছু জানাতে হলে প্রিয়ার এবং পিটিশনের সাহায্য নিতেন এবং কনস্টিটিউশনাল রিফর্ম দাবি জানাতেন। তারা সরাসরি কোনো গণ আন্দোলনের পথে অগ্রসর হতে না। এই সময়কার কিছু গুরুত্বপূর্ণ নরমপন্থী নেতার নাম হল- দাদাভাই নওরোজি, ফিরোজশাহ মেহেতা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র ব্যানার্জি ইত্যাদি। ভারতীয় জাতীয়তার নরমপন্থীদের অবদান...