এশিয়ান গেমসের ইতিহাস
আগে এশিয়ান গেমস এশিয়ান গেমস ফেডারেশন পরিচালনা করতো 1978 সাল পর্যন্ত এরপর 1982 সাল থেকে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এশিয়ান গেমস করা শুরু করে।
এখনো পর্যন্ত 9 টি দেশে এশিয়ান গেমস হয়েছে এবং এই খেলাতে 46 টি দেশ অংশগ্রহণ করেছে। 974 আগে ইজরায়েল ও এশিয়ান গেমসে অংশগ্রহণ করত কিন্তু এরপর ইজরাইল এশিয়ান গেমসে অংশগ্রহণ করা বন্ধ করে দেয়।
- 2014 সালের এশিয়ান গেমস হয়েছিল দক্ষিণ কোরিয়ায়।
- 2018 সালে এশিয়ান গেমস হয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা ও পেলিমবেগে।
- 2022 সালের এশিয়ান গেমস হবে চীনের হংজং শহরে।
আজ পর্যন্ত যত এশিয়ান গেমস খেলা হয়েছে তাতে সর্বাধিক পদক জিতেছে চীন ( 2976 পদক 🏅), পদক জেতায় দ্বিতীয় স্থানে রয়েছে জাপান (2858 পদক 🏅) এবং পদক জেতাতে ভারতের স্থান পঞ্চম। ভারত সর্বমোট 614 টি পদক জিতেছে যার মধ্যে 139 টি স্বর্ণপদক 🏅।
এশিয়ান গেমস 2018
2018 সালের এশিয়ান গেমস ইন্দোনেশিয়ার জাকার্তায় শহরে শুরু হয়। 2018 এশিয়ান গেমসের ওপেনিং সেরেমনিতে ভারতের পতাকা ধারক ছিলেন নিরাজ চোপড়া (নিরাজ চোপড়া বর্ষা ছোড়ার একজন খেলোয়াড়) এবং এশিয়ান গেমসে 2018 এর ক্লোসিং সেরেমনিতে ভারতের পতাকা ধারক ছিলেন ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানী রামপাল।
2018 এর এশিয়ান গেমসে ভারত সর্বমোট 69 টি পদক পেয়েছে যার মধ্যে 15 টি স্বর্ণপদক, 24 টি রৌপ পদক এবং 30 টি ব্রোঞ্জের পদক রয়েছে।
জাপানের সাঁতারু Rikako Ikee (রিকাক ইকি) কে এশিয়ান গেমস 2018 এর সব থেকে মূল্যবান খেলোয়াড় ঘোষণা করা হয়েছে।
2018 এশিয়ান গেমসে ভারতের জেতা সমস্ত স্বর্ণপদক
- Vinesh Phogat - women's freestyle 50 kg category ( wrestling) এ স্বর্ণ পদক জিতেছেন।
- Neeraj Chopra - Javelin throw এ স্বর্ণ পদক জিতেছেন। নিরাজ চোপড়া হরিয়ানার বাসিন্দা।
- Bajrang Punia - Wrestling এ স্বর্ণ পদক জিতেছেন।
- Saurabh Chaudhary - Shooting এ স্বর্ণ পদক জিতেছেন। সৌরভ চৌধুরি উত্তর প্রদেশের বাসিন্দা।
- Rahi Sarnobat - Shooting এ স্বর্ণ পদক জিতেছেন। রাহি সার্নবত্ মহারাষ্ট্রের বাসিন্দা।
- Sawarn Singh + Dattu Baban Bhokanal + Om Prakash + Sukhmeet Singh - Rowing এ স্বর্ণ পদক জিতেছেন।
- Rohan Bopanna + Divij Sharan - Lown Tennis এ স্বর্ণ পদক জিতেছেন।
- Tejendrapal Singh Toor - Men's shot put (athletics) এ স্বর্ণ পদক জিতেছেন।
- Manjit Singh - Men's 800 metre (athletics) এ স্বর্ণ পদক জিতেছেন। মঞ্জীত সিং হরিয়ানার বাসিন্দা।
- Arpinder Singh - Men's triple jump (athletics) এ স্বর্ণ পদক জিতেছেন। অরপিন্দ্র সিং পাঞ্জাবের বাসিন্দা।
- Swapna Barman - Women's heptathion (athletics) এ স্বর্ণ পদক জিতেছেন।
- Jinson Johnson - Men's 1500 meter (athletics) এ স্বর্ণ পদক জিতেছেন।
- M.R. Poovamma + Saritaben Golkwad + Hima Das + Vismaya - Athletics এ স্বর্ণ পদক জিতেছেন।
- Amit Panghal - Boxing এ স্বর্ণ পদক জিতেছেন।
- Pranab Bardhan + Shibhanth Sarkar - Bridge এ স্বর্ণ পদক জিতেছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন