Public Finance এখানে Public বলতে সরকারকে বোঝানো হচ্ছে, এবং Finance এর অর্থই হল অর্থ। কাজেই Public Finance বলতে সরকারের অর্থ বা টাকাপয়সা বোঝাচ্ছে। Dalton সাহেব সহজ ভাষায় এর সংজ্ঞা দিয়েছিলেন। এইবারে প্রশ্ন হল— Public Finance এর কতগুলো দিক রয়েছে। উত্তর হল— চারটি। ১) Public Revenue ২) Public Expenditure ৩) Public Debt ৪) Financial Administration একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক। ১) Public Revenue — ইকনমির ভাষায় Revenue বলতে Income বোঝানো হয়। তাহলে Public Revenue হল সরকারের Income বা আয়। সরকারের আয় কিভাবে হয়? দুভাবে— Tax Revenue এবং Non-Tax Revenue Tax Revenue টা কি? কর বসিয়ে সরকারের যে আয় হয় তাকে বলে Tax Revenue । সরকার এই কর কার ওপর বসায়? আম আদমির ওপর। এই কর কত রকমের হয়? দুই রকমের— Direct Tax এবং Indirect Tax। Direct Tax এর সবচাইতে সহজ উদাহরণ হল Income Tax যা সরাসরি আম আদমির পকেট কেটে নেওয়া হয়। Sales Tax অথবা এখনকার যুগে GST হল Indirect Tax এর উদাহরণ। সরকার এইগুলো সরাসরি আম আদমির ওপর না চাপালেও দোকানদারেরা এই করের বন্দুকের নলটা আম আদমির দিকেই ঘু...